টুকরো খবর
অভিযুক্তকে ধরাই যায়নি
আরও একটা ডুয়ার্স উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেল। অথচ গত বছরের উৎসবের খরচের ১৭ লক্ষ টাকা নিয়ে উধাও ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’ সংস্থার কর্তা জয়দীপ রায়ের হদিস করতে পারেনি পুলিশ। ২০১১ সালের ২৫ জানুয়ারি উৎসবের দ্বিতীয় দিন, ওই টাকা নিয়ে জয়দীপবাবু গা ঢাকা দেন বলে অভিযোগ। পুলিশ জয়দীপবাবুর খোঁজে গুজরাতের বাড়ির ঠিকানায় গিয়েও কোনও সূত্র পায়নি বলে দাবি করেছে। অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “জয়দীপ রায়ের খোঁজে তল্লাশি চলছে। এখনও হদিস মেলেনি।” পাশাপাশি, জয়দীপ রায় কার সূত্রে ওই টাকা পেয়েছিলেন তা পুলিশ খতিয়ে দেখছে। ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় জানান, ফি বছর নানা এলাকার শিল্পীদের আনা হয়। গত বছরও শিল্পীদের আনার জন্য জয়দীপবাবুকে ১৭ লক্ষ টাকা আগাম দেওয়া হয়। কলকাতা ও মুম্বইয়ের শিল্পীদের টাকা না-দিয়ে জয়দীপবাবু গা ঢাকা দেন বলে অভিযোগ। কীসের ভিত্তিতে ওই ব্যক্তিকে বিপুল অঙ্কের টাকা আগাম দেওয়া হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। উৎসবের কার্যকরী কমিটির সদস্য কনজবল্লভ গোস্বামী বলেন, “এত বড় প্রতারণার পরেও পুলিশ ব্যবস্থা নেয়নি। এ বার ডুয়ার্স উৎসব হবে কি না জানি না।”

বহির্মূল্যায়নের পরীক্ষা স্থগিত
প্রাথমিকে বন্ধ হল বহির্মূল্যায়ন। প্রতি বছর ডিসেম্বরে দ্বিতীয়-তৃতীয় শ্রেণির পড়ুয়াদের মধ্যে রাজ্যব্যাপী এক প্রশ্নে লিখিত মূল্যায়ন পরীক্ষা নেওয়া হত। বহিরাগত শিক্ষকদের মাধ্যমে পরীক্ষা পরিচালনা করানো হত। একই প্রশ্নে বহির্মূল্যায়নের মাধ্যমে সব জেলার প্রাথমিক শিক্ষার হালহকিকতের চিত্র ফুটে উঠত। কিন্তু এই বছর রাজ্যে বহির্মূল্যায়ন স্থগিত হয়েছে। জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ধরিত্রীমোহন রায় জানিয়েছেন, রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশে এই বছর বহির্মূল্যায়ন হচ্ছে না। পরিবর্তে প্রথম ও চতুর্থ শ্রেণির মতো দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির মূল্যায়নও পড়ুয়াদের নিজ নিজ প্রাথমিক স্কুলের মাধ্যমেই নেওয়া হবে। উল্লেখ্য, রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী বছর থেকে প্রাথমিকের সিলেবাসে বদল আনছে। সেই সুবাদে উচ্চ পর্যায়ের সিলেবাস কমিটি গঠিত হয়েছে। নতুন সিলেবাস লাগু করা হলে বহির্মূল্যায়ন ফের চালু হবে কি না তা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

