বাগবিন্ধ্যা গণহত্যার দ্বিতীয় বর্ষপূর্তিতে ফের দলীয় কর্মীদের সতর্ক করলেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। বললেন, ফের জঙ্গলমহলে আক্রমণ নেমে আসতে পারে কর্মীদের উপরে।
রবিবার পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া ইন্সস্টিটিউশনের মাঠে দলের সপ্তদশ পুরুলিয়া জেলা সম্মেলনের প্রকাশ্য সভায় মাওবাদীদের নাম না করে তাঁদের উদ্দেশে দেবব্রতবাবু বলেন, “এত দিন লালঝান্ডা নিয়ে কোন শ্রেণি সংগ্রাম করলেন আপনারা? বাগবিন্ধ্যা, অযোধ্যায় যাঁরা খুন হলেন, তাঁরা কোন শ্রেণি শত্রুর পর্যায়ে পড়ে? আপনাদের জবাবদিহি করতেই হবে। কার স্বার্থে মাঠা, বাগবিন্ধ্যা, অযোধ্যায় হত্যা হল? আপনারা এই কাজই ছত্তীসগঢ়ে, অন্ধ্রপ্রদেশে করেছেন।” |
২০১০ সালের ১৬ ডিসেম্বর রাতে ঝালদার বাগবিন্ধ্যা ও সংলগ্ন দু’টি গ্রামে সাত ফব নেতা-কর্মীকে গুলি করে খুন করেছিল মাওবাদীরা। সেই আতঙ্ক আজও যায়নি এলাকার ফব কর্মীদের মন থেকে। এ দিনের সম্মেলনে দলের জেলা সম্পাদক নরহরি মাহাতো তাই বলেছেন, “১৬ তারিখ আমাদের দুঃখের দিন। ওই দিন আমরা বাগবিন্ধ্যায় আমাদের সাত জনকে হারিয়েছিলাম।” আর দলীয় কর্মীদের প্রতি দেবব্রতবাবুর সতর্কবার্তা, “প্রতিটি গ্রাম, বাড়িকে দুর্গ করুন। এতটুকু ছিদ্র রাখা চলবে না। আমি আপনাদের সতর্কবাণী দিয়ে যাচ্ছি, রক্ত ঝরতে পারে। তাই গ্রামে গ্রামে সংগঠিত শক্তি গড়ে তুলুন।” যদিও কর্মীরা কার বা কাদের হাতে আক্রান্ত হতে পারেন, তা অবশ্য পরিষ্কার করেননি ফব শীর্ষনেতা। তবে তাঁর বক্তব্য মাওবাদীদের প্রতি ইঙ্গিত স্পষ্ট। তাঁর কথায়, “বামপন্থার নাম নিয়ে কেউ এলে তাকেও মোকাবিলা করতে হবে।”
এই সম্মেলনের প্রকাশ্য সমাবেশ থেকেই ফব নেতারা ‘বদলের বদল চাই’ বা ‘পরিবর্তনের পরিবর্তন’ স্লোগান তুলেছেন। নরহরিবাবু বলেন, “এই দিনেই আমাদের বদলের বদল চাই বলে শপথ নিতে হবে।” দলের পুরুলিয়া জেলা সভাপতি নিশিকান্ত মেহেতা বলেন, “আমরা এত দিন বামফ্রন্ট সরকারের শরিক থাকা স্বত্ত্বেও পুরুলিয়া উন্নয়ন পর্ষদের দাবি প্রতিষ্ঠিত করতে পারিনি।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে ফব’র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বীরসিংহ মাহাতোর মন্তব্য, “উনি প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আর করার সময় বলবেন টাকা নেই।” কিছুটা আত্মসমালোচনার সুরও শোনা গিয়েছে দলীয় নেতৃত্বের কথায়। দেবব্রতবাবু কর্মীদের বলেছেন, “আপনারা জানেন কোন মুখগুলোকে মানুষ আর দেখতে চায় না। তাই নতুন যাঁরা কাজ করতে চান, তাঁদের জায়গা করে দিন।” রবিবার থেকে শহরের হরিপদ সাহিত্য মন্দিরে শুরু হয়েছে দলের সপ্তদশ জেলা সম্মেলন। চলবে মঙ্গলবার পর্যন্ত। |