উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় মানের উন্নয়নে ‘কমন এনট্রান্স’ |
উত্তরবঙ্গের কলেজগুলিতে বিভিন্ন বিভাগে আরও বেশি করে স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু করার ব্যাপারে উৎসাহী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার শিলিগুড়ি কলেজে ভূগোল বিভাগের সুবর্ণজয়ন্তীর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমীর কুমার দাস। তাঁর কথায়, শিলিগুড়ি কলেজে ভুগোল বিভাগ সাফল্যের সঙ্গে ৫০ বছর চলছে। শুধু এই কলেজের ভূগোল বিভাগই নয়, উত্তরবঙ্গের অনেক কলেজে কিছু বিভাগের পরিকাঠামো উন্নত মানের। সংশ্লিষ্ট কলেজ চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে সব ক্ষেত্রে স্নাতকোত্তর পাঠাক্রম চালু করতে উদ্যোগী হবেন। কলেজগুলি বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করলে ব্যবস্থা নেওয়া হবে। শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ মলয় করঞ্জাই জানিয়েছেন, ১৯৬২ সাল থেকে তাঁদের কলেজে ভূগোল বিভাগ চালু হয় অনার্স কোর্সের মাধ্যমে। সাফল্যের সঙ্গে তা চলায় তাঁরাও চান কলেজে ওই বিভাগে স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু করা হোক। সে জন্য প্রয়োজনীয় প্রস্তাব তাঁরা শীঘ্রই দেবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে স্নাতকোত্তর বিভাগের মানোন্নয়েনর জন্য ভর্তির ক্ষেত্রে ‘কমন এনট্রেন্স টেস্ট’ চালুর কথা উচ্চ শিক্ষা সংসদের তরফে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য। উত্তরবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীরা ভাল বিশ্ববিদ্যালয় বা কলেজে সুযোগ পেয়ে এলাকার বাইরে চলে যেতে পারেন। তাঁরা যাতে স্থানীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে পড়তে উৎসাহী হন সে জন্য স্থানীয় কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন বিভাগের মানোন্নয়নের উপর জোর দেওয়ার বিষয়ে গুরুত্ব দিতে বলেন উপাচার্য। তিনি বলেন, “উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে ‘সেন্টার অব এক্সেলেন্স’-এর স্তরে উন্নীত করা জরুরি। এ জন্য কলেজগুলির পড়াশোনার মান, পরিকাঠামো উন্নয়ন প্রয়োজন।” উত্তরবঙ্গের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ আরও বেশি করে করার প্রয়োজনীয়তার কথা জানান তিনি। দক্ষিণবঙ্গে সেন্ট জেভিয়ার্স কলেজ-সহ বেশ কিছু স্বশাসিত কলেজ রয়েছে। তাঁরা নিজেরাই কলেজের পাঠ্যক্রম, পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করেন। শিলিগুড়ি কলেজ-সহ উত্তরবঙ্গে কিছু কলেজ সেই মানের বলে তিনি মনে করেন। সেই স্বীকৃতি পেতে তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও এ দিন তাদের উৎসাহিত করেন উপাচার্য।
|
পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে আদিবাসী বিকাশ পরিষদ। রবিবার শিলিগুড়ি দাগাপুরে জনসভা করে পরিষদ। তার পরেই সংগঠন সভাপতি বিরসা তিরকি জানান, পঞ্চায়েত ভোটে জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, “স্বাধীনতার পর থেকে কোনও দলই আদিবাসীদের উন্নয়নে নজর দেয়নি। আদিবাসীরা এখনও অধিকার থেকে বঞ্চিত। নির্দল হয়ে ভোটে লড়াই করে আমাদের অধিকার আদায়ে সচেষ্ট হতে হবে। এলাকার উন্নয়নে কাজ করব।” তিনি আরও দাবি করেন, আদিবাসীদের মধ্যে অন্য কোনও রকম সংগঠন বা রাজনৈতিক দলের প্রভাব নেই। এ দিন সংগঠনের তরফে আদিবাসীদের নেশা মুক্ত জীবন গড়ার ডাক দেওয়া হয়। এ দিনের সভায় উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের সামাজিক ন্যায়বিচার দফতরের মন্ত্রী শিবাজি রাও মোঘে।
|
যুব কংগ্রেসের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে জলপাইগুড়িতে। রবিবার সংগঠনের সর্বভারতীয় পর্যবেক্ষক মাজুদ আহমেদ জলপাইগুড়িতে এসে সদস্য সংগ্রহের প্রক্রিয়া শুরু করেন। যুব কংগ্রেসে জলপাইগুড়ি লোকসভা কমিটির সভাপতি সৈকত চট্টোপাধ্যায় জানান, আগামী ১১ জানুয়ারি পর্যন্ত সদস্য সংগ্রহের কাজ চলবে।
|
নিবেদিতা সরকার মেমোরিয়াল দাবা চাম্পিয়ানশিপ প্রতিযোগিতা শেষ হল রবিবার। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেস আসোসিয়েশনের উদ্যোগে শনিবার থেকে জিগপায় এই প্রতিযোগিতা শুরু হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে ১০৬ জন অংশ নেন। প্রতিযোগিতায় ছেলে মেয়েদের পৃথক বিভাগ ছাড়াও ওপেন গ্রুপেও প্রতিযোগিতা হয়েছে। |