বিনোদন টুকরো খবর
জানুয়ারিতে নাট্যমেলা শহরে
‘নারীর মর্যাদা রক্ষায় থিয়েটার’ শিরোনামে এ বারে বেসরকারি উদ্যোগে দ্বাদশ নাট্যমেলা হবে শিলিগুড়িতে। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করেন নাট্যমেলার উদ্যোক্তারা। মেলার পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিতি ছিলেন শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত এবং প্রাক্তন পুরমন্ত্রী তথা সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকণ্ডলীর অন্যতম সদস্য অশোক ভট্টাচার্য। তাঁরা জানান, আগামী ৪ জানুয়ারি থেকে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে দ্বাদশ ওই নাট্যমেলা শুরু হবে। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন চপল ভাদুড়ি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চন্দন সেন। উদ্যোক্তারা জানান, প্রথমদিন পরিবেশিত হবে শিলিগুড়ির দর্পন নাট্যসংস্থার নাটক ‘যতদূর রোদ্দুর’, ৫ জানুয়ারি হযবরল-এর নাটক ‘মৃত্যুহীনা’। ৬ জানুয়ারি হাতেখড়ি নাট্যসংস্থার ‘ইটসি-বিটসি’, ৭ জানুয়ারি নটরঙ্গ প্রযোজিত নাটক ‘যদিদং’, ৮ জানুয়ারি সৌমিত্র চট্টোপাধ্যায় নির্দেশিত ও অভিনীত নাটক ‘ছাড়িগঙ্গা’ পরিবেশন করা হবে। ওই দিন সৌমিত্র চট্টোপাধ্যায়কে উদ্যোক্তাদের তরফে সংবর্ধনাও দেওয়া হবে। ৯ জানুয়ারি সীমা মুখোপাধ্যায় নির্দেশিত ও অভিনীত ‘অধরা মাধুরী’ নাটক পরিবেশন করা হবে। শেষ দিন বিকাল ৩টায় ‘স্নায়ুবিজ্ঞানের আলোকে থিয়েটার’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

নাট্যোৎসবের সমাপ্তি
সম্প্রতি শেষ হল শশাঙ্কশেখর স্মৃতি নাট্যোৎসব। খড়্গপুর শহরের ট্রাফিকে আলকাপ আয়োজিত তিন দিন ব্যাপী এই নাট্যোৎসব শুরু হয় শনিবার, আলকাপেরই মহলাকক্ষে। আলকাপ প্রযোজিত ‘হীরামন’ নাটকটি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মোহিত চট্টোপাধ্যায় অনুদিত এই নাটকের পরিচালনায় ছিলেন অভীক চক্রবর্তী। রবিবার মঞ্চস্থ হয় শিল্পায়ন প্রযোজিত নাটক ‘খোয়াব’। শেষ দিন, সোমবার অ্যাক্টো প্রযোজিত ‘ছাঁচ ভাঙার গান’ নাটক দিয়ে শেষ হয় এই উৎসব। শনিবার দুই প্রাক্তন শিক্ষক বিজয় মাল ও বিশ্বনাথ মিশ্রকে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনাও জানানো হয়।

হৃত্বিকের নতুন শিরোপা
শাহরুখ, সলমন থেকে রণবীর সবাইকে পিছনে ফেলে এগিয়ে রইলেন হৃত্বিক রোশন। লন্ডনের পত্রিকার করা একটি অনলাইন সার্ভের এক রিপোর্টের দাবি হৃত্বিকই হলেন এশিয়ায় সব চেয়ে আকর্ষণীয় পুরুষ। পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা থেকে তাঁর ভক্তরা প্রচুর ভোট করেছেন। হৃত্বিকের পরেই আছেন পাক গায়ক ও অভিনেতা আলি জাফর। তৃতীয় স্থানটি পেয়েছেন সলমন খান। হৃত্বিক বলেন, “আমি আনন্দিত এই নতুন শিরোপায়। ধন্যবাদ জানাতে চাই দর্শকদের।”


আন্তর্জাতিক লোকসংস্কৃতির এক উৎসবে আসর মাতিয়ে দিলেন ইজরায়েলের
শিল্পীরা। বৃহস্পতিবার, দক্ষিণ কলকাতায়। ছবি: সুদীপ্ত ভৌমিক


অভিনেত্রী বৈশাখী মারজিত এ বার নাট্য নির্দেশকের ভূমিকায়। তাঁর পরিচালিত
নাটকের প্রথম অভিনয় শনিবার। দাম্পত্য এবং পরকীয়ার টানাপোড়েনে পড়ে
যাওয়া এক মেয়ের গল্প। চলছে তারই মহড়া।—নিজস্ব চিত্র



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.