টুকরো খবর |
সালানপুরে আটক করা হল অবৈধ কয়লা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বিশেষ অভিযান চালিয়ে সালানপুর এলাকা থেকে প্রায় ৬০০ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি দল। কমিশনারেটের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় জানান, দু’টি গুল কারখানায় অভিযান চালিয়ে ৫ টি অবৈধ কয়লা বোঝাই লরি ধরা হয়েছে। একটি মোটর সাইকেল ও ১৭ টি কয়লা বোঝাই সাইকেল ধরা পড়েছে। গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে। বেশ কিছুদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ ছিল, সালানপুর ব্লকের বিভিন্ন জায়গায় একাধিক গুল কারখানা ও ছোট কারখানাগুলিতে অবৈধ খাদানের কয়লা ঢুকছে। এরপরেই পুলিশ বিশেষ অভিযান চালায়।
|
ট্রেন থামানোর দাবিতে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
উখড়া রেল স্টেশনে ট্রেন থামার দাবিতে শনিবার বিক্ষোভ দেকাল তৃণমূল যুবা। তাদের দাবি, ওই স্টেশনে থামতে হবে চেন্নাই-গুয়াহাটি এক্সপ্রেস, বনাঞ্চল এক্সপ্রেস, এনজেপি-দীঘা এক্সপ্রেস, গৌহাটি-পুরি ও এনজেপি-চেন্নাই এক্সপ্রেসেকে। স্টেশন ম্যানেজারের হাতে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়। সংগঠনের নেত্রী কৃষ্ণা রায়ের দাবি, এর আগে ওই বিষয়ে তাঁরা মহকুমাশাসক ও খাঁদরা কলেজের অধ্যক্ষের কাছেও রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দিয়েছিলেন। ওই দুই আধিকারিকও রেল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। রেলের স্টেশন ম্যানেজার এন কে দাস জানান, এই বিষয়টি নিয়ে বারবার দাবি উঠছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
|
দুর্ঘটনায় মৃত ৩
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
পৃথক দু’টি পথ দুর্ঘটনায় কাঁকসায় মৃত্যু হল দু’জনের। পুলিশ জানায়, শনিবার রাতে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের ত্রিলোকচন্দ্রপুরের কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান রাজু বাউড়ি (৩০)। রবিবার সকালে পানাগড়ে একটি লরির ধাক্কায় মৃত্যু হয় নিত্যগোপাল কর্মকার (৭০) নামে এক ব্যক্তির। পুলিশ লরিটি আটক করেছে। অন্য দিকে, এ দিনএ সকালে বড়জোড়া থানার প্রতাপপুর এলাকায় বাঁকুড়া-দুর্গাপুর ৯ নম্বর রাজ্য সড়কে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় রবিউল মোল্লা (২৪) নামে এক যুবকের। তিনি কাঁকসা এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিউল মোটরবাইক চালিয়ে দুর্গাপুর থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন।
|
স্কুলে জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • লাউদোহা |
দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লবণাপাড়া হাইস্কুলের পরিচালন সমিতির দখল নিল তৃণমূল। রবিবার নির্বাচনের দিন ৬ টি আসনের সব ক’টিতেই জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ৬ টি আসনেই প্রার্থী দিয়েছিল সিপিএম-তৃণমূল দুই দলই। ১৯৭৩ সালে স্কুল প্রতিষ্ঠার সময় থেকেই পরিচালন সমিতির দখল ছিল সিপিএমের। তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়ের অভিযোগ, এত দিন নির্বাচন করতে না দিয়ে গায়ের জোরে পরিচালন সমিতির দখলে রেখেছিল সিপিএম। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।
|
দুই স্কুলে জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
