চ্যাম্পিয়ন সা-পুর
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মেমারির ভগবানপুর ফুটবল ক্লাবের উদ্যোগে ১৬ দলের প্রতিযোগিতার খেতাব জিতেছে সা-পুর ফুটবল ক্লাব। রবিবারের ফাইনালে তারা ৩-২ গোলে হারায় গন্তার আদিবাসী ফুটবল ক্লাবকে। বিজয়ী দলের হয়ে প্রথম গোল করেন দীপক মুদি। পরে বাপন সোরেন দু’টি গোল করেন। বিজিতদের হয়ে দু’টি গোল করেছেন অপূর্ব নন্দী ও জয়ন্ত মুর্মু। দুই উদ্যোক্তা নারায়ন হাজরা ও নুপুর সামন্ত বলেন, “প্রতি বছর আমাদের এই প্রতিযোগিতা দেখতে মানুষ ভিড় করছেন। তাই পরের বার আরও বেশি দলকে নিয়ে আমরা ওই টুর্নামেন্টের আয়োজন করব।” এ দিন পুরস্কার বিতরণ করেন কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ও তৃণমূল বিধায়র উজ্জ্বল প্রামাণিক।
|
চ্যাম্পিয়ন দোমহানি
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
ভগৎ সিংহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত বাদল দত্ত, অঞ্জলী বণিক ও প্রবোধকুমার চক্রবর্তী স্মৃতি ক্রিকেটে চ্যাম্পিয়ন হল দোমহানি একাদশ। ফাইনালে তারা বালক সঙ্ঘ, চিত্তরঞ্জনকে ২২ রানে হারায়। প্রথমে ব্যাট করে দোমহানি সব উইকেট হারিয়ে ১০৮ রান করে। জবাবে বালক সঙ্ঘের খেলা ৮৬ রানে শেষ হয়ে যায়। ফাইনালের সেরা বিজয়ী দলের সতীশ কুমার। প্রতিযোগিতার সেরা বিজিত দলের সুমিত কর্মকার।
|
জিতল নন্ডী
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
রবিন কাজি স্মৃতি সংহতি ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় জিতল নন্ডী। তারা ৪০ রানে হারায় সাতগ্রামকে। প্রথমে ব্যাট করে নন্ডী ৮ উইকেটে ১৪৫ রান করে। জবাবে সাতগ্রামের খেলা ১০৫ রানে শেষ হয়ে যায়। শনিবারের খেলায় পনাশিয়া ক্লাব ২ উইকেটে হারায় হিজলগড়াকে। উদ্বোধন করেন জামুড়িয়া ব্লক তৃণমূল সভাপতি তাপস চক্রবর্তী।
|
জয়ী ব্লু স্টার
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশনের সুপার লিগ ফুটবলে শনিবার অআকখ মাঠের খেলায় জিতল দুর্গাপুর ব্লুস্টার ক্লাব। তারা ২-১ গোলে হোস্টেল এসিকে হারায়। বিজয়ী দলের হয়ে সোমনাথ রায়, রাজেন সোরেন গোল করেন।বিজিত দলের হয়ে শিবাকানন্দ মুর্মু গোল করেন। ম্যাচ পরিচালনা করেন রবীন্দ্রনাথ সোরেন, ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়।
|
হার শ্যামপুরের
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত সুপার ডিভিশন সুপার লিগ ফুটবলে শনিবারের ভগৎ সিংহ মাঠের খেলায় জিতল জিবিএফসি। তারা ৪ গোলে শ্যামপুর উদয় সঙ্ঘকে হারায়। সত্যজিৎ বাউড়ি দুটি, চৈতন্য মাণ্ডি ও মানস সুর একটি করে গোল করেন। খেলা পরিচালনা করেন মুক্তারাম মন্ডল, রামপ্রসাদ ঘোষ ও ওমপ্রকাশ সিংহ।
|
জয়ী দক্ষিণখণ্ড
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
বক্তারনগর এফএ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার রবিবার জিতল দক্ষিণখণ্ড সিসি। তারা অন্ডাল ১২ নম্বরকে ৭ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সব উইকেটে ১০৬ রান করে অন্ডাল। জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় দক্ষিণখণ্ড। |