টুকরো খবর
বিজেপি-র আন্দোলন
এইমসের ধাঁচে হাসপাতাল নিয়ে এ বার কংগ্রেস ও তৃণমূলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করল বিজেপি। শীঘ্রই রায়গঞ্জে জমি অধিগ্রহণ করে হাসপাতাল তৈরি করার দাবিতে কালিয়াগঞ্জ-ইসলামপুর জনজাগরণী যাত্রা বৃহস্পতিবার শুরু করেন বিজেপির শ’খানেক কর্মী-সমর্থক। ১৩০ কিমি দূরত্ব পাড়ি দিয়ে রবিবার ইসলামপুর পৌঁছে ওই পদযাত্রা শেষ হওয়ার কথা। এ দিন কালিয়াগঞ্জে পদযাত্রার সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। তিনি বলেন, “এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেস ও তৃণমূল রাজনীতি শুরু করেছে। কংগ্রেস ও তৃণমূলের রেষারেষিতে হাসপাতাল তৈরির জন্য জমি অধিগ্রহণ হচ্ছে না। রাজ্যে ক্ষমতায় থাকাকালীন বামফ্রন্ট সরকারও জমি অধিগ্রহণের ব্যাপারে উদ্যোগী হয়নি। আসলে কংগ্রেস ও তৃণমূল কেউই চায় না রায়গঞ্জে ওই হাসপাতাল গড়ে উঠুক।” এই প্রসঙ্গে রায়গঞ্জের কংগ্রেস সাংসদ, কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সির কটাক্ষ, “পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা পেতেই বিজেপি হাসপাতালকে সামনে রেখে রাজনীতি শুরু করেছে। তৃণমূল পরিচালিত রাজ্য সরকার রাজনৈতিক স্বার্থে জমি অধিগ্রহণ না করায় হাসপাতাল গড়ার কাজ আটকে। কেন্দ্র সংবিধান মেনে জমি অধিগ্রহণের বিষয়টি খতিয়ে দেখছে।” তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ জানান, তাঁরা বিজেপি ও কংগ্রেসের কথায় গুরুত্ব দিচ্ছেন না। তাঁর দাবি, “তৃণমূলও চায় রায়গঞ্জে হাসপাতাল তৈরি হোক। তবে রাজ্য সরকার কৃষিজমি নষ্ট করে হাসপাতাল তৈরির পক্ষে নয়।” জেলা বামফ্রন্টের সচিব অপূর্ব পাল বলেন, “কংগ্রেস ও তৃণমূলের দড়ি টানাটানি যত দিন না বন্ধ হবে তত দিন রায়গঞ্জে হাসপাতাল তৈরি হবে না। বামফ্রন্টের তরফে হাসপাতালের দাবিতে জেলায় সই সংগ্রহ অভিযানে নামা হয়েছে।”

ক্যুইজ ও ছড়ায় প্রচার থ্যালাসেমিয়া সচেতনতার

মিশন গার্লসে ক্যুইজের আসর। —নিজস্ব চিত্র।
থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা তৈরি করতে স্কুলে স্কুলে ঘুরে বেড়ান অমলকান্তি পাণ্ডে। ছাত্রছাত্রীদের বোঝান, থ্যালাসেমিয়া কী, রোগের লক্ষণ কী, কী ভাবে রোগ প্রতিরোধ সম্ভব। এই সব তথ্য নিয়ে ছড়াও বেঁধেছেন তিনি। বই আকারে ছেপেও ফেলেছেন। স্কুলে স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সেই ছড়া শোনান অমলকান্তিবাবু। তারপরই শুরু হয় ক্যুইজ। সঠিক উত্তর দিতে পারলে সঙ্গে সঙ্গে পুরস্কার। বৃহস্পতিবার এমনই একটি ক্যুইজ হল মেদিনীপুর শহরের মিশন গার্লস স্কুলে। অমলকান্তিবাবুর কথায়, “সামান্য কয়েকটি তথ্য জানলেই এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু সচেতনতা না থাকায় তা হচ্ছে না অনেক ক্ষেত্রেই। তাই সচেতনতা প্রসারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।” মেদিনীপুর শহরের মধুসূদন নগরের বাসিন্দা অমলকান্তিবাবু প্রথমে শিক্ষকতা করতেন। তারপর ব্যাঙ্কের চাকরিতে যোগ। কিছুদিন হল অবসর নিয়েছেন। ব্যাঙ্কের আধিকারিক থাকার সময় থেকেই থ্যালাসেমিয়া নিয়ে পড়াশোনা শুরু করেন। অবসর নেওয়ার পরে একেবারে পথে নেমে প্রচার চালাচ্ছেন। তবে সহযোগিতা না পাওয়ার আক্ষেপও রয়েছে। প্রবীণ মানুষটির কথায়, “সচেতনতা ক্যুইজের জন্য স্কুলের কোনও খরচ নেই। আমার সঙ্গে ক্যুইজ পরিচালনা করতে যান আমারই কয়েকজন ঘনিষ্ঠ। আমরা পুরস্কারের খরচও দিই। তবু বহু স্কুল উদ্যোগী হয় না।” এ দিন অবশ্য অনুষ্ঠানের আয়োজন করতে পেরে খুশি মিশন গার্লস স্কুলের টিচার-ইনচার্জ কৃষ্ণা নন্দী। খুশি ছাত্রীরাও।

