এক বেসরকারি ইস্পাত কারখানার জেনারেল ম্যানেজারকে বাড়িতে ঢুকে মারধর করল কিছু দুষ্কৃতী। শনিবার রাতে দুর্গাপুরের বিধাননগরের ঘটনা। রবিবার নিউটাউনশিপ থানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অরুণ তাথৈ নামে ওই আধিকারিক। হামলার অভিযোগে তৃণমূল বা আইএনটিটিইউসি-র নাম না করা হলেও রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, “তৃণমূলের শ্রমিক সংগঠনের এই ঘটনায় কোনও ভূমিকা নেই। ওই গোষ্ঠীর অভ্যন্তরীণ সমস্যা রয়েছে। কয়লা ব্লক নিয়েও একটা ইটও গাঁথতে পারেনি। কেন্দ্র শো-কজও করেছে। ব্যাঙ্ক লোন নিয়েও সমস্যা রয়েছে।”
শনিবারই তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র নেতৃত্বে কারখানায় আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখান কর্মীরা। দুর্গাপুরের নমো সগড়ভাঙার ওই কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় এক হাজার। তাদের অভিযোগ, বছরখানেক নিয়মিত বেতন মিলছে না। কর্তৃপক্ষের দাবি, ইস্পাত শিল্পে বিশ্বজুড়ে মন্দার কারণে এই পরিস্থিতি। শনিবারের বিক্ষোভের পরে সোমবার শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। রাতে অরুণবাবুর বাড়িতে হামলা হয়। অরুণবাবু সামান্য আহত হন। তদন্ত চলছে।
কারখানার জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর রাজীব জাজোদিয়া বলেন, “বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে তৃণমূল বা আইএনটিটিইউসি এর সঙ্গে জড়িত, সে কথা বলিনি। আমরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথাই জানিয়েছি।” কয়লা ব্লক নিয়ে শিল্পমন্ত্রীর অভিযোগ প্রসঙ্গে তাঁর বক্তব্য, “যেখানে আমাদের কয়লা ব্লক রয়েছে সেখানে উৎপাদন শুরু হয়নি, তার প্রক্রিয়া চলছে।” ওই কারখানার সিটু অনুমোদিত সংগঠনের সভাপতি বিপ্রেন্দু চক্রবর্তী বলেন, “যা ঘটেছে, তা ভয়ানক। যারা জড়িত, তারা যে দলেরই হোক কড়া শাস্তি হওয়া উচিত। |