টুকরো খবর |
শালবনিতে ধৃত মাওবাদী নেত্রী
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রাম আদালতে সীতা। ছবি: দেবরাজ ঘোষ |
মাওবাদী স্কোয়াড-এর নেত্রী সন্দেহে এক যুবতীকে গ্রেফতার করল পুলিশ। মানসী বাস্কে নামে বছর তেইশের ওই মেয়েটির বাড়ি পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার জামশুলি গ্রামে। পুলিশের দাবি, এই মানসী-ই মাওবাদী স্কোয়াড-নেত্রী সীতা। মাওবাদী নেতা বিকাশের স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। রবিবার সকালে গোপন সূত্রে পুলিশ খবর পায় মানসী বাড়ি এসেছেন। তার পরই গোটা গ্রাম ঘিরে ফেলা হয়। এ দিন ঝাড়গ্রাম এসিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক প্রিয়জিৎ চট্টোপাধ্যায় মানসীকে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠান। ২০০৯-এর ৩ সেপ্টেম্বর লালগড় থানার বাঁশবেড়া গ্রামে মাওবাদীদের খোঁজে তল্লাশি চালিয়েছিল যৌথ বাহিনী। ওই সময় কয়েকশো সশস্ত্র গ্রামবাসীকে সামনে রেখে পুলিশকে গ্রামে ঢুকতে বাধা দিয়েছিল মাওবাদীরা। পুলিশের দিকে তির ও গুলি ছোড়া হয়েছিল। পুলিশের দাবি, ওই জমায়েতে নেতৃত্ব দিয়েছিলেন সীতা। স্থানীয় কাঁটাপাহাড়ি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত তৎকালীন সাব-ইনস্পেক্টর মণিশঙ্কর মহন্ত ওই ঘটনায় লালগড় থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই সীতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, পুলিশকে সরকারি কাজে বাধা দেওয়া, প্রাণনাশের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু হয়। এ দিন আদালতে ধৃতের তরফে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।
|
রাজ্যে দলতন্ত্র চলছে: রবীন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
শিক্ষা থেকে প্রশাসনরাজ্যের সর্বত্র দলতন্ত্র কায়েম হয়েছে বলে অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব। শনিবার রামনগরের আরএসএ ময়দানে তিনি বলেন, “১৯ মাসে রাজ্যে ৮৪জন বামপন্থী নেতা-কর্মী খুন হয়েছেন, ফসলের দাম না পেয়ে সর্বস্বান্ত হয়ে ৭৫জন কৃষক আত্মহত্যা করেছেন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী দু’মুখো নীতি নিয়ে এক দিকে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের বিরোধিতা করছেন আবার অন্য দিকে আমেরিকার বিদেশসচিব হিলারি ক্লিনটনকে মহাকরণে স্বাগত জানাচ্ছেন।” তাঁর আরও অভিযোগ, “রাজ্যের পরিবেশ বদলে গিয়েছে, শিক্ষা থেকে প্রশাসন-সর্বত্রই দলতন্ত্র কায়েম হয়েছে। পঞ্চায়েতগুলি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। বামপন্থী-সহ বিরোধীদের কাজ করতে দেওয়া হচ্ছে না।” সভায় রবীন দেব ছাড়াও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল জানা ও রামনগর জোনাল কমিটির সম্পাদক আশিস প্রামাণিক বক্তব্য রাখেন। পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েতগুলিতে তৃণমূলের দুর্নীতি নিয়ে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়।
|
বিদ্যুৎ দফতরে হামলা
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
