টুকরো খবর
অকাল বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা
দিন কয়েকের লাগাতার কুয়াশা ও মঙ্গলবার রাতের বৃষ্টি কৃষিকাজের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে অভিমত কৃষি দফতরের কর্তাদের। গোটা রাজ্যের ন্যায় কান্দি মহকুমাতেও বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিপাতের পরিমাণ ২২.৪। এই অকাল বৃষ্টির দরুন মুর্শিদাবাদের শস্যগোলা বলে পরিচিত কান্দির চাষিরা ক্ষতির আশঙ্কা করছেন। এখনও পর্যন্ত কান্দির বড়ঞা ব্লকে প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। কিন্তু এই রকম কুয়াশা ও বৃষ্টি চলতে থাকলে আলুতে ধসা রোগ লাগতে পারে বলে মনে করছেন কৃষি দফতরের কর্তারা। কৃষি আধিকারিকদের সতর্কবার্তা আলুর ক্ষেতে যাতে জল না জমে। জল জমলেই ক্ষতির সম্ভাবনাও বাড়বে। শুধু আলু চাষই নয়, ক্ষতির সম্ভাবনা রয়েছে শীতকালীন অন্যান্য শস্যের ক্ষেত্রেও। সরর্ষে, মসুরি, ছোলা-সহ অন্যান্য শাকসবজীর ক্ষেত্রে ঠান্ডা আবহাওয়ার সঙ্গে সঙ্গে সূর্যালোকের প্রয়োজন। কিন্তু গত কয়েক দিন ধরে কুয়াশা ও বৃষ্টির কারণে সূর্যের আলোর দেখা মিলছে না। এতে ফসলে ধসা রোগের প্রার্দুভাব দেখা দিতে পারে। বড়ঞা ব্লকের সহকারী কৃষি অধিকর্তা রবিশঙ্কর দাস বলেন, “শীতকালে বৃষ্টি হলে সব ধরনের ফসলেরই ক্ষতির সম্ভবনা রয়েছে। ধসা রোগে আক্রান্ত হতে পারে ফসল। এ ক্ষেত্রে ছত্রাক নাশক ওষুধ প্রয়োগ করলে রোগের হাত থেকে ফসলকে বাঁচানো সম্ভব।”

ছাত্র পরিষদই সব আসনে
গত বারের মতো এ বারও বিরোধী শূন্য ভাবেই জিয়াগঞ্জ শ্রীপৎ সিংহ কলেজের ছাত্র সংসদ দখল করতে চলেছে ছাত্র পরিষদ। তবে গত বারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। এ বার ছাত্র পরিষদ ছাড়া আর কোনও সংগঠনের সমর্থকেরা মনোনয়নপত্র জমাই দেননি। ছাত্র পরিষদের মুর্শিদাবাদ জেলা কমিটির সহ-সভাপতি সুমন পাল বলেন, “ছাত্র সংসদের মোট ৫৭টি আসনে আমাদের ৫৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার মনোনয়নপত্র পরীক্ষা।” কলেজের অধ্যক্ষ সামসুজ্জামান আহমেদ বলেন, “মনোনয়নপত্র প্রত্যাহারের পরে যদি দেখা যায়, ৫৭টি আসনের জন্য ৫৭ জন, বা তার চেয়ে কম সংখ্যক প্রার্থী রয়েছেন তখন আর ভোটাভুটির প্রয়োজন হবে না। প্রার্থিসংখ্যা বেশি হলে ২০ ডিসেম্বর ভোট হবে।”

দায়িত্বে তাপস সাহা
নদিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক করা হল তাপস সাহাকে। সেই সঙ্গে দলের হয়ে যাবতীয় প্রশাসনিক ও রাজনৈতিক ব্যাপারে তেহট্ট মহকুমায় তাপসবাবুই প্রতিনিধিত্ব করবেন বলে বুধবার একটি চিঠি দিয়ে মহকুমাশাসককে জানিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। জেলা ওই চিঠি হাতে পাওয়ার পর তাপসবাবুর প্রতিক্রিয়া, ‘‘এই সময় তেহট্টে দলের অবস্থা খুব ভাল নয়। সামনে পঞ্চায়েত নির্বাচন। এই পরিস্থিতিতে দল এমন দায়িত্ব দেওয়ায় আমি খুশি। দায়িত্বটা ঠিক ঠাক পালন করাটাই আমার এখন একমাত্র লক্ষ্য।’’

নিকাশি নালা তৈরি
এলাকায় উন্নত নিকাশি ব্যবস্থার কাজে হাত দিয়েছে ভরতপুর-২ নম্বর পঞ্চায়েত সমিতি। ফি বছর বর্ষায় হাজমপাড়া এলাকার রাস্তায় জল জমে যায়। এ বছর স্থানীয় লোকজন রাস্তায় কচুরিপানা ফেলে অভিনব প্রতিবাদ জানাতেই নড়েচড়ে বসে পঞ্চায়েত সমিতি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.