টুকরো খবর |
রাস্তা সংস্কারের দাবি |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
সংস্কারের কয়েক বছরের মধ্যে বেহাল হয়ে পড়েছে রঘুনাথপুর থেকে চেলিয়ামা যাওয়ার রাস্তা। রাস্তার আমূল সংস্কারের জন্য সম্প্রতি রঘুনাথপুর ২ ব্লক প্রশাসনের কাছে দাবি জানিয়েছে ব্লক যুব তৃণমূল।রঘুনাথপুর মহকুমা সদর থেকে রঘুনাথপুর ২ ব্লক সদর চেলিয়ামা যাওয়ার রাস্তাটি বেশ গুরুত্বপূর্ণ। প্রতিদিনই প্রয়োজনীয় কাজে ওই ব্লক এলাকার বাসিন্দারা মহকুমা সদরে আসেন। আবার রঘুনাথপুর থেকে সাঁওতালডিহি যাওয়ার বিকল্প রাস্তা হিসাবেও এই রাস্তাটি ব্যবহার করা হয়। কিন্তু রাস্তাটি বেহাল হয়ে পড়ায় তাঁদের দুর্ভোগ বেড়ে গিয়েছে। তাই ক্ষোভও ছড়াচ্ছে। বাসিন্দারা জানিয়েছেন, রঘুনাথপুর থেকে চেলিয়ামা পর্যন্ত পর্যাপ্ত সংখ্যায় বাস চলে না। যাতায়াতের ভরসা হচ্ছে ট্রেকার ও অটো। কিন্তু খানাখন্দে ভরা রাস্তায় ছোট গাড়িগুলিতে কার্যত প্রাণ হাতে করে যাতায়াত করতে হয়। খারাপ রাস্তায় গাড়ি, সাইকেল উল্টে যাচ্ছে। যুব তৃণমূলের রঘুনাথপুর ২ ব্লক সভাপতি স্বপন মাহাতা বলেন, “প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ রাস্তাটির মাঝে বড় মাপের গর্ত তৈরি হয়েছে। রাস্তার কোথাও কোথাও পিচ, পাথর উঠে গিয়েছে। তাই এই রাস্তাটির আমূল সংস্কারের জন্য ব্লক প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি।” ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তাটির দায়িত্বে রয়েছে জেলা পরিষদ। তাই ওই দাবিপত্র জেলাপরিষদের কাছে পাঠানো হয়েছে। জেলা পরিষদ সূত্রে দাবি করা হয়েছে, রাস্তাটি সংস্কারে তারা হাত দিয়েছে।
|
বধূর অপমৃত্যু, স্বামী গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • কোটশিলা |
এক বধূর অপমৃত্যুর ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে কোটশিলা থানার পুলিশ। ধৃত স্বরূপ গোস্বামী কোটশিলা থানা এলাকার বেগুনকোদর গ্রামের বাসিন্দা। শনিবার পুরুলিয়া আদালতে হাজির করানো বিচারক ধৃতকে জেলহাজতে পাঠান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার বেগুনকোদরে শ্বশুরবাড়ি থেকে শিল্পা গোস্বামী (১৯) নামে এক বধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কয়েক মাস আগে পুরুলিয়া মফস্সল থানা এলাকার লাগদা গ্রামের বাসিন্দা আনন্দ মুখোপাধ্যায়ের মেয়ে শিল্পার সঙ্গে বেগুনকোদরের বিজয় গোস্বামীর ছেলে স্বরূপের বিয়ে হয়। শিল্পার কাকা মহাদেব মুখোপাধ্যায়ের অভিযোগ, “বিয়ের পর থেকেই পণ সংক্রান্ত বিষয় নিয়ে শিল্পার শ্বশুরবাড়িতে অশান্তি চলছিল। ও প্রথম প্রথম কিছু বলেনি। কিছুদিন পরে মাকে জানিয়েছিল। মা ওকে শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে বলত। হঠাৎ শুক্রবার বিকেলের দিকে শিল্পার শ্বশুরবাড়ি থেকে আমরা একটা ফোন পাই যে, ওর শরীর খুব খারাপ। আমাদের এখনই যেতে হবে।” পুলিশকে মহাদেববাবুরা জানিয়েছেন, শ্বশুরবাড়িতে গিয়ে তাঁরা দেখেন, শিল্পার দেহ খাটে শোওয়ানো রয়েছে। তাঁর গলায় ও হাতে দাগ। পুলিশের কাছে মৃতার স্বামী, শ্বশুর, ভাসুর ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শিল্পার বাপের বাড়ির লোকজন। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। অভিযোগের ভিত্তিতে বধূ নির্যাতনের মামলা রুজু হয়েছে।
