টুকরো খবর |
বেনিয়মের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
সিপিএম প্রভাবিত পূর্বতন স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে বেনিয়মের অভিযোগে সরব হলেন অভিভাবকেরা। মানবাজার রাধামাধব বিদ্যায়তনের প্রধান শিক্ষক ও বর্তমান পরিচালন সমিতির কাছে সম্প্রতি এই অভিযোগে স্মারকলিপি দিয়েছেন কয়েকশো অভিভাবক। পুরুলিয়ার বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) রাধারানি মুখোপাধ্যায় বলেন, “ওই অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্তকারী দল শীঘ্রই ওই স্কুল পরিদর্শনে যাবে।” অভিযোগকারী অভিভাবকদের মধ্যে অসীম মুখোপাধ্যায়, মানবেন্দ্র চক্রবর্তী, উত্তম রজকদের অভিযোগ, “দীর্ঘ দিন ধরে এই স্কুলে নানা কাজে অনেক বেনিয়ম হয়েছে। দোকান নির্মাণ ও বণ্টন, বিদ্যাসাগর হল নির্মাণ, স্কুলের চারটি গেট নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। স্কুল চত্বরে থাকা প্রচুর গাছও উধা হয়ে গিয়েছে। আমরা বহু বার অভিযোগ জানালেও স্কুল কর্তৃপক্ষ আমল দেয়নি।” ২০১১ সালের অক্টোবর মাসে নতুন পরিচালন সমিতি স্কুলের দায়িত্ব নেয়। ওই সমিতির সম্পাদক চণ্ডীদাস বন্দ্যোপাধ্যায় ও প্রধান শিক্ষক শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, “পূর্বতন পরিচালন সমিতির বিরুদ্ধে ওঠা অভিযোগের আমরা তদন্ত করতে পারি না। তাই অভিভাবকদের গণস্বাক্ষরিত অভিযোগ পত্রটি জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে পাঠিয়েছি।” ওই স্কুলের পরিচালন সমিতির প্রাক্তন সম্পাদক তথা সিপিএমের জেলা কমিটির সদস্য প্রদীপ চৌধুরীর দাবি, “উদ্দেশপ্রণোদিত ভাবে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। পুরোটাই চক্রান্ত। পরিচালন সমিতির বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেই আমরা কাজ করেছি। কাজেই কোনও অন্যায় করা হয়নি।” |
খাবার হাতে বিডিও-র দ্বারস্থ
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ভাত আর আলু সর্ষের তরকারি। স্কুলের মিড-ডে মিলে ছাত্রদের খেতে দেওয়া এই খাবার হাতে নিয়ে সোজা বিডিও-র সঙ্গে দেখা করে খাবারের মান নিয়ে নালিশ জানালেন অভিভাবকেরা। পুরুলিয়া ১ ব্লকের চাকদা প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে মঙ্গলবার কিছু অভিভাবক বিডিও-র সঙ্গে দেখা করেন। সাগর সহিস, উজ্জ্বল পরামানিক প্রমুখ অভিভাবকদের অভিযোগ, “বেশ কিছু দিন ধরেই চাকদা প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। স্কুলের শিক্ষকদের খাবারের মান বাড়াতে বলা হলেও তাঁরা শুনছেন না।” বিডিওর কাছে তদন্তের দাবিতে তাঁরা লিখিত অভিযোগও করেন। চেষ্টা করেও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা যায়নি। পুরুলিয়া ১ ব্লকের বিডিও মৌসুমী পাত্রের আশ্বাস, “অভিযোগ খতিয়ে দেখা হবে।” |
বইমেলা এ বার হবে রঘুনাথপুরে
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
পুরুলিয়ার বদলে এ বার বইমেলা হচ্ছে রঘুনাথপুর শহরে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে হবে এই বইমেলা। জেলার সর্বত্র ঘুরিয়ে ফিরিয়ে বইমেলা করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত বলে জেলা বইমেলা কমিটি সূত্রে জানানো হয়েছে। জেলা সদর হিসাবে পুরুলিয়া শহরেই বইমেলা হয়। ব্যতিক্রম হিসাবে এক বারই রঘুনাথপুর শহরে বইমেলা হয়েছিল। তবে এ বার মেলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে, রঘুনাথপুরের এটিএম গ্রাউন্ডে ৬ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত হবে বইমেলা। তবে সন্ধ্যার পরে বাস না থাকায় এবং এই শহরের সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগ না থাকায় জেলা সদর ও আদ্রা থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত যানবাহনের ব্যবস্থা করা হবে। বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক কীর্তন মাহাতো জানান, রঘুনাথপুরে বইমেলা হওয়ায় জেলার দক্ষিণ প্রান্তের ব্লকগুলির বইপ্রেমীদের রঘুনাথপুরে যেতে সমস্যা হবে বলে পুরুলিয়া থেকে বিকেলের দিকে রঘুনাথপুর পর্যন্ত এবং আদ্রা স্টেশন থেকে বইমেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ও ছোট গাড়ি চালানো হবে। |
প্রতিবাদ সভা
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
বিধানসভায় বাম বিধায়কদের উপর তৃণমূল বিধায়কদের চড়াও হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে বড়জোড়া মোড়ে প্রতিবাদসভা করল সিপিএম। উপস্থিত ছিলেন সিপিএমের প্রাক্তন সাংসদ সুনীল খাঁ, সিপিএমের বাঁকুড়া জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী-সহ অনেকে। সুজয়বাবু বলেন, “এটা গণতন্ত্রের উপর আঘাত। আমরা দোষীদের কঠোর শাস্তি দাবি করছি।” |
চুরির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
চুরির অভিযোগে প্রশান্ত বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। ধৃত কেন্দুয়াডিহি এলাকার বাসিন্দা। সম্প্রতি ওই এলাকার বেশ কয়েকটি বাড়ি থেকে পাম্প চুরি যায়। পুলিশের দাবি, ধৃতকে জেরা করে কয়েকটি পাম্প উদ্ধার হয়েছে। |
|