টুকরো খবর
লরির ধাক্কা, বেলদায় মৃত ২
লরির ধাক্কায় একই পরিবারের দু’জনের মৃত্যু হল। রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে বেলদা থানার দেউলিতে। মৃত দু’জনের নাম চন্দন সিংহ (৪০) ও কচি সিংহ (৪৫)। গুরুতর জখম অবস্থায় জবা সিংহ নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বিকেলে বাড়ির সামনে রাস্তার একধারে বসেছিলেন চন্দনরা। সেই সময় কেশিয়াড়ির দিক থেকে বেলদার দিকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। পরে পাশের একটি জলাশয়ে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দু’জনের। শনিবার সকালে মোটর বাইক থেকে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম কৃষ্ণা দত্ত (৪৬)। কৃষ্ণাদেবী সিপিএমের বেলদা জোনাল কমিটির সম্পাদক ভাস্কর দত্তের স্ত্রী। তিনি ওই দিন এক আত্মীয়ের মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। বাড়ি বেলদা থানার তারিয়াপুঁজি গ্রামে। ফেরার পথে ঠাকুরচকের কাছে তিনি বাইক থেকে পড়ে যান। শুরুতে বেলদা হাসপাতাল, পরে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। মেডিক্যাল থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্কুলভোটে জয়ী ‘বিক্ষুব্ধ’ তৃণমূল
তৃণমূলের ক্ষমতাসীন-বিক্ষুব্ধদের লড়াইয়ের জয়ী হল বিক্ষুব্ধরাই। রবিবার এক স্কুল নির্বাচনে এ ঘটনা ঘটেছে। বেলদা থানার মান্ন্যা যোগেন্দ্র বিদ্যাভবনের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল এদিন। সিপিএমের কোনও প্রার্থী ছিল না। তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠী প্রার্থী দিয়েছিল। বিক্ষুব্ধ গোষ্ঠীও প্রার্থী দিয়েছিল। ফল বেরোনোর পর দেখা যায়, ৬টি আসনের সবক’টিতেই ক্ষমতাসীন গোষ্ঠী যাঁদের সমর্থন করেছিল, তাঁদের পরাজয় হয়েছে। জিতেছে বিক্ষুব্ধ গোষ্ঠী সমর্থিত প্রার্থীরাই। যদিও দলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বলে মানতে নারাজ তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দ। পাশাপাশি, নির্বাচনের বিষয়টি নিয়েও কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে মেনেছেন, স্কুল নির্বাচনে যাঁরা মনোনয়ন পেশ করেন, তাঁরা তৃণমূল কর্মী- সমর্থক।

মেদিনীপুরে ফুটবল

সৌমিত্র পাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মেয়েদের ম্যাচ। মেদিনীপুরে তোলা নিজস্ব চিত্র।
ফুটবল টুর্নামেন্ট হল মেদিনীপুর শহরে। উদ্যোক্তা মহাতাবপুর পরিবর্তন সাংস্কৃতিক সংস্থা। সৌমিত্র পালের স্মৃতিতে আয়োজিত এই টুর্নামেন্টে ১৬টি দল যোগ দেয়। শুক্রবার থেকে শুরু হয়েছিল টুর্নামেন্ট। শেষ হয় রবিবার। চ্যাম্পিয়ন হয়েছে লোয়াদা দুর্গামাতা যুব সঙ্ঘ। এ বার টুর্নামেন্টের ১৫ তম বর্ষ ছিল। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন সাংসদ শুভেন্দু অধিকারী, মন্ত্রী সুকুমার হাঁসদা প্রমুখ। রবিবার প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়েছিল। একটি ম্যাচে মাঠে নামেন মেদিনীপুর ও খড়্গপুর পুরসভার কাউন্সিলররা। অন্য ম্যাচে মেদিনীপুর বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মেদিনীপুর শাখার সদস্যরা।

