সংস্কৃতি যেখানে যেমন

খাতড়ায় ঝুমুর উৎসব
বাঁকুড়া জেলা ‘ঝুমুর উৎসব-২০১২’ শেষ হল খাতড়ায়। বুধবার খাতড়ার গুরুসদয় মঞ্চে তিন দিন ব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিব সঞ্জয়কুমার থারে। শুক্রবার রাতে উৎসব শেষ হয়। ঝুমুর নাচ-গানের এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে রানিবাঁধের ‘রাজাকাটা প্রবহমান ঝুমুর গোষ্ঠী’। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে রানিবাঁধের ‘পঞ্চভূত ঝুমুর শিল্পী গোষ্ঠী’ ও খাতড়ার ‘জিয়াকানালি সোনাঝুরি ঝুমুর গোষ্ঠী’। এই উৎসবে জেলার ২৮টি ঝুমুরদল যোগ দিয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাঁকুড়ার জেলাশাসক বিজয় ভারতী, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) জয়ন্তকুমার মাইতি, মহকুমাশাসক (খাতড়া) দেবপ্রিয় বিশ্বাস, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের জেলা প্রকল্প আধিকারিক উত্তম অধিকারী-সহ পদস্থ আধিকারিকরা।

ইঁদপুরে অনুষ্ঠান
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উৎসব উদ্যাপন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ইঁদপুরে। আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ওই অনুষ্ঠানটি হবে। আয়োজক ক্লাব কালীমাতা ইঁদপুর ইয়ংস কর্নারের সম্পাদক প্রদীপকুমার মণ্ডল জানান, স্বামী বিবেকানন্দের জীবনী ও কর্মজীবন সম্পর্কে আলোচনার পাশাপাশি ক্যুইজ, বসে আঁকো প্রতিযোগিতা এবং নাচ গানের নানা অনুষ্ঠান হবে।

বাঁকুড়া পরিচয়
বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে জেলার ইতিহাস সমৃদ্ধ বই ‘বাঁকুড়া পরিচয়’-এর তৃতীয় ও চতুর্থ খণ্ড প্রকাশিত হল। এই উপলক্ষে রবিবার বাঁকুড়া শহরের চাঁদমারিডাঙার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের আচার্য যোগেশচন্দ্র পুরাকীর্তিশালার সচিব চিত্তরঞ্জন দাশগুপ্ত, বিশিষ্ট সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়, সিপিএমের জেলা সম্পাদক অমিয় পাত্র প্রমুখ।

ছৌ উৎসব
ছৌ-উৎসব হয়ে গেল পুরুলিয়ায়। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের উদ্যোগে সম্প্রতি জেলা তথ্য সংস্কৃতি দফতর প্রাঙ্গণে এই উৎসবে জেলার ১০টি দল যোগ দেয়। ঝাড়খণ্ডের একটি দলও ছিল। পালাগুলি ছিল পুরাণের ঘটনা অবলম্বন করে। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে বৃত্তিমূলক প্রশিক্ষণ শেষে শংসাপত্র প্রদানের অনুষ্ঠানে হুড়ার ন’ডিহা গ্রামে অনুষ্ঠিত হল আদিবাসী নৃত্য। শনিবার হুড়ার ‘হাতিমারা আদিবাসী লাকচার মান্ডোয়া’ সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা তাতে যোগ দেন।

নৃত্য-গান মেলা
সাংস্কৃতিক কর্মকাণ্ডের জেলা হিসাবে বীরভূম দীর্ঘ দিন ধরেই সমাদৃত। বাউলের জেলা হিসাবে বীরভূম দেশ-বিদেশে পরিচিত। কিন্তু বাউল ছাড়াও বিভিন্ন ধরনের সঙ্গীতে সুনাম রয়েছে এই জেলার। রয়েছেন প্রচুর গায়ক-গায়িকা, নৃত্য ও সঙ্গীত শিল্পী। তাঁদের সবাইকে মঞ্চে জড়ো করার প্রয়াস নিয়ে গত শনিবার দুপুর থেকে বীরভূম নৃত্য ও গান মেলা শুরু হয়েছে। চার দিনের এই মেলায় উদ্যোক্তা সিউড়ি ও সংবাদ সাপ্তাহিক।

চিত্রশিল্পী
সাঁইথিয়ার বাসিন্দা শ্যামল মুখোপাধ্যায় বিশিষ্ট আঁকার শিক্ষক। বীরভূমের পটেল নগরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের চিত্রশিল্পের শিক্ষক ও বিশিষ্ট চিত্রকর পঙ্কজ বন্দোপাধ্যায়ের ছবি আঁকা একমনে দেখতেন ৫ বছর বয়েস থেকেই। তখন থেকেই ছবি আঁকার নেশায় পড়ে গিয়েছিলেন। সেই থেকেই তিনি পড়াশুনার পাশাপাশি ছবি আকাঁর কাজও চালিয়ে গেছেন। সাঁইথিয়া পুরসভা এলাকার প্রায় ১০টি গ্রামে শ্যামলবাবু অঙ্কন শিক্ষক হিসাবে পরিচিত। গত ১৯ বছর ধরে তাঁর হাত ধরে তৈরি হয়েছে বেশ কিছু অঙ্কন শিক্ষক। তাঁরাও স্বাধীন ভাবে আঁকা শেখান বিভিন্ন গ্রামে।

বাউল উৎসব
ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ বীরভূমের উদ্যোগে গত শনি ও রবিবার বীরভূম জেলা বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে সিউড়ি সিধু কানহু মঞ্চে। জেলার ৩৬জন বাউল তাতে যোগ দেন। ওই দু’দিন রাইবিশেঁ ও আদিবাসী নৃত্য এবং আদিবাসী নাটক পরিবেশিত হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.