দেশজ টিমের হারের লজ্জার মধ্যেও যে এমন অপূর্ব প্রাপ্তির কাহিনি লুকিয়ে থাকবে, কে জানত!
বিশেষ আশা করে নয়, টিম ইংল্যান্ডের কাছে নিজেদের সংগ্রহশালার জন্য কিছু জিনিস চেয়েছিল সিএবি।
কী পাওয়া গেল?
না, অ্যালিস্টার কুকের ইডেনে শতরানের ব্যাট! নাগপুর যাওয়ার আগে যা এক কথায় সিএবি মিউজিয়ামকে দিয়ে গেলেন ইংরেজ অধিনায়ক।
সোমবার শহর ছাড়ার আগেই সিএবি-র কাছে তিনটে জিনিস পাঠিয়ে দেওয়া হয় ইংল্যান্ডের পক্ষ থেকে। যেখানে কেভিন পিটারসেনের জুতো আছে। আছে মন্টি পানেসরের গ্লাভস। কিন্তু সবচেয়ে দূর্মূল্য সামগ্রী হিসেবে কুকের শতরানের ব্যাটকেই ধরছে সিএবি। যা দিয়ে ইডেনে এসেছে ১৯০। যা দিয়ে হয়েছে টানা পাঁচ টেস্টে সেঞ্চুরির বিশ্বরেকর্ড। |
সেঞ্চুরির মুহূর্ত: এই ব্যাট এখন সিএবি-র সংগ্রশালায়। |
গত বছর ইডেনে ওয়েস্ট ইন্ডিজ টেস্টের সময় মিউজিয়াম গুছনোর কাজ চালু করে দিয়েছিল সিএবি। ওই টেস্টের সময়ই সচিনের কাছ থেকে চেয়ে নেওয়া হয় সোয়েটার। দ্রাবিড়ের কাছ থেকে নেওয়া হয় ভারতীয় দলের জার্সি। “ভারতীয় দলের কাছ থেকে তো পেয়েছি যা চেয়েছি। কিন্তু কুক যে এক কথায় ওর ব্যাটটা দিয়ে যাবে, ভাবতে পারিনি,” বলে দিচ্ছেন সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। ইংল্যান্ডের পক্ষ থেকে টিমের একটা ‘গ্রুপ ফোটোগ্রাফ’ও দিয়ে যাওয়া হয়েছে সিএবি-কে ।
সিএবি ঠিক করে রেখেছে, নবনির্মিত ইন্ডোরের একটা তলাকেই বেছে নেওয়া হবে মিউজিয়ামের জন্য। এ দিন ইন্ডোরের জন্য চূড়ান্ত প্রেজেন্টেশনও হয়ে গেল সিএবি-তে। |