ঋণ মেলায় মমতা • কৃষকসভায় গৌতম
কোচবিহারে দুই হেভিওয়েট নেতা
গামী সপ্তাহে পৃথক কর্মসূচিতে যোগ দিতে কোচবিহারে আসছেন রাজ্যের শাসক ও বিরোধী দলের দুই নেতা-নেত্রী। ২২ ডিসেম্বর কোচবিহারের দক্ষিণ খোলটা প্রাথমিক বিদ্যালয়ে সিপিএমের কৃষকসভার জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। ৪ দিনের মাথায় ২৬ ডিসেম্বর পুন্ডিবাড়িতে ঋণ মেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই দুইটি কর্মসূচিকেই গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল। ডান-বাম দুই শিবিরের কর্মসূচি ঘিরে রাজনৈতিক বাতাবরণ সরগরম হয়ে উঠছে।
প্রশাসন ও দলীয় সূত্রেই জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সফরসূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। ২৬ ডিসেম্বর পুন্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে ঋণ মেলার আয়োজনও অনেকটা এগিয়েছে। জেলাশাসক মোহন গাঁধী, পুলিশ সুপার প্রণব দাস অনুষ্ঠানস্থল ঘুরে এসেছেন। আজ, সোমবার মুখ্যমন্ত্রীর সফরের কথা মাথায় রেখে জেলার উন্নয়ন পরিকল্পনা খতিয়ে দেখতে বৈঠক করবেন জেলাশাসক।
জেলা প্রশাসনের এক কর্তার কথায়, ওই ঋণ মেলায় স্বনির্ভর গোষ্ঠী সদস্যদের পাশাপাশি অনগ্রসর কল্যাণ দফতর, সংখ্যালঘু উন্নয়ন দফতর, সমাজ কল্যাণ দফতরের একাধিক প্রকল্পে উপভোক্তারা ঋণ সুবিধে পাবেন। বিএসকেভি প্রকল্পে উপভোক্তাদের একগুচ্ছ সুবিধা অনুষ্ঠান মঞ্চ থেকে দেওয়া হবে। জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী ঋণ মেলার উদ্বোধন করবেন বলে চূড়ান্ত হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
প্রস্তুতি চলছে কৃষক সভার সমাবেশের আয়োজন নিয়েও। ২২-২৩ ডিসেম্বর দুই দিন ধরে খোলটায় প্রাদেশিক কৃষকসভার সম্মেলন হবে। ৩৫০ প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন। ২২ ডিসেম্বর প্রকাশ্য সভায় প্রধান বক্তা হিসাবে থাকবেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। এ ছাড়াও জেলার বাসিন্দা আরও দুই প্রাক্তন মন্ত্রী দীনেশ ডাকুয়া, অনন্ত রায় সভায় থাকবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.