নবান্ন উৎসব
সম্প্রতি খড়্গপুর মহকুমার নারায়ণগড় থানার বিদিশায় আয়োজিত হল নবান্ন উৎসব। ‘সমাজ সেবক সঙ্ঘ’ আয়োজিত এই উৎসব শুরু হয় পতাকা উত্তোলন ও শহিদ বেদিতে মাল্যদানের মাধ্যমে। স্বাগত ভাষণ দেন আয়োজক সংস্থার সম্পাদক প্রদীপকুমার ভৌমিক। বক্তব্য রাখেন অতিথিরা। বটতলা মুক্তধারা প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন সুহৃদকুমার ভৌমিক, সৌম্যদীপ মহাপাত্র, অশোক ঘোষ প্রমুখ। অনুষ্ঠানের শেষে সকলকে পায়েস বিতরণ করা হয়।

সিপিএমের মিছিল
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, সঠিক মূল্যে চাষিদের থেকে ধান কেনা-সহ একাধিক দাবিতে ডেবরায় মিছিল করল সিপিএম। রবিবার বালিচক থেকে ডেবরা পর্যন্ত ওই মিছিলে হাঁটেন দলের জেলা সম্পাদক দীপক সরকারও। মিছিলের আগে বালিচকে পথসভাও হয়। সেখানে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনেন দীপকবাবু। সেই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সাবধানে দলীয় কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন কর্মীদের।

আলোচনাসভা
সমাজ সেবক সঙ্ঘ আয়োজিত দু’দিনব্যাপী জাতীয় আলোচনাসভা শেষ হল রবিবার। শনিবার নারায়ণগড় থানার বিদিশায় আয়োজিত এই শিবির উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য স্বপনকুমার প্রামাণিক। ‘আদিবাসী ও তাঁদের পরিবেশ সমস্যা ও সমাধান’ শীর্ষক আলোচনায় স্বাগত ভাষণ দেন আয়োজক সংস্থার সম্পাদক অধ্যাপক প্রদীপকুমার ভৌমিক।

জেলা সম্মেলন
আরএসপির যুব সংগঠন বিপ্লবী যুব ফ্রন্টের ৮ ম জেলা জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রাম হাইস্কুলে। সবমিলিয়ে ১১০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। বক্তব্য রাখেন যুব সংগঠনের রাজ্য সম্পাদক অঞ্জনাভ দত্ত, আরএসপির জেলা সম্পাদক শক্তি ভট্টাচার্য প্রমুখ। সংগঠনের জেলা সম্পাদক হয়েছেন জয়ন্ত পাত্র।

স্কুলে জয় তৃণমূলের
স্কুলের অভিভাবক পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। গত বৃহস্পতিবার ডেবরা ব্লকের হরিনারায়ণপুর-বৈকন্ঠপুর হাইস্কুলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে তৃণমূল ছাড়া অন্য কোনও দল প্রার্থী দেয়নি। ডেবরার বিধায়ক রাধাকান্ত মাইতি বলেন, “বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় মিলেছে। এ বার স্কুলের পঠনপাঠন ও উন্নয়নে জোর দেওয়া হবে।”

ট্রেনের ধাক্কায় মৃত্যু
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। নাম শেখ লিয়াকত আলি (১৬)। বাড়ি পিংলা থানার জলচকে। রেল পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে কলকাতা যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন লিয়াকত। বাসে বালিচক স্টেশনে এসে ট্রেন ধরতে যাচ্ছিলেন তিনি। কিন্তু তখনই ট্রেন ছেড়ে দেয়। দৌড়ে ট্রেন ধরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ব্যাঙ্ক সম্মেলন
বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক (মেদিনীপুর) স্টাফ ইউনিয়নের ৩৩তম সম্মেলন শেষ হল রবিবার। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে। সম্মেলন শুরু হয়েছিল শনিবার। ওই দিন সন্ধ্যায় এক প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছিল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.