পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বিয়ে রুখে দিলেন স্কুলের প্রধান শিক্ষক। রবিবার মালদহের পার্বতীডাঙায়। হবিবপুরের ডাল্লা হাইস্কুলের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর বিয়ের ঠিক হয়েছিল চরণতলার কৃষক পরিবারের এক যুবকের সঙ্গে। শনিবার নবম শ্রেণির দুই ছাত্রের কাছে থেকে প্রধান শিক্ষক জয়দেব লাহিড়ি জানতে পারেন ঘটনার কথা। স্কুলের রেজিস্টার থেকে জন্মতারিখ বের করে দেখেন, ওই ছাত্রীর বয়স মাত্র ১৩ বছর। এর পরে তিনি পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হন।
|
পরিচ্ছন্নতার জন্য কোচবিহার জেলার ২৬টি প্রাথমিক বিদ্যালয়কে ‘নির্মল বিদ্যালয়’ পুরস্কার দিচ্ছে সর্বশিক্ষা মিশন। শংসাপত্র ছাড়া স্কুল কর্তৃপক্ষের হাতে ৫ হাজার টাকা দেওয়া হবে। ১৮ ডিসেম্বর রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে ওই পুরস্কার দেওয়া হবে। সর্বশিক্ষা মিশনের জেলা আধিকারিক আমিনুল আহসান বলেন, “স্বাস্থ্য বিধান, স্কুল চত্বরের পরিবেশ সহ নানা বিষয় দেখে জেলার প্রতিটি সার্কেল এলাকার একটি করে স্কুলকে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়।”
|
ট্রাকের সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষে চার জন জখম হয়েছেন। রবিবার রাতে প্রধাননগরের সার্কিট হাউসের সামনে দুর্ঘটনাটি ঘটে। |