রবিবার দুপুরে বেলেঘাটা ও আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় দু’টি আগুনের জেরে শহরে আতঙ্ক ছড়াল। দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হননি।
রবিবার দুপুর বারোটা নাগাদ প্রথম আগুনটি লাগে উত্তর কলকাতার ৪৩ নং কৈলাস বোস স্ট্রিটে গোকুল ভবন নামে এক বহুতলে। এক সময়ে ওই বহুতলে মধ্যশিক্ষা পর্ষদের অফিস ছিল। পুলিশ জানায়, এক স্থানীয় ডেকরেটর ওই বাড়ির সামনে তার, প্লাস্টিক চেয়ার, এক্সরে প্লেট, ত্রিপল ইত্যাদি মজুত করে রেখেছিলেন। দুপুরে সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখে একতলার বাসিন্দারা দমকলে ও পুলিশে খবর দেন। দমকল জানিয়েছে, আগুনে বাড়ির সামনের দিকে থাকা তিনটি এসি জ্বলে যায়।
পরের আগুনটি লাগে বেলেঘাটার সুরেশ সরকার স্ট্রিটের একটি তারের কারখানায়। দুপুর সাড়ে তিনটে নাগাদ ওই কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন। |
চলছে আগুন নেভানোর কাজ। রবিবার, কৈলাস বোস স্ট্রিটে। নিজস্ব চিত্র |
ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন গিয়ে দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল জানায়, ওই কারখানায় তেল ও কিছু দাহ্য পদার্থ থেকেই আগুন লাগে। তবে আগুন লাগার নির্দিষ্ট কারণ জানা যায়নি। এ দিকে, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে শুকনো পাতা জড়ো করে আগুন জ্বালানোর ঘটনা ঘটল ময়দানে। দমকল জানায়, রবিবার বিকেল ৪টে নাগাদ কলকাতা পুলিশ সূত্রে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ওই আগুন নেভায়। পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন, “এটা একেবারেই অনভিপ্রেত। ভিক্টোরিয়াকে দূষণমুক্ত রাখতে বহু দিন থেকেই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং হাইকোর্ট, ময়দান অঞ্চলে আগুন জ্বালানো নিষিদ্ধ করেছে। পূর্ত দফতর নিয়ম মতো শুকনো পাতা জড়ো করে অন্যত্র না ফেলায় এই ঘটনা ঘটেছে।” |