|
|
|
|
টুকরো খবর |
বন্দর সমবায়ের রাষ্ট্রপতি পুরস্কার
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পরিষেবায় উৎকর্ষের বিচারে রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার পেল হলদিয়া বন্দর সমবায় সমিতি। শুক্রবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান ডক কমপ্লেক্স কনজিউমার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কর্তৃপক্ষ। তাঁরা জানান, বিগত ২০১০-১১ অর্থবর্ষে ক্রেতা পরিষেবা প্রদানে উৎকর্ষের বিচারে রাষ্ট্রীয় সহকারী বিকাশ নিগম (এনসিডিসি) এই সমবায়কে এ বছর জাতীয় পুরস্কার দিল। সম্প্রতি রাষ্ট্রপতি ভবনের সভাগৃহে ওই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বাবদ সমিতির কর্মকর্তাদের হাতে নগদ ৫০ হাজার টাকা, স্মারক-সহ শংসাপত্র তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ছিলেন এনসিডিসি-র চেয়ারম্যান তথা কেন্দ্রীয় কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী শরদ পাওয়ার। রাজ্য থেকে হলদিয়া বন্দরের পাশাপাশি মনোনয়ন পেয়েছিল নলহাটির সুলতানপুর এসকেইউএস, উত্তর ২৪ পরগনার বারো ছায়ানভি মৎস্যজীবী সমবায় সমিতি। তবে, ২০১০-১১ অর্থবর্ষে মোট ১২ কোটি ৬২ লক্ষ টাকার লেনদেন করায় নির্বাচিত হয় হলদিয়া বন্দর সমবায় সমিতি। সমিতির চেয়ারম্যান অবিনাশবাবু বলেন, “এই পুরস্কার পেয়ে আমরা আপ্লুত। ক্রেতা পরিষেবা আরও উন্নত করার চেষ্টা করব।”
|
কৃষি মেলা প্রতি ব্লকে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জানুয়ারি মাসে কৃষি মেলা হবে পশ্চিম মেদিনীপুরে। প্রতিটি ব্লকের পাশাপাশি মহকুমাতেও এই মেলা করা হবে। মেলায় কৃষি দফতরের প্রতিটি বিভাগই যোগ দেবে। শুক্রবার এই নিয়ে বৈঠক করেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সুমন ঘোষ। তিনি বলেন, “জানুয়ারি মাসের মধ্যেই প্রতিটি ব্লক ও মহকুমাতে মেলা করা হবে।” ব্লক স্তরে এক দিনের মেলা হবে। মহকুমা স্তরে হবে দু’দিনের মেলা। মেলাতে বিভিন্ন কৃষি যন্ত্র, উন্নত ধরনের বীজ, চাষের উন্নত পদ্ধতি নিয়ে আলোচনার পাশাপাশি প্রদর্শনীরও ব্যবস্থা থাকবে। কৃষকদের যোগদান বাড়াতেই এই প্রদর্শনী ও আলোচনার আয়োজন করা হচ্ছে।
|
আজ তৃণমূলের সভা হলদিয়ায়
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
আজ, শনিবার হলদিয়ায় জনসমাবেশ করছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। দুপুরে টাউনশিপের হেলিপ্যাড ময়দানে সমাবেশে থাকবেন, সাংসদ শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী। থাকবেন রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র, পূর্ত ও পরিবেশ মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার, জেলার বিধায়করা ও জেলা পরিষদের সদস্যরাও। দলীয় সূত্রে খবর, রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড মানুষের কাছে তুলে ধরতেই এই সভা। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মামুদ হোসেন বলেন, “দলের বিরুদ্ধে যে কুৎসা ও অপপ্রচার চলছে তাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়নি। সভায় লক্ষাধিক মানুষের সমাবেশ সেটাই প্রমাণ করবে।” |
|
|
|
|
|