টুকরো খবর |
বিহারে ঘাঁটি গেড়ে নোট চোর ধরলেন গোয়েন্দারা |
রেলের ওয়াগন ভেঙে কয়েক লক্ষ টাকার বাতিল নোট চুরির ঘটনায় তিন মহিলা-সহ তিন অভিযুক্তকে ধরলেন গোয়েন্দারা। তবে তার জন্য ভেক ধরে ঘুরতে হল ভিন্ রাজ্যে। সেপ্টেম্বরে শালিমার থেকে ওয়াগনে বাক্স বোঝাই করে প্রায় ৪৫ লক্ষ বাতিল ৫০ টাকার নোট মুম্বই পাঠাচ্ছিল কলকাতার রিজার্ভ ব্যাঙ্ক। সেই নোটের কিছু অংশ চুরি করে দুষ্কৃতীরা। সিআইডি খবর পায়, হাওড়ার সাঁকরাইলের কিছু ওয়াগন-ব্রেকার ওই ঘটনায় জড়িত। তাদের আদি বাড়ি মুজফ্ফরপুরে। দুই গোয়েন্দা অফিসার অতীশ চট্টোপাধ্যায় ও অনিরুদ্ধ চট্টোপাধ্যায় মুজফ্ফরপুরে গিয়ে বাড়ি ভাড়া নেন। কখনও সেলসম্যান, কখনও স্বেচ্ছাসেবী,কখনও বা টেলিফোন সংস্থার এজেন্ট সেজে ঘুরতে থাকেন তাঁরা। এ ভাবেই জানতে পারেন, বাতিল নোট হাতানোর ঘটনায় মূল অভিযুক্ত আতিকুল রহমানের বাড়ি সাহাপুর গ্রামে। গত ৯ ডিসেম্বর তাকে গ্রেফতার করেন তাঁরা। ধৃতকে জেরা করে জানা যায়, তার স্ত্রী পানিয়া বিবি এবং বোন তারা খাতুনও নোট চুরিতে জড়িত। বুধবার সাঁকরাইলের পোগরা গ্রাম থেকে দুই বোনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় এক লক্ষ বাতিল নোট। সিআইডি জানায়, এই ঘটনায় উত্তরপ্রদেশের কিছু দুষ্কৃতীরও খোঁজ চলছে।
|
ধর্ষণের দায়ে ধৃত দুই কনস্টেবল |
ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে মেঘালয় পুলিশের দুই কনস্টেবলকে গ্রেফতার করা হল। পুলিশ সূত্রে খবর, প্রথম ঘটনাটি ঘটে পূর্ব খাসি হিল জেলায়। কাজ সেরে বাড়ি ফিরছিলেন এক মহিলা। গল্ফ লিংকের কাছে, রাস্তার উপরে ওই মহিলাকে একা পেয়ে জোর করে গাড়িতে তুলে নেন কনস্টেবল আপ্পু পাথাও। মহিলা পরে থানায় অভিযোগ করেন, আপ্পু বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেছে। অভিযোগ পেয়ে আপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য ঘটনাটি ঘটেছে খিন্দাই লাড এলাকায়। গত কাল রাস্তায় এক মহিলার শ্লীলতাহানি করেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীর কনস্টেবল হরিশ সিংহ। তাঁকেও গ্রেফতার করা হয়েছে।
|
গুজরাতে বাড়ল ভোটের হার |
|
গুজরাতে বাড়ল ভোটের হার। বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় দক্ষিণ গুজরাত ও সৌরাষ্ট্রে ভোট পড়েছে ৬৭%। ২০০৭ সালে গোটা রাজ্যে ভোট পড়েছিল ৫৯%। সৌরাষ্ট্রে জনসংখ্যার ২০% প্রভাবশালী পটেল সম্প্রদায়ের মানুষ। এ বার বিজেপি-র সঙ্গ ছেড়েছেন কেশুভাই পটেল। সৌরাষ্ট্রে তেমন উন্নয়ন হয়নি বলেও মনে করেন পটেল সম্প্রদায়ের একাংশ। বিজেপি-র ভাগ্যের উপরে বিষয়টি প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
|
নিমন্ত্রণ আইআইএমে |
আইআইএম আমদাবাদে নিমন্ত্রিত দু’জনই। সাহিন এবং তাঁর বন্ধু রেনু। ফেসবুকে শিবসেনা প্রধান প্রয়াত বালাসাহেব ঠাকরের মৃত্যু নিয়ে মন্তব্য করেছিলেন সাহিন। আর রেনু লাইক করেছিলেন সেই মন্তব্য। তার জেরেই গ্রেফতার হন দু’জন। কিন্তু আইআইএমে নিমন্ত্রিত হওয়ায় উচ্ছ্বসিত তাঁরা।
|
চাঁদনি চকে আগুন |
|
ভস্মীভূত: চাঁদনি চক মার্কেটের গুদামে আগুন। বুধবার। ছবি: পি টি আই |
বড় আগুন লাগল চাঁদনি চক মার্কেটে। বৈদ্যুতিন সরঞ্জামের বাজারের একটি গুদামে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে। দমকলের ২২টি ইঞ্জিন প্রায় ৩০ মিনিট লড়াইয়ের করায় পরিস্থিতি আয়ত্তে আনে। দমকল সূত্রে খবর, আগুনে পুড়ে আহত বা নিহত হওয়ার কোনও খবর নেই। |
|