টুকরো খবর
সীমান্তে গরুর হাটের প্রস্তাব
শুধু মাত্র গরু কেনা বেচা করার জন্য বিশেষ হাট বসবে ভারত-বাংলাদেশ সীমান্তের করিমগঞ্জ জেলায়। আজ করিমগঞ্জ সফরে এসে রাজ্যপাল জানকীবল্লভ পট্টনায়ক এই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, প্রতিনিয়ত গরু-পাচারের ঘটনা উদ্বেগজনক। তা বন্ধ করতেই এই ব্যবস্থা। নির্ধারিত দিনের সীমান্ত-হাট থেকে বাংলাদেশিরা গরু কিনে নিয়ে যেতে পারবে। রাজ্যপাল আরও জানান, সীমান্ত সংলগ্ন করিমগঞ্জ ও ধুবড়ি জেলার মধ্যে আন্তর্জাতিক সীমান্ত নিয়ে যে দীর্ঘদিনের বিবাদ ছিল, বিভিন্ন পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে তার মীমাংসা করা সম্ভব হয়েছে।

বাঁকুড়ায় নতুন পথে হাতিরা
ময়ূরঝরনার ২৫টি হাতির দল গত কয়েক দিন ধরে গঙ্গাজলঘাটি এলাকার দেউলি, নন্দনপুর গ্রামে তাণ্ডব চালিয়ে নতুন রুটে শালতোড়ার পথ ধরায় চিন্তায় পড়েছে বন দফতর। গঙ্গাজলঘাটি রেঞ্জের আধিকারিক রমাপতি দণ্ডপাট বলেন, “ময়ূরঝরণার থেকে বাঁকুড়ার জঙ্গলে বেশ কয়েক মাস আগে ঢুকে পড়া হাতির দলটি কখনও বিষ্ণুপুর, পাত্রসায়র, সোনামুখী কখনও আবার বেলিয়াতোড়, গঙ্গাজলঘাটি, বড়জোড়ার জঙ্গলে ঘুরছিল। হঠাৎ সেই দলটি একেবারে নতুন রুট শালতোড়ার পথ ধরায় আমরা চিন্তায় পড়ে গিয়েছি।” চিন্তার কারণ হল, শালতোড়ায় ইতিপূর্বে ‘রেসিডেন্ট’ হাতি কয়েকবার ঢুকলেও বাইরের হাতির পাল সে ভাবে ওই এলাকায় ঢোকেনি। তিনি জানান, এ ব্যাপারে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়জোড়ার মালিয়াড়া ও মেজিয়ার তেওয়ারিডাঙা গ্রামেও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে হাতির দলটি। চাষিদের ক্ষোভও বাড়ছে।

গ্রামে হাতির হামলা
গ্রামে ঢুকে ২১টি বাড়িতে ভাঙচুর চালাল হাতিরা। শনিবার রাতে ধুবুরির মানকাচরের তেলঢালা গ্রামে। বন রক্ষীদের একটি দল দাঁতালের দলটিকে জঙ্গলের দিকে নিয়ে যায়।

ট্রেনের ধাক্কায় মৃত্যু বাইসনের
ছবি ও তথ্য: দীপঙ্কর ঘটক।
ফের ডুয়ার্স রুটে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একটি বাইসনের। রবিবার দুপুরে চালসা এবং নাগরাকাটা স্টেশনের মাঝে চাপড়ামারির জঙ্গলের ৩ নম্বর কম্পার্টমেন্টের ওদলাঝোড়ার কাছে বাইসনটিকে পড়ে থাকতে দেখা যায়। সেটি একটি পূর্ণবয়ষ্ক পুরুষ বাইসন। আলিপুরদুয়ার রেল ডিভিশনের সহকারী ডিআরএম বনিসাস লাকড়া বলেন, “চালকদের সতর্কতার সাথে ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার পরেও কেন এমন ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.