|
|
|
|
ট্রাক উদ্ধার, গ্রেফতার ৪ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ছিনতাই হওয়া গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উদ্ধার হল। ট্রাক ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে পুলিশ শনিবার এক গ্যাস ব্যবসায়ী-সহ চার জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে ২৯১টি সিলিন্ডার। ধৃত ব্যবসায়ী তপন দে-র বাড়ি পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইল থানার রাঙাডিহা গ্রামে। ধৃত অন্য তিন জন হলেন তমলুক থানার পশড়া গ্রামের মধুসূদন জানা, আলিনান গ্রামের সুরজ খান, সাবলআড়া গ্রামের শেখ মুন্না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় ৩০০টি গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক হলদিয়া থেকে ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে হুগলির ডানকুনি যাচ্ছিল। পথে লরি চালক বসন্তকুমার রায় ও তাঁর সঙ্গী তমলুকের রাধামণির কাছে মিলননগরে জাতীয় সড়কের ধারে একটি ধাবায় খান। এরপর লরির মধ্যেই ঘুমোচ্ছিলেন তাঁরা। বসন্তবাবুর দাবি, রাত ২টো নাগাদ কয়েকজন দুষ্কৃতী ট্রাকটির সামনের কাঁচ ভেঙে ভিতরে ঢুকে তাঁদের দড়ি দিয়ে বেঁধে ফেলে। ধারালো অস্ত্র দেখিয়ে গাড়ির মধ্যেই দু’জনকে আটকে ট্রাকটি নিয়ে পালায় দুষ্কৃতীরা। পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইল থানার রাঙাডিহা গ্রামে রাজ্য সড়কের ধারে এক ব্যবসায়ীর কাছে অধিকাংশ গ্যাস সিলিন্ডার বিক্রি করে দুষ্কৃতীরা। বাকি সিলিন্ডার নামিয়ে নিজেদের গাড়িতে তুলে নেয়। এরপর শালবনিতে রাস্তার ধারে ট্রাকটি রেখে পালায় দুষ্কৃতীরা। সকাল হতে লোকজন এসে উদ্ধার করেন দু’জনকে। এরপরই ফোনে ট্রাক মালিককে পুরো ঘটনার কথা জানান বসন্তবাবু। অভিযোগ পেয়ে তদন্তে নামে তমলুক থানার পুলিশ। শনিবার বিকেলে তমলুকের বিভিন্ন এলাকা থেকে ওই তিন দুষ্কৃৃতীকে গ্রেফতার করা হয়। ছিনতাইয়ে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করে পুলিশ। দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে সন্ধ্যায় সাঁকরাইল থেকে ব্যবসায়ী তপন দে’কে গ্রেফতার করা হয়। তাঁর গুদামঘর থেকে চোরাই সিলিন্ডার উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃত দুষ্কৃতীরা তপন দে’র কাছে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ২৫০টি গ্যাস সিলিন্ডার ১ লক্ষ টাকায় বিক্রি করেছিল। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আগেও চোরাই গ্যাস সিলিন্ডার কেনার অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ। ধৃত মধুসূদনের বিরুদ্ধেও আছে ছিনতাইয়ের অভিযোগ। দুষ্কৃতীদের ব্যবহৃত গাড়িটি শেখ মুন্নার। পুলিশের অনুমান, ছিনতাই চক্রে আরও কয়েক জন জড়িত থাকতে পারে। তাদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে। ধৃত চার জনকে রবিবার তমলুক আদালতে হাজির করা হলে বিচারক চোদ্দো দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। |
|
|
|
|
|