• কুয়াশায় বিমান চলাচল ব্যাহত হওয়ায় পিছোল বিনোদ রাঠোরের অনুষ্ঠান। বুধবার ওই শিল্পী সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান করবেন। রাসমেলার আয়োজক কোচবিহার পুরসভা সূত্রে জানা গিয়েছে, সোমবার ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। পুরসভা চেয়ারম্যান বীরেন কুণ্ডু বলেন, “কুয়াশার জন্য বিমান চলাচলে সমস্যা হওয়ায় সূচি বদল করতে হয়। বুধবার তিনি মেলার মঞ্চে গান গাইবেন ঠিক হয়েছে।”
• মেলায় সচেতনতা বাড়াতে প্রচার করছে পুলিশ। মেলার পুলিশ ক্যাম্প থেকে ওই প্রচার ঘোষণার মূল দায়িত্ব সামলাচ্ছেন ডিআইবির এএসআই গৌতম ঝা। পকেটমার থেকে সাবধান, শিশুদের হাত ধরে রাখা, পকেটে অভিভাবকের নামঠিকানা লেখা কাগজ গুঁজে দেওয়া থেকে সন্দেহজনক কিছু দেখলে ক্যাম্পে জানানোর মতো বিষয়ের পর্যায়ক্রমিক ঘোষণায় চেনা কণ্ঠস্বর হয়ে উঠেছেন গৌতমবাবু।
|
• মেলায় বেশ বিকোচ্ছে দুই বাংলার খেজুর গুড়। এ পার বাংলার একাধিক স্টল তো রয়েছেই। ও পার বাংলার ব্যবসায়ীদের স্টলেও বিক্রি হচ্ছে ওই খেজুর গুড়। দামের ফারাক আছে। এ পার বাংলার স্টলে ৭০-৮০ টাকা কেজি দরে খেজুর গুড় বিক্রি হচ্ছে। ও পার বাংলার দর ১০০ টাকা কেজি।
|
• ঢাকাই পরোটায় মজেছেন খাদ্য রসিকরা। মাঠের একাধিক দোকানে পরোটা বিক্রি হচ্ছে। বড় সড় আকারের ওই পরোটার সঙ্গে সব্জি, আলুর দম অবশ্য ফ্রি। মেলা ঘুরে খিদের পেটে একখানি ঢাকাই পরোটাই যথেষ্ট।
• ড্রাগন সওয়ারি হতে ভিড় করছেন আট থেকে ৮০। মাথা পিছু ৩০ টাকায় ড্রাগনের মুখের আদলে ওই ট্রেনে চাপতে রোজই লম্বা লাইন পড়ছে।
|
রাসমেলায় হস্তশিল্পসামগ্রী। |