কলকাতায় যখন একের পর এক ক্লাবের অনাস্থা কোচের ওপর, তখন চার্চিল ব্রাদার্সে ‘ম্যাজিক’ দেখাচ্ছেন বাঙালি টেকনিক্যাল ডিরেক্টর সুভাষ ভৌমিক। রবিবার মারগাঁওতে গোয়ারই আর এক দল স্পোর্টিং ক্লুব দ্য গোয়াকে হারাল ৮-৪ গোলে। হ্যাটট্রিক বিনীশ বালানের। ভারতীয় সতীর্থর সঙ্গে পাল্লা দিয়ে গোল করলেন বিদেশিরাও। জোড়া গোল দলের বেটো এবং হেনরির। দলের অষ্টম গোলদাতা লেবানিজ আক্রম। আই লিগের ইতিহাসে কোনও ম্যাচে সবচেয়ে বেশি গোল হওয়ার নজিরে এটি দ্বিতীয় ম্যাচ। এ দিন ম্যাচের শুরুতে বিনীশ বালান গোল করলেও ৩৪ মিনিটের মধ্যে ওগবা কালু এবং জোসেফ পেরিরার গোলে ১-২ পিছিয়ে পড়ে সুভাষের ছেলেরা। এরপরেই ম্যাচের গতির বিরুদ্ধে ৩৮ এবং ৪০ মিনিটে হ্যাটট্রিক করে দলকে ছন্দে এনে দেন বিনীশ। তারপরে বেটো-হেনরিদের দাপটে গোলমুখ আর সুরক্ষিত থাকেনি স্পোর্টিংয়ের। ম্যাচের অতিরিক্ত সময়ে চার্চিল রক্ষণের ফাঁকফোকড় কাজে লাগিয়ে স্পোর্টিংয়ের হয়ে ব্যবধান কমান জোসেফ পেরিরা এবং দলের জাপানি ফুটবলার সেইয়া সুগিশিতা। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট পেয়ে চার্চিল ব্রাদার্স লিগ টেবলে আপাতত দ্বিতীয়। প্রথম ডেম্পো। আই লিগের অন্য ম্যাচে পুণেতে এয়ার ইন্ডিয়া এবং শিলং লাজং এফসি-র খেলা ১-১ গোলে শেষ হয়েছে।
অন্য খেলায় অ্যাডভান্সড ভলিবল কোচিং সেন্টার অব বেঙ্গল-এর উদ্যোগে হাওড়া জেলা ভলিবল সংস্থার মাঠে আশি জন শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য পরীক্ষা শিবির হল রবিবার। |