পাকিস্তান ক্রিকেট দল ভারতে পা রাখার আগেই ফিরতি সিরিজ সম্পর্কে ভারতীয় বোর্ডের কাছ থেকে এক রকম পাকা কথা আদায় করে নিল পাক ক্রিকেট বোর্ড।
মিসবা উল হকদের ভারত সফর নিয়ে পাকিস্তানে ইতিমধ্যেই যথেষ্ট সমালোচনা শুরু হয়েছিল। বলা হতে থাকে, পাকিস্তানকে ভাঙিয়ে ভারতীয় বোর্ড এই সফর থেকে প্রচুর মুনাফা করবে। এরপরই পাক বোর্ডের ওপর চাপ বাড়তে থাকে। বলা হয়, পাক বোর্ডকে দেখতে হবে দু’দেশের মধ্যে সিরিজ যেন এই একটা সফর দিয়েই শেষ না হয়ে যায়। সে জন্যই পাক বোর্ডের তরফে চেষ্টা চালানো হয়েছিল, পাকিস্তানের ভারত সফর শুরুর আগেই ফিরতি সিরিজ নিয়ে পাকা কথা আদায় করে নেওয়ার। |
পাক বোর্ডের পক্ষ থেকে তিনটে প্রস্তাব দেওয়া হয়েছিল ভারতীয় বোর্ডকে। এক, ২০১৩-র ফেব্রুয়ারি-মার্চে পাক সফরে আসতে। যাতে পাক জনতা ধোনিদের দেখার সুযোগ পায়। কিন্তু ভারতীয় বোর্ড তাতে রাজি হয়নি। দ্বিতীয় প্রস্তাব ছিল, দুবাই-সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়ে সিরিজ খেলতে। যা কার্যত এখন পাকিস্তানের ঘরের মাঠ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তাতেও বোর্ড রাজি হয়নি। অতীতে শারজার ঘটনার কথা তুলে ধরে পিছিয়ে এসেছে। তখন তৃতীয় প্রস্তাব দেওয়া হয়, তা হলে ২০১৩-র অগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে আসুক ভারত। সে ক্ষেত্রে ইংল্যান্ড হবে পাকিস্তানের ‘হোম গ্রাউন্ড’। এবং সিরিজ থেকে যা টাকা আয় হবে, তার অল্প কিছু অংশ ইসিবি-কে দিয়ে বাকিটা চলে যাবে পাক বোর্ডের কাছে। কারণ, সেটা হবে তাদের হোম সিরিজ। আপাতত ঠিক আছে, তিন টেস্টের সিরিজ খেলা হবে ইংল্যান্ডে।
এবং বেঙ্গালুরুতে ২২ তারিখ মিসবা উল হকের দল নামার আগেই এই সফরসূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা। |