টুকরো খবর |
খুন, আত্মহত্যার চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
বচসায় স্ত্রীকে মেরে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। শুক্রবার ধুবুরি বিলাসীপাড়া থানা এলাকার চালবান্দা গ্রামে ঘটনাটি ঘটে। নিহতের নাম মঞ্জু বিবি (৩৫)। ধৃতের নাম জাকির হুসেন। এ দিন শুয়ে থাকা অবস্থায় স্বামী জাকির ওই বধূর গলা কেটে দেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর পরে জাকির নিজের মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। পাশের ঘরে থাকা ছেলেমেয়েরা টের পেয়ে চিৎকার করলে পড়শিরা গিয়ে জখম জাকিরকে ধরে ফেলেন। পুলিশ জানায়, ১০ বছর আগে মঞ্জু দেবীর বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তদন্ত করা হচ্ছে।
|
ধৃত অজিত পেগু
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পাঁচ মাস গা-ঢাকা দিয়ে থাকার পরে গিয়ে ধরা পড়ল দুষ্কৃতী অজিত পেগু। চলতি বছরের জুলাই মাসে দফতরের কাছেই গুলিবিদ্ধ হন টংনাম রিনা। কিন্তু তাঁর উপর হামলায় প্রধান অভিযুক্ত পেগুকে ধরতে না পারায় মুখে পোড়ে পুলিশের। শেষ অবধি গত কাল অসমের লখিমপুরে গণেশ পাল নামে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে সে। উদ্ধার হয় অস্ত্রও। হত্যা, ডাকাতি, অপহরণ, তোলাবাজির ঘটনায় পেগু জড়িত।
|
‘সশস্ত্র’ বিধায়করা বিধানসভায়
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পড়শি রাজ্যে যখন মাথা বাঁচাতে শিরস্ত্রাণ পরে বিধানসভায় ঢুকছেন বিরোধী বিধায়করা, তখনই অসমের বিজেপি বিধায়করা বিধানসভায় ঢুকে পড়লেন একে ৪৭, শটগান, পিস্তল হাতে! তারপর কেউ একে ৪৭, কেউ বা বন্দুক তুলে তাক করলেন সাংবাদিকদের দিকে! তবে আসল নয়, সবই নকল, চিনা খেলনা-অস্ত্র। প্রতিবাদটাও তারই বিরুদ্ধে। তাই বিজেপি বিধায়ক রঞ্জিত দাসের নেতৃত্বে এ হেন অভিনব প্রতিবাদ।
|
দুর্ঘটনায় মৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
ট্রাকের সাথে মোটর বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবকের শুক্রবার সকালে ধুবুরি জেলার চাপর থানা এলাকায় নিউ হাতিপোতার ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম সইফউদ্দিন (৩৫)। তার বাড়ি চাপর থানা এলাকায়। এ দিন সকালে ওই যুবক মোটর বাইকে চাপর থেকে বিলাসীপাড়া যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারে।
|
সিব্বলের পরামর্শ |
ফেসবুক বা টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কোনও মন্তব্যের জেরে যে গ্রেফতারি হচ্ছে বা হয়েছে তা রুখতে খুব শীঘ্রই কিছু নির্দেশিকা জারি করবে কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় শুক্রবার কেন্দ্রীয় টেলিকম এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী কপিল সিব্বল বলেন, “আমরা দেখেছি কয়েকটি রাজ্যে তথ্যপ্রযুক্তি আইনের ৬৬এ ধারা নিয়ে অপব্যবহার হচ্ছে। সেটা ঠিক নয়। তাই এ ব্যাপারে আমরা দ্রুত নির্দেশিকা জারি করব।” বেশ কিছু দিন আগেই শিবসেনা প্রধান প্রয়াত বালা সাহেবের মৃত্যু প্রসঙ্গে মন্তব্যের জেরে গ্রেফতার হয়েছিলেন দু’জন। তার পরে এমএনএস প্রধান রাজ ঠাকরের বিরুদ্ধে মন্তব্য করায় গ্রেফতার হন আর এক যুবক।
|
কালিয়া মামলায় কেন্দ্রের জবাব চায় সুপ্রিম কোর্ট |
১৯৯৯-এর কার্গিল সংঘর্ষে শহিদ ক্যাপ্টেন সৌরভ কালিয়ার বিষয়টিকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়া যাবে কিনা তা কেন্দ্রের কাছ থেকে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। সৌরভের বাবা এন কে কালিয়ার বক্তব্য, তাঁর ছেলের সঙ্গে পাকিস্তান আচরণ নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ করা উচিত। কার্গিল যুদ্ধের পরে সৌরভের ক্ষতবিক্ষত দেহ ফেরত দেয় পাকিস্তান। জেনিভা চুক্তি মেনে তাঁর সঙ্গে যুদ্ধবন্দির মতো ব্যবহার করা হয়নি বলে অভিযোগ। সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, কোর্ট এন কে কালিয়ার সহমর্মী। কিন্তু এই ঘটনায় কোর্টের কিছু করার নেই। একমাত্র কেন্দ্রই পদক্ষেপ করতে পারে।
|
আলাগিরি পুত্রের আত্মসমর্পণ |
হাইকোর্ট থেকে জামিন পাওয়ার চার দিন পরেই আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী এম কে আলাগিরির পুত্র দুরাই দয়ানিধি। মাদুরাইয়ের প্রাক্তন এক জেলাশাসক তদন্তে জানতে পারেন গ্র্যানাইট খনিতে বেআইনি খননের ফলে ১৬ হাজার কোটি রাজস্ব ক্ষতি হয়। এই খনি কেলেঙ্কারিতে জড়িত এক গুচ্ছ সংস্থার মধ্যে রয়েছে দুরাই দয়ানিধির সংস্থাও। আদালতের নির্দেশে শনিবার থেকে প্রতিদিন তাঁকে হাজিরা হতে হবে। যদিও আলাগিরির দাবি, ঘটনাটি পুরো সাজানো। ২০১০ সালেই দুরাই ওই সংস্থার ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।
|
সৌগতের ওয়াকআউট |
যতই সময় এগোচ্ছে, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। শুক্রবার লোকসভায় পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় ঋণ ফেরতের উপরে তিন বছরের জন্য স্থগিতাদেশ নিয়ে প্রশ্ন তোলেন সাংসদ সৌগত রায়। তাঁর বক্তব্য, রাজ্যের আর্থিক হাল খারাপ। কিন্তু, স্থগিতাদেশ নিয়ে কেন্দ্রের তরফে সাড়া মেলেনি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের জবাব চান তিনি। কিন্তু, চিদম্বরম ওই বিষয়ে মন্তব্য করেননি। তাই ওয়াকআউট করেন সৌগতবাবু।
|
মৃত দশ পুলিশ |
পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই কুয়োয় পড়ে গিয়ে প্রাণ হারালেন দশ পুলিশকর্মী। দশ জনের মধ্যে ছ’জনই মহিলা। গুজরাতের সাপোই গ্রামের ঘটনা। |
|