টুকরো খবর
জমি অধিগ্রহণ নিয়ে
কলকাতা পুরসভা তাঁর জমিতে নির্মাণের অনুমোদন দিচ্ছে না বলে হাইকোর্টে মামলা করেছিলেন মালিক। আদালত নির্মাণের নকশা অনুমোদনের নির্দেশ দেয়। তার পরেও তা না হওয়ায় মেয়র ও পুর-কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চলছে। এই পরিস্থিতির মধ্যেই নিউ আলিপুরের ওই জমিটি অধিগ্রহণ করার জন্য রাজ্য ভূমি দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। ২১ নভেম্বর কলকাতার জমি অধিগ্রহণ আধিকারিক এই নোটিস জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিগ্রহণ নিয়ে কারও আপত্তি থাকলে ৩০ দিনের মধ্যে আধিকারিকের কাছে জানানো যাবে। আরও জানানো হয়, সাত কাঠার মতো ওই জমিতে কলকাতা পুরসভা শিশুদের জন্য একটি পার্ক তৈরি করবে। জমির মালিক হাজি নুরুল হুদা লায়েক হাইকোর্টে মামলায় জানিয়েছেন, তিনি তিন বছর আগে পুরসভার কাছে নকশা অনুমোদনের আবেদন করেন। পুরসভা তা অনুমোদন করছে না। কিছু জানাচ্ছেও না। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় গত জানুয়ারিতে পুরসভাকে নকশা অনুমোদন করার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশের পরেও পুরসভা তা অনুমোদন করেনি বলে অভিযোগ জমির মালিকের।

আমদাবাদে কেন
বিচারের দিন ঠিক হওয়ার পরেও আদালতের অনুমতি ছাড়া খাদিম-কর্তা অপহরণ মামলার অন্যতম অভিযুক্ত আখতার হোসেন ওরফে পালোয়ানকে অন্য একটি মামলায় অন্যত্র পাঠানো হল কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারক। আদালত সূত্রের খবর, খাদিম-কর্তা অপহরণ মামলার প্রথম পর্যায়ের বিচারের পরে অন্যতম অভিযুক্ত আখতার-সহ পাঁচ জনের দ্বিতীয় পর্যায়ের বিচারের দিন ধার্য হয়েছে জানুয়ারি মাসে। আখতার ছাড়াও বিচার হবে ইশাক আহমেদ, তারিক মেহমুদ, শেখ মুজাম্মেল ও নুর মহম্মদ ওরফে সাহাবাজের। তার আগেই আখতারকে আমদাবাদে পাঠিয়ে দিয়েছেন আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার। আমদাবাদের মীরাপুরে সিবিআই-এর আদালতে আখতারের বিরুদ্ধে মামলা রয়েছে। সেখানকার আদালত তাকে হাজির করানোর পরোয়ানা জারি করে তা সংশোধনাগারের সুপারের কাছে পাঠায়। এর পরই সুপার ওই সিদ্ধান্ত নেন। কিন্তু এই ঘটনায় বিচারক কাজি সফিউর রহমান সুপারের কাছে জানতে চেয়েছেন, বিচারের দিন ধার্য হওয়ার পরেও আদালতের অনুমতি ছাড়া কেন আখতারকে তিনি আমদাবাদে পাঠালেন।

যুবক গ্রেফতার
এক ছাত্রীর সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগে গ্রেফতার হল এক যুবক। বৃহস্পতিবার, রানিকুঠির একটি বেসরকারি স্কুলের সামনে থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম তন্ময় দাস। স্কুলের সামনে থাকা অভিভাবকেরাই ওই যুবককে হাতেনাতে ধরে খবর দেন পুলিশে।

জাল নোট-সহ ধৃত
জাল নোট-সহ পাঁচ জন গ্রেফতার হল। বুধবার, চাঁদনি চকে। ধৃতদের থেকে ২১ লক্ষ টাকার জাল নোট মিলেছে। পুলিশ জানায়, এক জন নেপালের বাসিন্দা। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হয়।


আলোর সাজ: আসছে বড়দিন। সেজে উঠছে পার্ক স্ট্রিট। —নিজস্ব চিত্র
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.