দু’টি নতুন ট্রেন চালু হল আদ্রায়
নিজস্ব সংবাদদাতা • আদ্রা |
যাত্রা শুরু।—নিজস্ব চিত্র। |
দু’টি নতুন ট্রেন চালু হল আদ্রায়। রবিবার সকালে হাওড়া স্টেশন থেকে দূর সঞ্চালিত প্রযুক্তির মাধ্যমে আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জারের যাত্রার সূচনা করেন রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরী। এ দিনই তিনি আদ্রা-বিষ্ণুপুর মেমু ট্রেনের আনুষ্ঠানিক ঘোষণা করেন। দ্বিতীয় ইউপিএ সরকারের জমানায় তৃণমূলের হাতে রেল মন্ত্রকের দায়িত্ব থাকাকালীনই রেল বাজেটে এই দু’টি ট্রেন ঘোষণা করা হয়েছিল। এ দিন আদ্রা স্টেশনে সবুজ পতাকা দেখিয়ে আদ্রা-আসানসোল মেমু ট্রেনটির যাত্রা শুরু করান আদ্রার ডিআরএম অরবিন্দ মিতাল ও পাড়ার কংগ্রেস বিধায়ক উমাপদ বাউরি। পরে ডিআরএম জানান, ভোর সাড়ে ৩টেয় আদ্রা থেকে ট্রেনটি ছাড়বে। আদ্রা-সহ আশপাশের এলাকার বাসিন্দারা ট্রেনটিতে আসানসোল পৌঁছে কলকাতাগামী এক্সপ্রেস ট্রেনগুলি ধরতে পারবেন। আদ্রা-বিষ্ণুপুর মেমু প্যাসেঞ্জার ট্রেনটি আজ সোমবার থেকে চলবে বলে ডিআরএম জানান। তিনি বলেন “বাঁকুড়া-ভোজুডি প্যাসেঞ্জার ট্রেনটিকে ধানবাদ পর্যন্ত চালানোর বিষয়ে রেলবোর্ডের অনুমোদন মিলেছে। দ্রুত ট্রেনটিকে ধানবাদ পর্যন্ত চালানো হবে।” ট্রেনটিকে ভোজুডির পরিবর্তে ধানবাদ পর্যন্ত চালানোর দাবি দীর্ঘ দিন ধরে করে আসছিল নিত্যযাত্রী সমিতি।
|
কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
যুব সংসদ প্রতিযোগিতার জন্য পুরুলিয়া জেলার ১১৩টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে শনিবার এক দিনের একটি কর্মশালা হয়েছে বিবেকানন্দনগর ডায়েট হলে। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষীকেশ মুদি জানিয়েছেন, প্রতি ব্লক ও প্রতি পুরসভা এলাকা থেকে পাঁচটি করে স্কুলের পড়ুয়ারা এই প্রতিযোগিতায় যোগ দিতে পারবে। আগামী ৭-৯ জানুয়ারি ব্লক স্তরে, ১০-১২ জানুয়ারি মহকুমা স্তরে ও ১৯-২০ জানুয়ারি জেলা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কর্মশালায় জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) রাধারানি মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন।
|
সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ন্যাশন্যাল ডিফেন্স অ্যাকাডেমিতে সুযোগ পাওয়া চার ছাত্রকে সংবর্ধনা জানাল পুরুলিয়া সৈনিক স্কুল। রবিবার স্কুলের বার্ষিক ক্রীড়া দিবসে তিষ্য বন্দ্যোপাধ্যায়, অরিন্দম সিংহ, সুব্রত ধর ও সন্দীপ ওঝাকে সংবর্ধিত করা হয়। স্কুল সূত্রে জানানো হয়েছে, চলতি বছরে দ্বাদশ শ্রেণির পরীক্ষার পরে পুরুলিয়া সৈনিক স্কুলের এই চার ছাত্র ওই অ্যাকাডেমিতে সুযোগ পাওয়ায় তাঁদের সংবর্ধিত করা হয়েছে। চার জনের মধ্যে শীর্ষস্থান দখল করায় তিষ্যকে ট্রফি ও পাঁচ হাজার টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মানিত করা হয় ওই চার ছাত্রের বাবা-মাকেও।
|
বলরামপুরে খুন
নিজস্ব সংবাদদাতা • বলরামপুর |
গরু নিয়ে ফেরার সময়ে দুষ্কৃতী হানায় মৃত্যু হল নিবারণ রাজোয়াড় (৫৫) নামে এক ব্যক্তির। বাড়ি পুরুলিয়ার বলরামপুরের তিলাই গ্রামে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটে। পুলিশ সুপার সি সুধাকর বলেন, “একটা খুনের ঘটনা ঘটেছে। আমরা তদন্ত শুরু করেছি। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।” নিবারণবাবু তাঁদের দলের সমর্থক বলে দাবি করেছেন বলরামপুর ব্লক তৃণমূল সভাপতি সৃষ্টিধর মাহাতো।
|
যাত্রা উৎসব
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
প্রাক বিষ্ণুপুর মেলা ‘যাত্রা উৎসব’ আজ, সোমবার থেকে শুরু হচ্ছে যদুভট্ট মঞ্চে। উদ্বোধন করবেন রাজ্যের শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিষ্ণুপুরের মহকুমাশাসক অদীপকুমার রায় বলেন, “জেলার মোট ৮টি যাত্রাদল যোগ দিয়েছে এ বারের প্রতিযোগিতায়। প্রথম পুরস্কার পাওয়া দলটি বিষ্ণুপুর মেলায় যোগদানের সুযোগ পাবে।”
|
দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
রাস্তা পার হওয়ার সময়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। পুলিশ জানিয়েছে, মৃতার নাম উর্মিলা মাহাতো (৭০)। বাড়ি মানবাজার থানার মাঝিহিড়া গ্রামে। শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। |