|
|
|
|
শর্ত প্রত্যাহার, জেলায় ফিরলেন অমিয়, অশোক |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
জেলার বাইরে থাকার শর্ত হাইকোর্ট তুলে নেওয়ায় পূর্ব মেদিনীপুরে নিজের বাড়িতে ফিরলেন নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে অভিযুক্ত সিপিএম নেতা অমিয় সাহু, অশোক গুড়িয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় তমলুকে জেলা সিপিএম কার্যালয়ে জেলা সম্পাদকমণ্ডলীর এই দুই সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। শুক্রবার দলের জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকে যোগ দেন তাঁরা। এই দু’জনের সঙ্গেই শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন সিপিএমের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। তবে, জেলায় ফেরার জন্য তিনি এখনও পর্যন্ত হাইকোর্টে কোনও আবেদন জানাননি।
নন্দীগ্রামে জমিরক্ষা আন্দোলনের সময় ২০০৭ সালের ১০ নভেম্বর ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিলে সশস্ত্র হামলা চললে বেশ কয়েকজন নিখোঁজ হন। নিখোঁজদের মধ্যে ৬ জনের পরিবার গত বছর সেপ্টেম্বর মাসে হাইকোর্টে মামলা করে। হাইকোর্ট সিআইডিকে তদন্তের নির্দেশ দিলে চলতি বছর জানুয়ারি মাসে প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ, অমিয় সাহু, অশোক গুড়িয়া-সহ ৮৮ জন সিপিএম নেতা-কর্মীর বিরুদ্ধে হলদিয়া মহকুমা আদালতে চার্জশিট জমা পড়ে। গত ১৭ মার্চ মুম্বইয়ের চেম্বুর থেকে লক্ষ্মণ শেঠ, অমিয় সাহু, অশোক গুড়িয়াকে গ্রেফতার করা হয়। জুলাই মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে জামিন পান এঁরা। জেলায় ঢোকার উপরে নিষেধাজ্ঞা ছিল তিন জনেরই। শুধু হলদিয়া মহকুমা আদালত ও তমলুকে জেলা আদালতে হাজিরা দিতে এসেছিলেন কয়েকবার। জেলার বাইরে থাকার শর্ত প্রত্যাহারের জন্য অমিয়বাবু ও অশোকবাবু হাইকোর্টে আবেদন করেন। গত মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে ওই শর্ত প্রত্যাহার হয়। এরপরই বৃহস্পতিবার জেলায় ফেরেন দু’জনে। অমিয়বাবু যান পাঁশকুড়ায় নিজের বাড়িতে। পাঁশকুড়া জোনাল অফিসে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। আর অশোকবাবু যান নন্দীগ্রামের রেয়াপাড়ায় নিজের বাড়িতে। |
|
|
|
|
|