চোরাশিকারিদের হাতে আবার খুন গন্ডার, হাতিও |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অসমে চোরাশিকারে রাশ টানা যাচ্ছে না। কাল রাতে কাজিরাঙায় ফের গন্ডার মারল শিকারিরা। কামরূপে হত্যা করা হয়েছে একটি হাতিকে। বনবিভাগ সূত্রে খবর, কাল রাতেই বুড়াপাহাড় রেঞ্জে বনরক্ষীরা একাধিকবার গুলির আওয়াজ শোনেন। তবে চোরাশিকারিদের ধরতে পারেননি। আজ সকালে কুকরাকাটা পাহাড়ের কাছে বরভোগ শিবিরের অদূরে একটি স্ত্রী গন্ডারের খড়্গহীন গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। উদ্যান অধিকর্তা এন কে ভাসু জানান, ঘটনাস্থল থেকে একটি একে ৪৭, একটি .৩০৩ রাইফেল ও দোনলা বন্দুকের খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। চোরাশিকারিদের খোঁজে শিকারি কুকুর নিয়ে তল্লাশি চালাচ্ছে বনবিভাগ ও পুলিশ। এই নিয়ে গত দেড় মাসে বুড়াপাহাড়ে তিনটি গন্ডার শিকারিদের হাতে প্রাণ দিল। অন্য দিকে, কামরূপের কাওয়াসিং সংরক্ষিত অরণ্যের কাছে আজ এক হাতির দেহাবশেষ উদ্ধার হয়। হাতিটির শরীরের অনেকটা মাংস, দাঁত ও লেজ কেটে নিয়ে গিয়েছে শিকারিরা। এই মাসে, সাতটি হাতির মৃত্যু হল রাজ্যে। এর মধ্যে চারটি শিকারিদের হাতে মরেছে। দু’টি ক্ষেত্রে হাতির মাংস নিয়ে যাওয়া হয়েছে। অন্য দিকে, তিনসুকিয়া জেলার ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যানের গুইজান রেঞ্জ থেকে একটি হাতির দেহ উদ্ধার হয়েছে। দুর্গম এলাকায় দেহটি মেলায় এখনও ময়না তদন্ত সম্ভব হয়নি। তবে, যে ভাবে হাতিটির মাথা ধড় থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, তা থেকে বনকর্তারা নিশ্চিত এটি শিকারিদের কাজ। ঘটনা হল, অসম-সহ উত্তর পূর্বের নানা রাজ্যেই দাপট বাড়ছে চোরাশিকারিদের। |