টুকরো খবর
কৃষকসভার সম্মেলন
ছবি: দীপঙ্কর দে।
সারা ভারত কৃষকসভার ৮ম সন্মেলন অনুষ্ঠিত হল চণ্ডীতলা ১ ব্লকের জঙ্গলপাড়ায়। রবিবার ছিল দু’দিনের এই সন্মেলনের শেষ দিন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী আনিসুর রহমান, চণ্ডীতলার প্রাক্তন বিধায়ক ভক্তরাম পান, কৃষকসভার ব্লক সভাপতি নকুল চট্ট্যোপাধ্যায় প্রমুখ। আনিসুর বলেন, “আমাদের কাজের ত্রুটি হয়নি তা বলতে পারবো না। কেউ কেউ ভুল করেছিল। তবে আজকে তারা আমাদের থেকে দূরে সরে গিয়েছে।” এই প্রসঙ্গে তাঁর কটাক্ষ, “যে দলের কোনও শৃঙ্খলা নেই, সেই দলের আবার কী নীতি থাকবে। বর্তমানে নারী নির্যাতনে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। তবে আমাদের মুখ্যমন্ত্রী বলেন এখানে কোনও ধর্ষণ-কাণ্ড হয়নি। তিনি ন্যানো পালাও বলে কত আন্দোলন করলেন। কিন্তু কী হল সিঙ্গুরের বর্তমান অবস্থা? ৪০ শতাংশ চাষির কৃষিতে অনীহা দেখা দিচ্ছে। চাষের জিনিসের অত্যধিক মূল্য বৃদ্ধির ফলে তাঁরা লাভের স্বপ্ন ভুলছেন।”

গুপ্তিপাড়ায় গ্রন্থপ্রকাশ
গুপ্তিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নৃসিংহপ্রসাদ ভট্টাচার্যের ‘বঙ্গ সংস্কৃতির এক পর্ব’ বইটির প্রকাশ অনুষ্ঠান হল। জেলার সামাজিক, রাজনৈতিক, ভৌগোলিক এবং সাংস্কৃতিক ইতিহাস বইটির বিষয়বস্তু। বহু আগে রচনা করেও অর্থাভাবে প্রকাশ করতে পারেননি প্রয়াত শিক্ষক। তাঁর জন্ম-শতবর্ষ উপলক্ষে গুপ্তিপাড়ার কিছু বিশিষ্ট মানুষ ও তাঁর ছেলের মিলিত প্রয়াসে বইটি প্রকাশ পেল। এর আবরণ উন্মোচন করেন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়।

হুগলিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল
এফডিআই এর প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে মিছিল হল শ্রীরামপুর ও চুঁচুড়ায়। রবিবার শ্রীরামপুরের মাহেশ স্নানপিড়ি মাঠ থেকে জিটি রোড ধরে শেওড়াফুলি ফাঁড়ির কাছে শেষ হয় মিছিল। মিছিলে পা মেলান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুদীপ্ত রায় এবং শ্রীরামপুর, বৈদ্যবাটী ও রিষড়ার পুরপ্রধানেরা। অন্য দিকে, চুঁচুড়ার তালডাঙা থেকে জিটি রোড ধরে ব্যান্ডেলের ঈশ্বরবাগ পর্যন্ত মিছিলে যোগ দেন চুঁচুড়ার বিধায়ক তপন মজুমদার, হুগলি-চুঁচুড়ার পুরপ্রধান এ বিভিন্ন পঞ্চায়েত প্রধানেরা।

দুর্ঘটনায় মৃত ২
বাসের ধাক্কায় মৃত্যু হল এক ট্রেকার কর্মীর। রবিবার ঘটনাটি ঘটে গাইঘাটার সুটিয়ায়। পুলিশ জানায়, মৃত বিকাশ ঘোষ (৪০) ট্রেকার থামিয়ে টাকা খুচরো করতে রাস্তা পার হতে গেলে একটি বাস তাঁকে ধাক্কা মারে। অন্য দিকে, এ দিন দুপুরে হাবরার বামিহাটিতে পথ দুর্ঘটনায় মারা যান মহম্মদ নিজাম মণ্ডল (৪২) নামে এক মোটর সাইকেল আরোহী।

ফুটবল প্রতিযোগিতা
ছবি: মোহন দাস।
আরামবাগের বসন্তপুর রিক্রিয়েশন ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কলকাতার গড়িয়া এম সি কেবল নেটওয়ার্ক দল। রবিবার ওই ক্লাবের মাঠেই ফাইনালে তারা ৩-০ গোলে আরামবাগ ফেডকে হারায়। গোল করেন নাইজেরিয়ান কাবুকি, পিটার এবং অরুণাংশু গুপ্ত।

হুগলি জেলা দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা
—নিজস্ব চিত্র
শ্রীরামপুরের পার্ক জিমন্যাসিয়ামের উদ্যোগে ৩৩ তম ‘হুগলি জেলা দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা’ হয়ে গেল গত ২ ডিসেম্বর। শ্রীরামপুর টাউন হলে এই প্রতিযোগিতায় ৬টি বিভাগে বেশ কয়েক জন প্রতিযোগী যোগ দেন বলে জানিয়েছে উদ্যোক্তারা।

দুর্ঘটনা, আহত ৪
দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন চার জন। গ্রেফতার করা হয়েছে একটি গাড়ির চালককে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটে বালি হল্টের কাছে ২ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানায়, ডানকুনি থেকে বালি ব্রিজের দিকে যাওয়ার সময়ে একটি গাড়ি উল্টোদিক থেকে আসা অন্য একটি গাড়িকে ধাক্কা মারলে সেটি দুমড়েমুচড়ে যায়। আহত হন ওই গাড়ির চালক এবং দুই আরোহী। আহত হন অন্য গাড়িটির এক যাত্রীও। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ দিকে, মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে প্রথম গাড়িটির চালক বিশ্বনাথ বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

স্কুলে নির্বাচন
বালি আনন্দনগর গার্লস স্কুলে পরিচালন সমিতির নির্বাচনে রবিবার তৃণমূল সমর্থিত প্রার্থীরা ৬টি আসনে জয়লাভ করে। ২০০৯ সালে তৃণমূল প্রথম এই স্কুলের পরিচালন সমিতিতে ক্ষমতায় আসে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.