|
|
|
|
কেন্দ্রকে বিঁধে প্রণবের কাছে মমতা |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কংগ্রেসের সঙ্গে সম্পর্ক যতই তিক্ত হোক, রাইসিনা হিলে র আঁচ পড়তে দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ প্রধানমন্ত্রী মনমোহন সিংহের উপস্থিতিতে বণিকসভা ফিকি-র শীর্ষ সম্মেলনের উদ্বোধনের পরে সেখানে হাজির হন তৃণমূল নেত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর মুখোমুখি সাক্ষাৎ হয়নি। মমতার তরফেও তার কোনও উদ্যোগ দেখা যায়নি। কিন্তু ফিকি-র অনুষ্ঠান শেষ হওয়ার পরে রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই সাক্ষাৎকেই যথেষ্ট চিত্তাকর্ষক মনে হয়েছে দিল্লির রাজনীতির কারবারিদের।
তার কারণও রয়েছে। ফিকি-র সম্মেলনে কেন্দ্রের বিরুদ্ধে একরাশ অভিযোগ করেছেন মমতা। বাম আমলে কেন্দ্র তথা রিজার্ভ ব্যাঙ্ক কেন লাগামছাড়া ঋণ নেওয়ার অনুমতি দিয়েছিল, সেই প্রশ্ন তুলেছেন। বলেছেন, এই ঋণের কারণেই রাজ্যের উন্নয়ন চাইলেও তাঁর হাত-পা বাঁধা। পাশাপাশি তাঁর দাবি, সব রাজ্যের ক্ষেত্রেই সমান নীতি নিয়ে চলুক কেন্দ্র। প্রধানমন্ত্রী ফিকি-র মঞ্চে আর্থিক সংস্কারের পক্ষে সওয়াল করলেও মমতা জানিয়েছেন, তিনি আম আদমির স্বার্থ দেখবেন।
এক দিকে এই আক্রমণ। উপরন্তু এ বারে সফরে কোনও মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই মমতার। তবু রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে ভোলেননি তিনি। সপ্তাহ দুয়েক আগে রাষ্ট্রপতি যখন কলকাতায় গিয়েছিলেন, সে সময় মমতার সঙ্গে তাঁর রাজভবনে নৈশভোজের কথা ছিল। কিন্তু ইন্দ্রকুমার গুজরালের প্রয়াণে তড়িঘড়ি দিল্লি ফিরতে হয় রাষ্ট্রপতিকে। সে দিন তাই দু’জনের বেশি কথা হয়নি। আজ অবশ্য রাষ্ট্রপতি ভবনে যথেষ্ট সময় নিয়েই মত বিনিময় করেছেন তাঁরা। তবে কোনও পক্ষই তা নিয়ে মুখ খোলেনি। মমতা এই সাক্ষাৎকে সৌজন্য-সাক্ষাৎই বলেছেন। |
|
|
|
|
|