• রাসমেলায় কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ সারা ভারত হিতসাধনী মঞ্চ। অভিযোগ, মেলার ২০০ বছর পূর্তি হচ্ছে। অথচ শেষ মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের প্রতিকৃতি রেখে শ্রদ্ধা জানানোর কোনও ব্যবস্থা করা হয়নি। ঘটনাচক্রে আবার চলতি মাসের ১৫ তারিখে তাঁর জন্মদিন। মঞ্চের সভাপতি আনোয়ার হোসেন বলেন, “১৫ ডিসেম্বর কোচবিহার জুড়ে সরকারিভাবে ওই দিনটি পালনের জন্য জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি।” একসময়ে বংশীবদন বর্মনের ঘনিষ্ঠ বলে পরিচিত আনোয়ার হোসেনের দাবি, “আমি পৃথক কোচবিহার রাজ্যের পক্ষে নই। কোচবিহার কী করে জেলা হল তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের পক্ষে।” |
জমজমাট রাসমেলা। বুধবার ছবি তুলেছেন হিমাংশুরঞ্জন দেব। |
• মেলা ফেরত দর্শনার্থীদের ভরসা অটো রিক্শা। বাবুরহাট, ডাউয়াগুড়ি, তল্লিগুড়ি, বাণেশ্বর-সহ বিভিন্ন রুটের অটোতে রাতের দিকে ভিড় উপচে পড়ছে। যাত্রী ভিড়ে ঝুঁকিও থাকছে।
• আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে জেলা ব্যবসায়ী সমিতি কোচবিহার শহরে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও ছাড় পাচ্ছে রাসমেলা। জেলা ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সংস্থার প্রাক্তন সম্পাদক মাধব দত্তের (৯২) মৃত্যু হয় বুধবার। বৃহস্পতিবার শহরের দোকানপাট ১২ ঘণ্টা বন্ধ রেখে শ্রদ্ধা জানাবেন স্থানীয় ব্যবসায়ীরা। সমিতির সভাপতি বিমল সাহা বলেন, “ মেলার দোকানপাট বন্ধের আওতার বাইরে।”
•
মাইকে ঘোষণার পরে স্বজন ফিরে পেয়েছেন ৬০ জন। মেলায় বেড়াতে আসা দর্শনার্থীদের মধ্যে ছোট-বড় ৬০ জন দলছুট হয়ে পড়েন। মেলার পুলিশ ক্যাম্পে গিয়ে অন্যরা জানাতেই মাইকে ঘোষণা হয়। সেই সূত্রেই ফের একসঙ্গে মেলায় ঘুরে বেড়ানো।
•
গরম বাদামের চাহিদা বাড়ছে মেলার মাঠে। অনেকেই গরম বাদাম পকেটে মেলা ঘুরছেন। পাল্লা দিয়ে বাড়ছে বাদাম বিক্রেতার সংখ্যা। অন্তত শতাধিক বাদাম বিক্রেতা মেলায় আছেন। |