|
লিফলেটে প্রচার তৃণমূলের |
নিজস্ব সংবাদদাতা • বান্দোয়ান |
বিধানসভায় অভব্য আচরণ করার জন্যই বান্দোয়ানের সিপিএম বিধায়ক সুশান্ত বেসরাকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে বলে লিফলেট ছড়িয়ে প্রচার শুরু করেছে তৃণমূল। তৃণমূলের বান্দোয়ান ব্লক যুব সভাপতি জগদীশ মাহাতোর দাবি, “সুশান্তবাবু বিধানসভায় গুণ্ডামি করায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর ওই আচরণের জন্য বান্দোয়ানের বদনাম হয়েছে। সে জন্য আমরা লিফলেট ছড়িয়ে ধিক্কার জানাচ্ছি।” সুশান্ত বেসরার পাল্টা দাবি, “বিধানসভায় কারা আমাদের মহিলা ও পুরুষ বিধায়কদের উপর হামলা চালিয়েছে সংবাদমাধ্যমে তা সবাই দেখাচ্ছে। কাজেই ওই লিফলেট ছড়িয়ে ওদের কোনও লাভ হবে না।”
|
ওন্দায় আটক ৬ |
নিজস্ব সংবাদদাতা • ওন্দা |
ওন্দা ব্লক অফিস লাগোয়া একটি লজ থেকে শনিবার রাতে পুলিশ ছয় ব্যক্তিকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। প্রাথমিক তদন্তের পরে পুলিশের দাবি, কলকাতা পুলিশে চাকরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের কাছ থেকে টাকা পয়সা আদায়ের ষড়যন্ত্র করছিলেন এই ছ’জন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, রবিবার বিকেল পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ হয়নি বলে জানিয়েছে পুলিশ।
|
দুর্ঘটনায় যুবকের মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। রবিবার সকালে বড়জোড়া থানার প্রতাপপুর এলাকায় বাঁকুড়া-দুর্গাপুর ৯ নম্বর রাজ্য সড়কে দুর্ঘটনাটি হয়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রবিউল মোল্লা (২৪)। তিনি কাঁকসা এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিউল মোটরবাইক চালিয়ে দুর্গাপুর থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।পুলিশ জানিয়েছে, ডাম্পারটিকে চালক সমেত আটক করা হয়েছে।
|
বৃদ্ধা উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
যাত্রী প্রতীক্ষালয়ে পড়ে থাকা অসুস্থ এক বৃদ্ধাকে উদ্ধার করল মানবাজার থানার পুলিশ। মানবাজার পোদ্দারপাড়ার ওই বাসযাত্রী প্রতীক্ষালয়ে এক বৃদ্ধা শনিবার দিনভর পড়ে রয়েছেন খবর পেয়ে পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে। রাতেই মানবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, গেণুবালা দে নামে ওই বৃদ্ধা পোদ্দারপাড়ারই বাসিন্দা। তিনি কেন এ ভাবে পড়েছিলেন, পুলিশ তা জানার চেষ্টা করছে।
|
হুকিং করে ধৃত |
নিজস্ব সংবাদদাতা • আড়শা |
বিদ্যুতের খুঁটি থেকে হুকিং করে বিদ্যুৎ নেওয়ার অভিযোগে এক চাষিকে গ্রেফতার করেছে আড়শা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত শ্যামসুন্দর কুমারের বাড়ি আড়শা থানা এলাকার ঝুঁঝকা গ্রামে। শুক্রবার অভিযুক্তকে ধরার পরে শনিবার আদালতে হাজির করালে বিচারক তাঁকে জেলহাজতে পাঠান।
|
প্রৌঢ়ের দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
এক অজ্ঞাতপরিচয় প্রৌঢ়ের দেহ উদ্ধার করল পুরুলিয়া মফস্সল থানার পুলিশ। শনিবার শিমুলিয়া গ্রামের অদূরে রাস্তার পাশে দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। |
|