রবিবারের যুবভারতীতে বিতর্কিত কলকাতা ডার্বির প্রথমার্ধের ইনজুরি টাইম। রেফারির সঙ্গে কথা কাটাকাটি চলছে ওডাফা ওকোলির। মোহনবাগান অধিনায়ককে লাল কার্ড বের করে দেখাচ্ছেন রেফারি। ওডাফা লাল কার্ড দেখার সময় পাশে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন ইস্টবেঙ্গলের মেহতাব হোসেন এবং সৌমিক দে। আর এই ছবি নতুন বিতর্ক উস্কে দিয়েছে। এই আচরণ কতটা খেলোয়াড় সুলভ, তা নিয়ে উঠছে প্রশ্ন। ডার্বিতে দু’দলের জার্সিতে খেলা |
দুই প্রাক্তন যা বললেন...
অলোক মুখোপাধ্যায়: ওদের হাতাতালি দেওয়া দেখে খুব খারাপ লেগেছে। মেহতাব আর সৌমিকের কাছ থেকে এই আচরণ আশা করিনি। ওদের ভাবা উচিত ছিল যে, ওই হাততালি গ্যালারির এক লাখ মানুষকে উত্তপ্ত করে দেবে। পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে আরও একটা ১৬ অগস্ট ঘটে যেতে পারত। তখন তার দায় কে নিত?
গৌতম সরকার: ও ভাবে হাততালি দেওয়া কখনওই উচিত হয়নি। ফুটবলারদের সব সময় মনে রাখতে হবে তার আচরণের প্রতিফলন গ্যালারিতে পড়ে। আশি সালের কথা মনে পড়ে যাচ্ছিল। পরিণতি ভয়ঙ্কর হতে পারত। |