‘প্রতারণা’, উত্তেজনা
প্রতারণার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ির বাঘাযতীন পার্কে। বৃহস্পতিবার রাতের ঘটনা। পুলিশ এক জনকে আটক করেছে। সম্প্রতি একটি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার নাম করে একটি সংস্থা অফিস তৈরি করে। ইন্টারভিউয়ের মাধ্যমে টাওয়ার সুপারভাইজার নিয়োগ করা হয়। বাসিন্দা প্রসন্ন মৈত্র, তীর্থঙ্কর দাসদের অভিযোগ, ওই সংস্থা ডিপোজিট হিসেবে তাঁদের কাছ থেকে ৬ হাজার ৭২৫ টাকা ও রেজিস্ট্রেশন ফি হিসেবে আরও ৭৭৫ টাকা নেয়। এর পরে তাঁদের নিয়োগ করা হয়। সে সংক্রান্ত কাগজপত্রও দেওয়া হয়। তিন মাস পরে ডিপোজিটের টাকা ফেরানো হবে বলে আশ্বাস দেওয়া হয়। তার পরেই অফিস বন্ধ করে কর্তারা পালিয়ে যান বলে অভিযোগ। এ দিন শাখা ম্যানেজার সৌমিতা ঘোষ নামে এক জনকে দেখে অভিযোগকারীরা ঘেরাও করেন। পুলিশ তাঁকে আটক করে।

কেপমারি, ধৃত চার
মোবাইল ফোনের সূত্র ধরে কেপমারির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক হোটেল মালিক সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে কোচবিহারের জামালদহ ও জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে দু’জনকে গ্রেফতার করে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। দু’দিন আগে ফাটাপুকুরের ইরানি বস্তি থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম অমর গোয়ালা, বুলন বিশ্বাস, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং হীরক রায়। এদের মধ্যে প্রথম দু’জন কেপমারি করেছে বলে অভিযোগ। দ্বিতীয় দু’জন চুরির জিনিসপত্র কিনেছে বলে দাবি পুলিশের। ধৃতদের কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি আইপড এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার ও জি পাল বলেন, “তারা আরও কোনও ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কি না তা দেখা হচ্ছে।”

খবর নিলেন নিগম-কর্তারা
অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের ঋণের বিষয় খোঁজ নিলেন নিগমের অধিকর্তারা। বুধবার দুপুরে অনগ্রসর শ্রেণিকল্যাণ নিগমের তিন অধিকর্তা আলিপুরদুয়ারে মহকুমাশাসকের সঙ্গে বৈঠক করেন। মহকুমাশাসক অমলকান্তি রায় জানান, তফসিলি জাতি উপজাতি এবং ওবিসিদের ঋণের বিষয় খোঁজ খবর নেন কর্তারা। ডিসেম্বর মাসেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আলিপুরদুয়ারে আসারকথা মাথায় রেখেই অধিকর্তারা আলিপুরদুয়ার সফরে এসেছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। মহকুমা শাসক অমলকান্তি রায় বলেন, “অধিকর্তারা সমস্ত জেলায় ঘুরে দফতরের কাজের অগ্রগতি নিয়ে খোঁজ খবর নিচ্ছেন।”

কাজ শেষের সিদ্ধান্ত
অর্ধসমাপ্ত নকশালবাড়ি কমিউনিটি সেন্টারের কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতি। দীর্ঘদিন আগে দার্জিলিঙের সাংসদ ইন্দ্রজিৎ খুল্লার তহবিল থেকে ১০ লক্ষ টাকা দেন। নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পৃথ্বীশ রায় জানান, কম করে আরও ৫০-৬০ লক্ষ টাকা প্রয়োজন। আপাতত পঞ্চায়েত থেকে ১৯ লক্ষ টাকা বরাদ্দ করার কথা ঠিক হয়েছে।

‘পুরবার্তা’র প্রকাশ
শিলিগুড়ি পুরসভার উদ্যোগে ‘পুরবার্তা’ পত্রিকা প্রকাশিত হল। বৃহস্পতিবার মেয়র গঙ্গোত্রী দত্ত ও শিক্ষা-সংস্কৃতি বিভাগের মেয়র পারিষদ রঞ্জন শীলশর্মা তা প্রকাশ করেন। মেয়র ও ডেপুটি মেয়র জানান, এ নিয়ে তিন বার তাঁরা পুরবার্তা প্রকাশ করলেন। পুজোর মুখে প্রকাশের কথা থাকলেও প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় দেরি হল। আপাতত এক হাজার পত্রিকা ছাপা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.