উচ্চচাপ, ঝঞ্ঝা সরতেই ফিরছে উত্তুরে হাওয়া |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাধা ছিল দু’টো। উচ্চচাপ বলয় আর পশ্চিমী ঝঞ্ঝা। তাদের জোড়া ধাক্কায় বেসামাল হয়ে পড়েছিল শীত। অবশেষে দু’টো বাধাই কেটে যাওয়ায় কলকাতা-সহ সারা দক্ষিণবঙ্গে শীত ফিরে আসছে। তবে উইকেটে থিতু হতে সময় নেবে কয়েক দিন। হাওয়া অফিস জানাচ্ছে, আজ, সোমবার থেকেই পারদ নামতে শুরু করবে। এবং চলতি সপ্তাহেই ফের দাপট বাড়বে উত্তুরে হাওয়ার।
গত সপ্তাহের গোড়াতেই বঙ্গোপসাগরের উচ্চচাপ ও দক্ষিণবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গিয়েছিল অনেকটা। আবহবিদেরা বলছেন, শীতকালে মাঝেমধ্যেই বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হয়। তবে ডিসেম্বরের মাঝামাঝি এ রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার আগমন সাধারণত ঘটে না। এ বার রীতি ভেঙে এই সময়েও এসে পড়েছিল পশ্চিমী ঝঞ্ঝা। শুধু এসেই ক্ষান্ত হয়নি সে। সাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয়কে ভূখণ্ডে টেনে নিয়েছিল ঝঞ্ঝাটি। তাদের যুগলবন্দির ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬-৭ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছিল। সেই পশ্চিমী ঝঞ্ঝা এখন প্রশমিত। কেটেছে উচ্চচাপ বলয়ের প্রভাবও। প্রশস্ত হয়েছে শীতের পথ।
আলিপুর আবহাওয়া দফতর জানায়, রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। তাপমাত্রা নামতে শুরু করেছে রাজ্যের পশ্চিমাঞ্চলেও। শ্রীনিকেতনে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি। এর মধ্যে বিহার, ঝাড়খণ্ড-সহ পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও গতি হারিয়েছিল উত্তুরে হাওয়া। ওই সব এলাকাতেও ফিরে আসছে শীত।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ জানান, দু’তিন দিনের মধ্যেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে নেমে যাবে। শীতের মেজাজ ফিরবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। নতুন করে কোনও বাধা না-এলে বড়দিনের আগেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে বলে আবহবিজ্ঞানীদের আশা।
বৃষ্টির জন্য গত কয়েক দিনে উত্তর ভারতে তাপমাত্রা নেমে গিয়েছিল। কিন্তু এ দিন পঞ্জাব, রাজস্থান, হরিয়ানায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪-৫ ডিগ্রি উপরে ছিল। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এমনটা হয়েছে বলে আবহবিদেরা মনে করছেন। তবে তাপমাত্রার বাড়বাড়ন্ত রোধ করতে পারে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝাই। দিল্লির মৌসম ভবন জানায়, জম্মু-কাশ্মীরে ফের পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। তার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ওই এলাকায়। আগামী কয়েক দিনে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে বলে আবহবিদদের পূর্বাভাস। |