স্কুল ভোটে জিতল তৃণমূল। রানিগঞ্জ বাসন্তী গোয়েঙ্কা উচ্চ বিদ্যালয়ে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল শনিবার। ছ’টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে তারা। অন্য দিকে, রবিবার অন্ডালের নেতাজি উচ্চবিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে ৬টি আসনের মধ্যে তিনটি করে আসনে জিতেছে তৃণমূল ও সিপিএম। এ দিনই আসানসোলে ওল্ড স্টেশন উচ্চবিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ছ’টি আসনেই সিপিএমকে হারায় তৃণমূল। তৃণমূলের বর্ধমান জেলা (শিল্পাঞ্চল) যুব সভাপতি তথা আসানসোল পুরসভার মেয়র পারিষদ অভিজিৎ ঘটক জানান, এত দিন নির্বাচনের কোনও অবস্থা ছিল না।
|
কবিকে সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
মানবিকের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হল বাংলা ও রাজস্থানী ভাষার কবি গণেশ দাস রাঠীকে। শনিবার রানিগঞ্জের আইএমএ ভবনে এই সংবর্ধনা সভায় প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক তথা প্রাক্তন অধ্যাপক মনোজ চক্রবর্তী জানান, গণেশবাবুর রাজস্থানী ভাষায় দু’টি ও বাংলায় তিনটি কাব্যগ্রন্থ আছে। তিনি রবীন্দ্রনাথ ও তাঁর সমসাময়িক কবিদের কবিতা রাজস্থানী ভাষায় তর্জমাও করেছেন।
|
ডিওয়াইএফ-এর সম্মেলন নিঘায়
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
ডিওয়াইএফ নিঘা আঞ্চলিক কমিটির সপ্তম সম্মেলন হল রবিবার। নিঘা ইমলি ধাওড়ায় এই সভায় উপস্থিত ছিলেন ৭০ জন প্রতিনিধি। ডিওয়াইএফ নেতা তথা স্থানীয় কাউন্সিলর সিপিএমের রামকুমার নুনিয়া জানান, শাসক গোষ্ঠীর লাগাতার সন্ত্রাসের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হবে।
|
তৃণমূলের দাবি
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
এফডিআই কার্যকরী করার সিদ্ধান্ত প্রত্যাহার, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে ব্যবস্থা ও সিপিএমের তৃণমূল সম্পর্কে মিথ্যা অপপ্রচার বন্ধের দাবিতে রবিবার মিছিল করল নিঘা তৃণমূল অঞ্চল কমিটি। কমিটির নেতা অরবিন্দ পাল জানান, প্রথম দু’টি বিষয় নিয়ে রাজ্য স্তরে আন্দোলন হচ্ছে। অভিযোগ, এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে সিপিএম।
|
রানিগঞ্জে সভা
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
এসএফআইয়ের জে কে নগর আঞ্চলিক কমিটির ১৯ তম সম্মেলন আয়োজিত হল রবিবার। জে কে নগর বেনিয়াবাথানের ওই সম্মেলনে উপস্থিত ছিলেন ৮০ জন প্রতিনিধি। রাজ্য কমিটির সদস্য প্রীতি মাহাতো ও জেলা কমিটির সম্পাদক দীপঙ্কর দে বক্তৃতা করেন।
|
জয়ী তৃণমূল |
দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লবণাপাড়া হাইস্কুলের পরিচালন সমিতির দখল নিল তৃণমূল। রবিবার নির্বাচনের দিন ৬ টি আসনের সব ক’টিতেই জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ৬ টি আসনেই প্রার্থী দিয়েছিল সিপিএম-তৃণমূল দুই দলই। ১৯৭৩ সালে স্কুল প্রতিষ্ঠার সময় থেকেই পরিচালন সমিতির দখল ছিল সিপিএমের। তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়ের অভিযোগ, এত দিন নির্বাচন করতে না দিয়ে গায়ের জোরে পরিচালন সমিতির দখলে রেখেছিল সিপিএম। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।
|
নিরাপত্তার দাবি |
অনিয়মিত জল, বেহালখনি কর্মী আবাসন ও খনিকর্মীদের নিরাপত্তাহীনতার প্রতিকারের দাবিতে জামুড়িয়ার পড়াশিয়া কোলিয়ারির কেন্দা পিটে কেকেএসসির নেতৃত্বে বিক্ষোভ দেখালেন খনিশ্রমিকেরা। খনি কর্তৃপক্ষ জানান, দাবিগুলি খতিয়ে দেখা হবে। |
|