কাঞ্চনজঙ্ঘায় প্রতিবন্ধীদের প্রতিযোগিতা
প্রথম রিং-থ্রো তে, দ্বিতীয় হয়ে ‘ভিকট্রি স্ট্যান্ড’-এ দাঁড়িয়ে পুরস্কার নিচ্ছিল অঞ্জলি রায়, দীপা রায়, সেতু মণ্ডলরা। মেডেল গলায় পরিয়ে দিতেই আনন্দে হাসছিল অনূর্ধ্ব ৬ বছরের মূক ও বধির ওই কচিকাঁচারা। শারীরিক প্রতিবন্ধী মুকেশ চিক বরাইক হাঁটাচলা করতে পারেন না। ট্রাই সাইকেলই তার ভরসা। মাঠে ট্রাইসাইকেলে বসেই তিনি ডিসকাস থ্রো করলেন। ১৪ থেকে ১৮ বছরের সাবানা পরভিন, রিজুয়ানা খাতুনদের নকল পা লাগানো। তা নিয়েই ক্রিকেট বল থ্রো প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়। শুভঙ্কর দাস, সত্যজিৎ বর্মনরা মানসিক প্রতিবন্ধী। অন্যদের কেউ মূক প্রতিবন্ধী। কারও শ্রবণ বা দর্শন প্রতিবন্ধকতা রয়েছে। কেউ ‘ক্র্যাচ’ নিয়ে চলাফেরা করেন। রবিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দাপিয়ে বেড়াল ওরা। প্রতিবন্ধীদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার নাম ‘মুসকান’।
প্রতিবন্ধী ক্রীড়া প্রতিযোগিতা।
নর্থবেঙ্গল কাউন্সিল ফর দ্যা ডিসেবলডের উদ্যোগে এ দিন ওই ক্রীড়া প্রতিযোগিতায় উত্তরবঙ্গের নানা জেলা থেকে ৪১৬ জন প্রতিযোগী অংশ নেয়। রায়গঞ্জের সূর্যোদয় মুক ও বধির স্কুল, বীরপাড়া ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সেন্টার ফর স্পেশাল এডুকেশন ফর দ্যা ডিসেবলড, নকশালবাড়ি হ্যান্ডিক্যাপড ওয়েলফেয়ার সোসাইটির মতো ২৭টি সংগঠনের হয়ে ওই প্রতিবন্ধী ছেলেমেয়েরা অংশ নিয়েছিল। উদ্যোক্তা সংগঠনের সম্পাদক দুর্গা সাহা জানিয়েছেন, জীবনের নানা প্রতিবন্ধকতার মধ্যেও প্রতি বছর এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ছেলেমেয়েরা মুখিয়ে থাকেন। তাঁরাও তাই আয়োজনের খামতি রাখতে চাননি।
মার্চপাস্ট।
আয়োজনে সাহায্যের হাত বাড়িয়েছে সেনাবাহিনী-সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। মানসিক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী-সহ বিভিন্ন প্রতিবন্ধকতা ভেদে তাদের জন্য আলাদা বিভাগ করা হয়। ৫০, ১০০ মিটার দৌড়, ডিসকাস থ্রো, ট্রাইসাইকেল রেস, ক্রিকেট বল থ্রো, ক্রিকেট বলে ‘কিক্’ করা-সহ ৯৬টি ইভেন্ট ছিল। দলগত ভাবে ছেলে ও মেয়ে উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। দলগত ভাবে ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রেই রানার্স পুরস্কার দেওয়া হয়েছে ৩ টি করে সংগঠনকে। সেই মতো জলপাইগুড়ির হাওড়া সাউথ পয়েন্ট, বালুরঘাটের ইন্ডিয়ান রেড ক্রস এবং শিলিগুড়ির মাটিগাড়া পিএসইউ ওই পুরস্কার পেয়েছে ছেলেদের বিভাগে। মেয়েদের দলগত বিভাগে রানার্স শিলিগিুড়ির প্রেরণা, জলপাইগুড়ির হাওড়া সাউথ পয়েন্ট, শিলিগুড়ির নর্থ বেঙ্গল হ্যান্ডিক্যাপড রিহ্যাবিলিটেশন সোসাইটি।

ছবি: বিশ্বরূপ বসাক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.