নকশালবাড়িতে ব্লাড ট্রান্সফিউশন ব্যবস্থা চালুর দাবি
নকশালবাড়ি হাসপাতালে ‘ব্লাড ট্রান্সফিউশন’ ব্যবস্থা দ্রুত চালু করার দাবি উঠল সর্বদল বৈঠকে। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসি প্রামাণিকের উপস্থিতে ওই বৈঠক হয়। সেখানে কংগ্রেস, তৃণমূল এবং সিপিএমের প্রতিনিধিরা স্বাস্থ্য কর্তাদের কাছে ওই দাবি তুলেছেন। উপস্থিত ছিলেন ব্লক পুলিশ-প্রশাসন, স্বাস্থ্য দফতরের অফিসারেরা। পাশাপাশি, সম্প্রতি এক প্রসূতির মৃত্যুকে ঘিরে হাসপাতালে যে ভাঙচুরের ঘটনা ঘটে, সেই ঘটনার তদন্তের নির্দেশও এ দিন স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া হয়েছে। অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, “দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা হবে।” বৈঠকে উপস্থিত সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম ঘোষ বলেন, “হাসপাতালের রক্ত দেওয়ার কোনও ব্যবস্থা নেই। রাস্তা বেহাল। এই অবস্থায় মেডিক্যাল কলেজে গুরুতর রোগীকে নিয়ে নিয়ে যেতেই তো রাস্তাতেই রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।” একইভাবে ব্লক কংগ্রেসের সভাপতি পৃথ্বীশ রায় বলেন, “স্বাস্থ্য কর্তাদের বিষয়টি দেখতে বলেছি।” তৃণমূলের জেলা সম্পাদক অমর সিংহ বলেন, “কোনও মৃত্যু বা ভাঙচুরের ঘটনা কাম্য নয়। তবে পরিষেবা যাতে সঠিকভাবে করার জন্য চিকিৎসক, নার্স ও কর্মীদের বলা হয়েছে। মৃত্যুর ঘটনার কোনও গাফিলতি থাকলে তা স্বাস্থ্য-কর্তাদের দেখতে বলা হয়েছে।”

ছুটিতে ডাক্তার, শো-কজ
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে ছুটিতে যাওয়ায় বড়জোড়া স্বাস্থ্যকেন্দ্রের দুই চিকিৎসককে ‘শো-কজ’ করল বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতর। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ দিন্দা বলেন, “বড়জোড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তিন জন মেডিক্যাল অফিসার রয়েছেন। তাঁদের মধ্যে দু’জন আমাদের না জানিয়েই বুধবার সন্ধ্যায় ছুটি নিয়েছেন। আপাতত সেখানে দু’জন নতুন মেডিক্যাল অফিসার নিয়োগ করা হয়েছে।” স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকার প্রতিবাদে বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য দফতরে স্মারকলিপি দেয় স্থানীয় একটি সংগঠন। অভিযোগের তদন্তে যান জেলা উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক পবিত্র মণ্ডল। এক স্বাস্থ্যকর্তা বলেন, “ওই দুই চিকিৎসককে না জানিয়ে ছুটি নেওয়ার জন্য ‘শো-কজ’ করা হয়েছে।”

পরীক্ষা বন্ধ রেখে রক্তদান শিবির
বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে স্কুল চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করল তৃণমূল। মগরা ২ পঞ্চায়েতের পশ্চিম শেখপাড়া সাবিত্রী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষা। পড়ুয়াদের আগেই জানিয়ে দেওয়া হয়, এ দিন পরীক্ষা হবে না। নেওয়া হবে শুক্রবার। তা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ। তাঁদের বক্তব্য, এ তো ছুটির দিনেও করা যেত। কী বলছেন তৃণমূল নেতৃত্ব? স্থানীয় তৃণমূল নেতা সুজয় বিশ্বাস বলেন, “অনুমতি নিয়েই কাজ সারা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ নিজেরাই পরীক্ষা পিছিয়ে দিয়েছেন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.