টুকরো খবর
ডায়মন্ড হারবারে শারদসম্মান
ডায়মন্ড হারবার পুরসভার উদ্যোগে ‘শারদসম্মান-২০১২’ অনুষ্ঠান হয়ে গেল শনিবার। পুরসভার ১৬টি ওয়ার্ডের ৩৬টি পুজোকমিটিকে পুরস্কৃত করা হয়েছে। প্রথম স্থান পেয়েছে নাইয়াপাড়া সর্বজনীন, দ্বিতীয় স্থান পেয়েছে লেনিন নগর যুববৃন্দ এবং তৃতীয় হয়েছে নিউটাউন আদিবাসীবৃন্দের পুজো। এ ছাড়া বিজয়দশমীর সুশৃঙ্খল শোভাযাত্রার জন্য নাইয়াপাড়া, লেনিন নগর, শিবালয়এই তিন পুজো কমিটিকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় দৃষ্টিহীন মৃৎশিল্পী মদনমোহন ভট্টাচার্যকে। এ দিন পুরসভার তরফে তাঁর হাতে দু’হাজার টাকা ও শংসাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ সোমেন মিত্র, বিধায়ক দীপক হালদার,পুরপ্রধান পান্নালাল হালদার, সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী মন্টুুরাম পাখিরা, সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা।

শিশুক্রীড়া উৎসব
যোগাসন প্রতিযোগিতা। ছবি: দিলীপ নস্কর।
শিশুক্রীড়া উৎসব হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার-২ জোনের ৯টি সার্কেলের মধ্যে। মথুরাপুর উত্তর সার্কেলের পরিচালনায় বৃহস্পতিবার স্থানীয় কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল বিবেক ময়দানে ওই ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দেয় প্রাথমিক বিদ্যালয়, শিশু শিক্ষাকেন্দ্র এবং মাদ্রাসা থেকে আসা ২৫০ জন ছাত্রছাত্রী। প্রতিযোগিতায় ছিল লংজাম্প, হাইজাম্প, দৌড়, যোগাসন, অঙ্কন এবং যেমন খুশি তেমন সাজো। প্রতিটি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়েছে। এ ছাড়া প্রতিবন্ধী স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রকল্প আধিকারিক সুজিত মাইতি, ওই হাইস্কুলের প্রবীণ শিক্ষক চন্দন মাইতি, পরিচালনা কমিটির সদস্য আবুল হোসেন, যাদব গায়েন প্রমুখ।

ভস্মীভূত দোকান
গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেল দু’টি দোকান। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় লক্ষ্মীজনার্দনপুর আদিবাসী বাজারে শনিবার রাতে ওই অগ্নিকাণ্ড ঘটে। পুলিশ জানায়, ওই দিন রাত ১২টা নাগাদ বাজারে দু’টি দোকানে আগুন লাগে। স্থানীয় লোকজনই তা নিভিয়ে ফেলেন। তবে তার আগেই সব পুড়ে যায়। এলাকায় এখনও বিদ্যুৎ পৌঁছয়নি। সৌরবিদ্যুতে আলো জ্বলে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শটসার্কিট থেকে আগুন লাগতে পারে।

পাট্টা বিলি বাগদায়
ভূমিহীন কৃষকদের মধ্যে পাট্টা বিলি করা হল বাগদা ব্লক প্রশাসনের পক্ষ থেকে। এই উপলক্ষে রবিবার ব্লক অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাট্টা বিলি অনুষ্ঠানের সূচনা করেন স্থানীয় বিধায়ক ও রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের মন্ত্রী উপেন বিশ্বাস। উপস্থিত ছিলেন মহকুমাশাসক অভিজিৎ ভট্টচার্য, বিডিও খোকনচন্দ্র বালা।

খুনের নালিশ, ধৃত
খুনের অভিযোগে আরও দুজনকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। গোপালনগরের সুন্দরপুরের বাসিন্দা দীপঙ্কর রায় ওরফে বাপি খুনের অভিযোগে শনিবার রাতে সেলিম ও আবদুল্লা নামে দু’জনকে গ্রেফতার করা হয়। খুনের পরদিনই আজিজ বিশ্বাস নামে একজন অভিযুক্ত গ্রেফতার হয়েছিল। প্রসঙ্গত, ৩ ডিসেম্বর বিকেলে খুন হন বাপি।

বাসে পিষ্ট প্রৌঢ়
বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল প্রৌঢ়ের। ঘটনাটি ঘটে রবিবার সকালে কাকদ্বীপের ১১৭ নম্বর জাতীয় সড়কে কাশীনগর মোড়ে। পুলিশ জানায়, যাদব মাইতি (৭৬) নামে ওই প্রৌঢ় পাথরপ্রতিমার বুড়াবুড়িরতটের বাসিন্দা। বাসটি আটক করেছে পুলিশ। চালক পলাতক।

অফিসে লুঠ
সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের এক বেসরকারি ঠিকাদারি সংস্থার অফিসে চড়াও হয়ে লুঠপাট চালাল এক দল দুষ্কৃতী। শনিবার রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের ‘কোল ব্লকে’ সংস্থার কর্মী ও নিরাপত্তা রক্ষীদের গলায় ছুরি ঠেকিয়ে আধ ঘণ্টা ধরে তাণ্ডব চালায় তারা। ওই সংস্থার ম্যানেজার দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “অফিস ঘরে মোটা অঙ্কের টাকা জমা ছিল। ছিল তামা। ডাকাতেরা তারই খোঁজ করেছিল। সে সব না পেলেও বহু দামি যন্ত্রপাতি, কম্পিউটার-সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালিয়েছে।”

দুর্ঘটনায় মৃত্যু
ডায়মন্ড হারবার রোডে দু’টি মাছ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে একটি লরির চালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম আবদুল্লা গাজি (২৮)। পুলিশ জানায়, রবিবার ভোরে আমতলার কৃপারামপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। একটি লরির চালক আবদুল্লার মৃত্যু হয় ঘটনাস্থলেই। আহত হন তিন জন। তাঁদের কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

নাবালিকার বিয়ে, ধৃত
নাবালিকাকে বিয়ের অভিযোগে এক মাঝ-বয়সী পাত্র ও পাত্রীর বাবা গ্রেফতার হলেন। পুলিশ জানায়, শনিবার ব্যারাকপুরে রিকশাচালক দিলীপ পালের বাড়িতে বিয়ে হচ্ছিল। পাত্র কাটোয়ার বাসিন্দা বছর পঁয়তাল্লিশের সমীর বাগচী। পাত্রী ১৪ বছর বয়সী স্কুলপড়ুয়া। কাউকে না জানিয়েই এই বিয়ে দিচ্ছিলেন দিলীপ। স্থানীয়দের থেকে খবর পেয়ে সেখানে হাজির হয় পুলিশ।

চুরির কিনারা
দু’টি চুরির ঘটনার কিনারা করল টিটাগড় থানার পুলিশ। মহাত্মা গাঁধী রোডের একটি দোকান থেকে চুরি হওয়া ৩২টি রুপোর মুদ্রা-সহ রঞ্জিত সিংহ নামে এক ব্যক্তিকে ধরা হয়। অন্য দিকে, ব্যারাকপুর পার্ক রোডে একটি গেঞ্জি কারখানা থেকে কিছু দিন আগে মোটর-সহ কিছু যন্ত্রাংশ চুরি হয়েছিল। শনিবার সনু সরকার নামে এক ব্যক্তিকে ধরা হয়। তার কাছে চুরি যাওয়া পাখা ও জলের পাম্প মিলেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.