ডিজিটাল পেনে কাত গার্লফ্রেন্ড |
শীতের সেরা হাইটেক গিফ্ট। জানাচ্ছেন অরিজিৎ চক্রবর্তী |
বার্থ ডে-র মেসেজটা পেয়ে পুরো ফ্ল্যাট শুচিস্মিতা। এ যে পুরো শৌভিকের হাতের লেখা!
সঙ্গে সঙ্গে ফোন। শৌভিক জানাল এ সবই ডিজিটাল পেন-এর কেরামতি। ডিজিটাল পেন দিয়ে ট্যাবলেটে লেখা মেসেজ পাঠিয়েছিল সে। শুচিস্মিতার আগ্রহ দেখে শৌভিকও বুঝে গিয়েছিল ক্রিসমাসে কী গিফ্ট দিতে হবে।
চাইলে আপনিও পারেন গার্লফ্রেন্ডকে অবাক করে দিতে। হাতে যদি থাকে ডিজিটাল পেন। ওয়েব ডিজাইনার অয়নের কাজের ক্ষেত্রে খুব প্রয়োজন ডিজিটাল পেন। “ওয়েব সাইটের জন্য কোনও ছবির কাট আউট করতে ডিজিটাল পেনের কোনও জুড়ি নেই,” জানাল অয়ন। |
|
এটা আদতে একটা ইনপুট ডিভাইস। হাতের লেখা বা তুলির টানের অ্যানালগ সিগনাল যা বদলে দেবে ডিজিটাল ডেটায়। তার পর কোনও হ্যান্ড রাইটিং সফটওয়্যার দিয়ে ব্যবহার করা যাবে মেসেজ, ইমেল বা ফোটো এডিটিং কোনও প্রোগ্রামে। কাজের দিক থেকে এটা স্টাইলাসের মতোই। তবে তফাতটা হল, ডিজিটাল পেন রেজিস্টিভ বা ক্যাপাসিটিভ দুই সারফেসেই কাজ করবে। |
|