|
|
|
|
জোট-জল্পনা উস্কে দিলেন মমতা-নীতীশ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আঞ্চলিক দলগুলিকে নিয়ে নয়া জোটের জল্পনা বাড়িয়ে দিলেন দুই পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় ও নীতীশ কুমার। মমতা দাবি করলেন, আঞ্চলিক সমস্যা মেটাতে পারে এক মাত্র আঞ্চলিক দলগুলিই। নীতীশের বক্তব্য, উন্নয়নের জন্য পিছিয়ে পড়া রাজ্যগুলিকে একে অপরের হাত ধরতে হবে।
শুক্রবার শিল্পপতিদের বিশ্বব্যাপী সংগঠন ইয়ং প্রেসিডেন্টস অর্গানাইজেশন-এর অনুষ্ঠানে আলাদা ভাবে দু’জনে উপস্থিত ছিলেন। সেখানে মমতার দাবি, আঞ্চলিক দলগুলির পক্ষে দেশ চালানোও সম্ভব। কারণ বাম আমলের দেনা ও কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও তাঁরা রাজ্য চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী বললেন, “বাংলা বাংলাকে চালাতে পারে। দেশও চালাতে পারে বাংলা।”
এর আগে তাঁদের মধ্যে আলাদা বৈঠকও হওয়ার কথা ছিল। নীতীশ পরে বলেন, “উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এটাই আমার প্রথম কলকাতা সফর। কিন্তু কুয়াশার কারণে প্রায় সাড়ে তিন ঘণ্টা আসতে দেরি হয়েছে। ওঁরও দিল্লি যাওয়ার ছিল। পরে বৈঠক হতে পারে।”
পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে আগেই কার্যত একজোট হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন উভয়েই। এ দিন মমতা দাবি করেন, রাজ্যের সমস্যা সব চেয়ে ভাল বুঝতে সক্ষম আঞ্চলিক দলগুলিই। কারণ তারাই তৃণমূল স্তরে কাজ করে। নীতীশ অবশ্য রাজ্যগুলির মধ্যে সমন্বয়ের বার্তা দিলেন। তারঁ বক্তব্য, কেন্দ্রের কাছে বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। তাতে সামিল হতে পারে অন্য পিছিয়ে পড়া রাজ্যগুলিও। তাতে তারাও উপকৃত হবে।
আঞ্চলিক পর্যায়ের জোট নিয়ে বললেও কেন্দ্রের জোট নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি নীতীশ।
কেন্দ্রের সরকার পুরো মেয়াদ টিকবে কি না, সেই প্রশ্নের জবাবে তাঁর বক্তব্য, এ ভাবে সাংসদ জোগাড় করে করে তারা তারা পুরো মেয়াদই সম্পূর্ণ করবে। |
|
|
|
|
|