স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করলেন তৃণমূলের দুই গোষ্ঠীর সদস্যরা। মঙ্গলবার মাথাভাঙা- ১ ব্লকের ইছাগঞ্জ সুকুরচাঁদ হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ও বনমন্ত্রী হিতেন বর্মনের অনুগামী বলে পরিচিত দুই গোষ্ঠীর সদস্যরা মনোনয়ন দাখিল করেন। স্কুল সূত্রে জানা যায়, তৃণমূলের দখলে থাকা ওই স্কুল পরিচালন সমিতির ৬টি আসনে ২৩ ডিসেম্বর ভোট। মোট ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেন। ওই প্রার্থীদের ৬ জন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের শিবিরের ও বাকি ৭ বনমন্ত্রী হিতেন বর্মনের শিবিরের বলে পরিচিত। জেলা সভাপতি শিবিরের তরফে বৈরাগীরহাট অঞ্চল তৃণমূল নেতা পরিতোষ সরকার বলেন, “বনমন্ত্রী শিবিরের প্যানেলে সদ্য ফরওয়ার্ড ব্লক ও সিপিএম থেকে আসা লোকেদের প্রার্থী করা হয়েছে। তারই প্রতিবাদে আমরা যারা পুরানো কর্মী হিসাবে জেলা সভাপতির সঙ্গে আছি, সবাই মিলে পরিচালন সমিতির বিদায়ী সম্পাদক সহ তৃণমূল ৬ জনকে প্রার্থী করেছি।”
|
গাড়ি দিয়ে রাস্তা আটকে দুই ধান ব্যবসায়ীর কাছে থেকে প্রায় নয় লক্ষ টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার বেশি রাতে হবিবপুরের কেন্দপুকুর ও ওরাবাড়ির মাঝে কালীতলা গ্রামের কাছে মালদহ-নালাগোলা সড়কে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ এখনও পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারেনি। মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জল সাহা জানান, পুলিশ সুপারকে চিঠি দিয়ে ওই এলাকায় নজরদারি বাড়ানোর অনুরোধ করেছি। পুলিশ সক্রিয় থাকলে কালকের ঘটনা এড়ানো যেত। শিলিগুড়িতে ধান বেচে পাকুয়াহাটের দুই ধান ব্যবসায়ী দীপক বিশ্বাস ও সঞ্জিত রায় মালদহ টাউন স্টেশনে নেমেছিলেন। সেখান থেকে একটি গাড়ি ভাড়া করে রাতেই বাড়ি ফিরছিলেন। কালীতলার কাছে ৫-৬ জন দুষ্কৃতী টাকা ছিনিয়ে নেয়। |