• মেলার সাংস্কৃতিক মঞ্চের চার দিকে কড়া নিরাপত্তা বলয়। ভিভিআইপিদের অনুষ্ঠানের মতো। পুলিশের ভিড় শুধু নয়, রাস্তায় বাঁশের ব্যারিকেড আর দড়ি বেঁধে সতর্ক পাহারা। রবিবার সন্ধ্যায় যা দেখে হকচকিয়ে যান মেলার দর্শনার্থীদের অনেকেই। হাতের কাছে এক পুলিশ কর্তাকে পেয়ে প্রশ্ন করলেন দু’এক জন। জবাব এল, বন্দিদের নাটক চলছে। তাই এই সতর্কতা।
• শীত বেশ জাঁকিয়ে পড়তেই হাসি চওড়া বাসমেলায় আসা গরম কাপড়ের দোকান মালিকদের। রবিবার দিনভর শীতের দাপট ছিল কোচবিহারে। সন্ধ্যায় তাপমাত্রা আরও নেমে যায়। মেলায় পাল্লা দিয়ে ভিড় হয়েছে সোয়াটার, জ্যাকেট, চাদর থেকে শুরু করে হাতমোজা, টুপি বিক্রির দোকানগুলোয়।
|
• নিয়ম করে রোজ মেলার মাঠে কাজ করছে ‘তেজি’। রবিবারে ঠান্ডার মধ্যেও দায়িত্ব পালনে খামতি ছিল না। এক বিএসএফ জওয়ানের তদারকিতে ‘তেজি’কে দেখা গেল এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াতে। ‘তেজি’ হল আসলে স্নিফার ডগ। মেলার নিরপত্তা রক্ষার বড় দায়িত্ব যে ওর ওপর।
• ময়ূরপঙ্খী নৌকায় মেতে উঠেছে ছোটরা। প্রতিবারের মতো মেলার মাঠে নৌকা দোলনা বসে গিয়েছে। মেলায় এসে নৌকাবিহার কে আর ছাড়ে। |