বিদ্যুৎ দফতরে হামলার অভিযোগ উঠল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির (রামজীবনপুর শাখা) বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার রামজীবনপুরে। পুলিশ জানিয়েছে, ঘন ঘন লোডশেডিং, লো ভোল্টেজ-সহ নানা দাবিতে স্থানীয় বিদ্যুৎ দফতরে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির সদস্যরা। অভিযোগ, ডেপুটেশন দেওয়ার নাম করে গ্রাহকরা দফতরে ভাঙচুর চালান। বিদ্যুৎ দফতরের কর্মীদের হেনস্থার অভিযোগও ওঠে তাঁদের বিরুদ্ধে। ঘটনার পর চন্দ্রকোনা থানায় বিদ্যুৎ দফতর অভিযোগ দায়ের করে। পুলিশ শনিবার রাতেই অসিত সরকার নামে সমিতির এক সদস্যকে গ্রেফতার করে। রবিবার তাঁকে ঘাটাল আদালতে তোলা হলে জামিন পান তিনি।
|
আন্তঃচক্র ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রাম মহকুমা ভিত্তিক আন্তঃচক্র বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার। ঝাড়গ্রাম শহরের রাজবাড়ি ময়দানে আয়োজিত ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি স্বপন মুর্মু। প্রতিযোগিতায় যোগ দেয় মহকুমার ১৮টি চক্রের প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়গুলির মোট ৭৫০ জন ছাত্রছাত্রী। সার্বিক ভাবে মহকুমা চ্যাম্পিয়ান হয় ঝাড়গ্রাম পশ্চিম চক্র। অনুষ্ঠানে হাজির ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা, রাজ্য স্কুল শিক্ষা দফতরের উপশিক্ষা অধিকর্তা অলোক সরকার, ঝাড়গ্রামের মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
|
সহায়ক মূল্যে ধান কেনা শুরু
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
সরকারি সহায়ক মূল্যে ধান কেনার শিবির হল তমলুকের শ্রীরামপুর বাজার সংলগ্ন দুর্গামন্দির প্রাঙ্গণে। শনিবার দুপুরে শিবিরের উদ্বোধন করেন রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র। এলাকার কৃষকদের কাছ থেকে প্রায় ১ হাজার মেট্রিক টন ধান কেনে রাজ্য সরকারের সমবায় দফতরের অধীন তমলুকের কবিগুরু হোলসেল কনজিউমার্স কো-অপারেটিভ সোসাইটি। শিবিরে ছিলেন কোলাঘাটের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, তমলুকের এসডিও দিব্যেন্দু বিশ্বাস ও সমবায় দফতরের সহকারী নিবন্ধক (পূর্ব মেদিনীপুর-১ রেঞ্জ) অনিমেষ সেন।
|
পার্টি অফিসে হামলা
নিজস্ব সংবাদদাতা • রামগড় |
|
ছন্দপতন হল তৃণমূলের সভায়। রবিবার পশ্চিম মেদিনীপুরের রামগড়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সাংসদ শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সভা চলাকালীনই পাশে সিপিআইয়ের শ্রমিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। অফিস থেকে কাগজপত্র বের করে পুড়িয়ে দেওয়া হয়। সিপিআইয়ের কর্মীদের সঙ্গে বচসায় জড়ান তৃণমূলের লোকজন। মারামারিও হয়। জখম হন দুই তৃণমূল সমর্থক। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
প্রথমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার বনমালীচট্টা হাইস্কুল মাঠে। প্রতিযোগিতার উদ্বোধন করেন কাঁথি ৩ পঞ্চয়েত সমিতির সভাপতি অর্ধেন্দু পন্ডা। উপস্থিত ছিলেন ব্লক উন্নয়ন আধিকারিক প্রদীপ বিশ্বাস, শিক্ষা কর্মাধ্যক্ষ চন্দন মান্না প্রমুখ। চক্রের অধীনের সমস্ত প্রাথমিক ও শিশুশিক্ষা কেন্দ্রগুলির ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টে যোগ দেয়। প্রতিযোগিতায় সেরা হয় পানিচিয়াড়ি দক্ষিণ কাঞ্চেশ্বর প্রাথমিক বিদ্যালয়।
|
চ্যাম্পিয়ন চন্দনপুর
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পাঁশকুড়ার হাতিশাল ইয়ং অ্যাথলেটিক ক্লাব আয়োজিত নক আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল চন্দনপুর ফুটবল কোচিং সেন্টার। রানার্স হয় বৃন্দাবনচক দেশপ্রেমিক ক্লাব। শনিবার হাতিশাল ময়দানে প্রতিযোগিতার ফাইনাল খেলায় চন্দনপুর ১-০ গোলে হারায় বৃন্দাবনচককে। |
|