|
|
|
|
ঘরে ঢুকে গুলি করে খুন |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ কালিয়াচক থানার মোজমপুরের বালুগ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যবসায়ীর নাম আজিজুল ইসলাম (২৮)। তাঁকে গুলি করে বাড়ি থেকে পালানোর সময়ে ওই ব্যবসায়ীর পরিবারের লোকেরা আগ্নেয়াস্ত্র সহ সারিফুল শেখ নামে এক যুবককে হাতেনাতে ধরে ফেলে ঘরে আটকে রাখেন। পরে ব্যবসায়ীর পরিবারের লোক জন ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন। এ দিকে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পুলিশ জানিয়েছে, ধৃত সারিফুল ওই মৃত ব্যবসায়ীর পরিচিত। সেই কারণে সারিফুল ব্যবসায়ী আজিজুল ইসলামকে খুন করেছে তা এলাকার কেউ বিশ্বাসই করতে পারছেন না। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “এক ব্যবসায়ীকে বাড়িতে ঢুকে গুলি করে খুন করা অভিযোগে। ওই ব্যবসায়ীর ঘনিষ্ঠ এক জনকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ গাড়ির শো রুম বন্ধ করে সারিফুলকে সঙ্গে নিয়ে আজিজুল কালিয়াচক থেকে একসঙ্গে গ্রামে ফিরেছিলেন। একটি চায়ের দোকানে চা খেয়ে আজিজুল বালুগ্রামে শ্বশুরবাড়িতে ও সারিফুল নিজের বাড়িতে চলে যান। নিহত ব্যবসায়ীর এক আত্মীয় মোসারফ হোসেনের অভিযোগ, “বাড়িতে ফিরে আজিজুল ও তাঁর স্ত্রী ঘরের সোফায় বসে অন্যদের সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ ঘরে ঢুকে সারিফুল আজিজুলের বুকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে সোফাতে লুটিয়ে পড়ে আজিজুল। সারিফুল পালাতে গেলে লোকজন তাঁকে ধরে ফেলেন। বাসিন্দারা জানান, নিহত ব্যবসায়ীর দিনমজুর সরবরাহের ব্যবসার পাশাপাশি কলিয়াচকে মোটর গাড়ির শো রুম রয়েছে। মাস খানেক আগে ওই এলাকার এক দিনমজুর সরবারাহকারীর সঙ্গে আজিজুল ইসলামের গোলমাল হয়েছিল। সেই গোলমালের জেরে গ্রামে সালিশি সভা বসে। সভায় বিরোধী দিনমজুর সরবরাহকারীকে মাতব্বররা পাঁচ লক্ষ টাকা জরিমানা করে বলে অভিযোগ। পুলিশের অনুমান, সেই ঘটনার জেরে আজিজুলকে পরিচিত কাউকে দিয়ে খুন করানো হয়েছে। |
|
|
|
|
|