দেশ জুড়ে অভিন্ন মোবাইল নম্বর পরিষেবা শুরু ফেব্রুয়ারি থেকেই
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সব কিছু ঠিকঠাক চললে ফেব্রুয়ারি থেকেই দেশের যে কোনও প্রান্তে নম্বর এক রেখে মোবাইল পরিষেবা সংস্থা বদলাতে পারবেন গ্রাহক। অর্থাৎ, মোবাইল নম্বর পোর্টেবিলিটি-র সুযোগ মিলবে দেশ জুড়েই। এখন যা পাওয়া যায় শুধু একই সার্কেলের মধ্যে। কিন্তু এক সার্কেল থেকে অন্য সার্কেলের ক্ষেত্রে এই সুবিধা মেলে না। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী কপিল সিব্বল আজ এই ইঙ্গিত দিয়েছেন। এ দিকে, গত মাসে স্পেকট্রাম নিলামের সময়ে ১৮০০ মেগাহার্ৎজ ব্যান্ডে যে-চার সার্কেলে (দিল্লি, মুম্বই, কর্নাটক ও রাজস্থান) কোনও ক্রেতা মেলেনি, সেগুলির জন্য ন্যূনতম দর ৩০% কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ৯০০ মেগাহার্ৎজের জন্যও দর বেঁধে দিয়েছে কেন্দ্র। এ দিকে, ইন্ডিয়া টেলিকম ২০১২ শীর্ষক সভায় সিব্বল জানান, জাতীয় টেলিকম নীতি ঠিক সময়ে কার্যকর করতে ফেব্রুয়ারির মধ্যে বেশ কিছু বিষয় নির্দিষ্ট করেছেন তাঁরা। তালিকায় রয়েছে দেশ জুড়ে অভিন্ন নম্বর ব্যবস্থাটিও। দেশের টেলিকম শিল্পে সুদিন আসছে বলে এ দিন আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তিনি বলেন, “এই শিল্পকে সাম্প্রতিক কালে কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে সেই দুর্ভোগ কাটিয়ে ওঠার সময় এসেছে বলে আমার আশা।”
|
রফতানি গত ৭ মাস টানা নামলেও শীঘ্রই তা ঘুরে দাঁড়াবে, আশা সি আই আইয়ের জাতীয় আমদানি-রফতানি কমিটির চেয়ারম্যান সঞ্জয় বুধিয়ার। উল্লেখ্য, কেন্দ্রীয় বাণিজ্য সচিব এস আর রাও সপ্তাহ শেষেই রফতানি বাড়াতে কিছু পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। বুধিয়ার আর্জি, ছোট সংস্থার জন্যও রফতানি উন্নয়ন তহবিল গড়ুক কেন্দ্র, বাড়ানো হোক ঋণে সুদ ছাড়ের মেয়াদ।
|
রতন টাটার জায়গায় টাটা মোটরসে নতুন চেয়ারম্যান হচ্ছেন সাইরাস পি মিস্ত্রি। সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ২৮ ডিসেম্বর থেকে তা কার্যকর হবে।
|
মিলনমেলায় শুরু হচ্ছে পর্যটন মেলা। আজ, শুক্রবার এর সূচনা করবেন পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। মেলা শেষ হবে রবিবার। আয়োজক সংস্থা সূত্রে খবর, মেলা এ বার ১২ বছরে পড়ল। নানা রাজ্যের ভ্রমণ সংস্থা মেলায় যোগ দেবে। |