আসছে বছর ফের বাড়তি ছুটি পুজোয় |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বনধ-ধর্মঘট করে কর্মদিবস নষ্ট করার ঘোরতর বিরোধী তিনি। সেই তিনিই কর্মীদের খুশি করতে পুজোর ছুটি এক দিন বাড়িয়ে দেন। এক বার নয়, বার বার।
এ বছর টানা নয় দিন পুজোর ছুটি পেয়েছেন সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী বছর তাঁরা পুজোয় টানা ১০ দিনের ছুটি উপভোগ করবেন। সাধারণত পুজোয় সরকারি কর্মীদের পাঁচ দিন ছুটি থাকার কথা। সপ্তমী থেকে একাদশী। এ বছর তার কিছুটা ব্যতিক্রম ঘটেছে। দ্বাদশীর দিন শুক্রবার থাকায় সেই দিনটাও ছুটি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর মুখ্যমন্ত্রী ত্রয়োদশীর দিন অতিরিক্ত ছুটির ব্যবস্থা করেছেন। ফলে আগামী বছর পুজোয় ১১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। আজ রাজ্য ২০১৩ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার প্রকাশ করেছে।
এ বছর দ্বাদশী পড়েছিল শুক্রবার। একাদশী পর্যন্ত এমনিতেই ছুটি। দ্বাদশী বাদ দিয়ে ত্রয়োদশী-চতুর্দশী ছিল শনি ও রবিবার। সোমবার লক্ষ্মীপুজো। টানা ছুটির আমেজ নষ্ট না করে তাই দ্বাদশীতেও ছুটি ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সরকারি ক্যালেন্ডার হিসেবে আগামী বছর ছুটি শুরু ১১ অক্টোবর, শুক্রবার। সেদিন সপ্তমী। শনি-রবি এবং সোমবার যথাক্রমে অষ্টমী, নবমী এবং দশমী। মঙ্গলবার, ১৫ অক্টোবর একাদশী। দ্বাদশী বুধবার, ১৬ অক্টোবর ঈদুজ্জোহা। শুক্রবার, ১৮ অক্টোবর লক্ষ্মীপুজো। মাঝে ১৭ অক্টোবর বৃহস্পতিবারটাই বা অফিস খোলা থাকে কেন! সেদিনটাও ছুটি ঘোষণা করে দিয়েছে রাজ্য। লক্ষ্মীপুজোর পরের দু’দিন ১৯ এবং ২০ অক্টোবর শনিবার ও রবিবার। সরকারি দফতর খুলবে ২১ অক্টোবর, সোমবার।
আগামী বছরের এই অতিরিক্ত ছুটির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের নেতা পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “এটা সরকারের কর্মিবান্ধব সিদ্ধান্ত।” অন্য দিকে রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক অন্তত বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বামফ্রন্ট আমলে চেষ্টা করতাম, যাতে সরকারি দফতরে কাজের দিন বাড়ে। এখন ছুটি বাড়িয়ে কাজের দিন কমানো হচ্ছে।”
আগামী বছর অতিরিক্ত ছুটি আরও আছে। এ বছর ছটে হিন্দিভাষীদের জন্য ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আগামী বছরেও তা জারি থাকবে বলে সরকারি সূত্রের খবর।
বেশ কিছু রাজ্য সরকারি দফতর শনিবার অর্ধবিদস খোলা থাকে। ২০১৩ সালের ১২ জানুয়ারি, শনিবার ওই সব দফতর পুরোপুরি বন্ধ থাকবে। কারণ সেদিন স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মদিন। |