ভাঙা সেতু ও রাস্তার সংস্কার চেয়ে অবরোধ |
একে তো রাস্তা বেহাল, তার উপরে ছ’মাস ধরে ভেঙে পড়ে রয়েছে সেতু। ফলে, আশপাশের এলাকার সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মুরারই থানার কাশিমনগরের। রাস্তা ও সেতু সংস্কারের দাবিতে রবিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত কানুপুর-বহুতালি রাস্তা অবরোধ করলেন বাসিন্দারা। কাশিমনগর গ্রামের বাসিন্দা আনিকুল শেখ, আলফাজউদ্দিন শেখ এবং নেদারুল হকেরা জানান, এই রাস্তাটি গিয়ে মুর্শিদাবাদে ৩৪ নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতি দিন রাজগ্রাম ও ঝাড়খণ্ডের শিল্পাঞ্চলের পাথর ও মোরাম বোঝাই বহু গাড়ি যাতায়াত করে। অথচ মাস ছয়েক আগে ভেঙে যাওয়া সেতুটি সারানোর ব্যাপারে উদ্যোগী হয়নি প্রশাসন। বাসিন্দাদের অভিযোগ, এমন অবস্থায় জোর করে পাথর ও মোরামের ট্রাক যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আনিকুল শেখরা বলেন, “নিজেদের স্বার্থে পাথর ব্যবসায়ীরা মোরাম ও পাথরের গুঁড়ো ছড়িয়েছিলেন। কিন্তু তার ফলে রাস্তা থেকে এত ধুলো উড়ছে যে বাসিন্দাদের দুর্ভোগ আরও বেড়েছে।” এ সব কারণেই এ দিন প্রশাসনের নানা স্তরে জানিয়ে এ দিন রাস্তা অবরোধ করা হয় বলে বাসিন্দাদের দাবি।
রামপুরহাটের মহকুমাশাসক রত্নেশ্বর রায় বলেন, মুরারই-১ বিডিও-কে বিষয়টি দেখতে বলেছি। বিডিও আবুল কালামের আশ্বাস, “অবরোধকারীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
|
কলকাতায় আনা হচ্ছে মঙ্গলকে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চেন্নাইয়ে এক নির্মাণ সংস্থার ঠিকাদারের কাছে কাজ নিয়েছিল শান্তিনিকেতনে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা খুনের মামলায় মূল অভিযুক্ত মঙ্গল সাহানি। শনিবার চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশন লাগোয়া এলাকা থেকে মঙ্গলকে গ্রেফতার করার পরে প্রাথমিক জেরায় এমনই জেনেছে সিআইডি। গত ১৩ জানুয়ারি রাতে শান্তিনিকেতনে বাগানপাড়ার বাড়িতে খুন হন মহাদেবী বিড়লা গার্লস স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা রেণু সরকার (৭৮)। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ বাড়ির কেয়ারটেকার উজ্জ্বল তপাদার ও এক সঙ্গী-সহ মঙ্গলকে গ্রেফতার করে। গত ১৫ অক্টোবর রাতে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার সময় পালিয়েছিল মঙ্গল। তার পর থেকেই সে চেন্নাইতে ছিল বলে সিআইডি-র দাবি। স্পেশ্যাল আইজি (সিআইডি) বিনীত গোয়েল বলেন, “রবিবার চেন্নাইয়ে স্থানীয় আদালতে হাজির করানো হয় মঙ্গলকে। আদালত ১৯ অক্টোবর পর্যন্ত ‘ট্রানজিট রিমান্ড’ অনুমোদন করেছে।”
|
ফের চুরির ঘটনা ঘটল তারাপীঠ লাগোয়া একটি আশ্রমে। মাড়গ্রাম থানার ফুলেরডাঙায় ‘তারিণীতারা’ নামে একটি আশ্রমে শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়েছে।
|
শেয়ারে যাঁরা লগ্নি করতে চান, তাঁরা কী ভাবে নিবেশ করলে লাভের মুখ দেখবেন, সে ব্যপারে একটি আলোচনা শিবির হল রামপুরহাটে। রবিবার বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের রামপুরহাট শাখার সেমিনার হলে অনুষ্ঠিত ওই শিবিরের আয়োজক ছিল শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত একটি সংস্থা। |