দুর্ঘটনায় মৃত্যু, জখম ১২ জন |
বরযাত্রী বোঝাই পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হল এক যুবকের। ওই দুর্ঘটনায় জখম হন বারো জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার কৃষ্ণমুড়ি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম রুদন রায় (২৩)। তাঁর বাড়ি বিহারের বারসই থানার খরবায়। তিনি বিয়ের অনুষ্ঠানে বাজনা বাজাতে গিয়েছিলেন। জখম প্রত্যেকেরই বাড়ি বারসই থানার শিকারপুর এলাকায়। বৃহস্পতিবার শিকারপুরের বানু দাসের সঙ্গে রায়গঞ্জের পানিশালা এলাকার তরুণী পপি দাসের বিয়ে ছিল। সেখান থেকে বাজনাদার সহ ২০ জন বরযাত্রী এ দিন সকলে শিকারপুরে ফিরছিলেন।
|
বালুরঘাটে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ শুক্রবার ৫ জনকে দোষীসাব্যস্ত করল মালদহের জেলা ও দায়রা আদালত। আজ সাজা ঘোষণার কথা। ২০১১ সালে ৮ মে দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে দহবাজারে পরিতোষ দে কে খুন হন। বিচারক এ দিন কার্তিক দাস, বিল্টু ভট্টাচার্য, শিবু কাহার, রাজু রবিদাস এবং গৌতম জোয়ারদারকে দোষীসাব্যস্ত করেন।
|
কুয়াশায় যানবাহনে তল্লাশি চালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় মারা গেলেন এনভিএফ কর্মী পুষ্পনাথ বর্মন (৫৭)। বৃহস্পতিবার রাতে রায়ডাক সেতু লাগোয়া সড়কে। |