|
|
|
|
তোপ দাগলেন গাওস্কর |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মান বাঁচানোর যুদ্ধে নেমে ইংল্যান্ডের সামনে মহেন্দ্র সিংহ ধোনির দল একেই বেকায়দায়। তার মধ্যেই আবার ধোনির টিম ইন্ডিয়াকে একহাত নিয়ে রাখলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাওস্কর। পরিষ্কার বলে রাখলেন, ২০১১-র ওয়ান ডে বিশ্বকাপ জয় ভারতীয় টিমের কয়েক জন ক্রিকেটারের মধ্যে গয়ংগচ্ছ মনোভাব এনে দিয়েছে। যা কোনও ভাবেই মানা যায় না। “বিশ্বকাপ জেতার পর থেকেই কয়েক জন ক্রিকেটারকে দেখছি, সব কিছুকেই খুব হালকা চালে নিচ্ছে। এমন ভাবভঙ্গি নিয়ে চলছে যেন বিশ্বকাপ জিতিয়ে দেশকে কৃতার্থ করে দিয়েছে। যেটা কোনও ভাবেই মানা যায় না,” গত আঠারো মাসে ভারতীয় দলের টানা বিপর্যয়ের কারণ জানতে চাওয়ায় একটি টিভি চ্যানেলে বলেছেন গাওস্কর। ভারতীয় কোচের পদ থেকে ডানকান ফ্লেচারকে সরানো উচিত কি না জিজ্ঞেস করা হলে গাওস্করের উত্তপ্ত জবাব, “ধোনি বলছে, কোচ মাঠে নেমে খেলবে না। সেটা ঠিক। আমিও সেটা মানি। কিন্তু তোমার টিমের ক্রিকেটাররা যদি ঢিলেঢালা মনোভাব দেখায়, তোমাকে তো সেটা দেখতে হবে। ইপিএল বা লা লিগায় কোনও টিম যদি টানা হারতে থাকে, কোচের কিন্তু চাকরি যায়।”
সচিনের বোল্ড হওয়ার ধরন নিয়ে ফের প্রবল সমালোচনা চালু হয়েছে ক্রিকেটদুনিয়ায়। গাওস্কর কিন্তু সচিনের পাশাপাশি এ দিন সহবাগের আউটকেও তুলে আনছেন। বলে ফেলছেন, “সহবাগের আউটটাও কি মানা যায়?” বরং ইংল্যান্ডের হয়ে নাগপুরে অভিষেক ঘটানো জো রুটের কাছ থেকে শিখতে বলছেন ভারতীয় ব্যাটসম্যানদের। গাওস্করের সাফ কথা, “ওকে দেখে তো আমাদের ক্রিকেটাররা শিখতে পারে। প্রায়র আর সোয়ানের সঙ্গে দু’টো পার্টনারশিপ করল। যদি আমাকে জিজ্ঞেস করেন, তা হলে বলব এই উইকেটে ব্যাট করা কঠিন নয়। রান তোলা কঠিন। যদি উইকেটে টিকে থাকতে পারেন, তা হলে বলে এমন আহামরি কিছুও থাকছে না যে সিঙ্গলস বা দু’রান করে নেওয়া যাবে না। বাউন্ডারি মারা এ মাঠে কঠিন। কিন্তু খুচরো রান নিতে অসুবিধা হওয়ার কথা নয়।” |
|
|
|
|
|