বেহাল সড়ক
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও পাকা করা হচ্ছে না ময়ূরেশ্বরের বেজা মোড় থেকে দাসপলশা পর্যন্ত রাস্তাটি। এলাকাবাসীর দাবি, বারবার প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন জানিয়েও ওই পাঁচ কিলোমিটার রাস্তা পাকা করার বিষয়ে কোনও ফল মেলেনি। এর ফলে বর্ষায় ওই রাস্তা দিয়ে চলাচল করতে বাসিন্দারা চরম অসুবিধায় পড়েন। গ্রামবাসীদের আরও দাবি, ওই রাস্তা পাকা হলে বহড়া-বেলিয়া সড়কের সঙ্গে সিউড়ি-বহরমপুর রাস্তার যোগসূত্র তৈরি হবে। উপকৃত হবেন বহু মানুষ। সেই কাজ না হওয়ার পেছনে প্রশাসনকেই দুষছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। যদিও সংশ্লিষ্ট ময়ূরেশ্বর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, বিজেপি-র বিনয় সাহা-র দাবি, “আমরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ওই রাস্তা পাকা করার জন্য জেলা প্রশাসনের কাছে প্রস্তাব পাঠিয়েছি।”
|
রেষারেষিতে প্রাণ গেল এক লরি খালাসির। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে সিউড়ি তিলপাড়া ব্যারাজের কাছে, রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম ডাব্লু দাস (৩০)। তাঁর বাড়ি সিউড়ি থানা এলাকার কড়িধ্যা কালীতলায়। পুলিশের সূত্রে খবর, ঘটনার সময় মৃত খালাসি জানালা দিয়ে মুখ বাড়িয়ে ছিলেন। অন্য লরিটি ওভারটেক করতে গেলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান ডাব্লুবাবু। পুলিশ একটি লরিকে আটক করলেও অন্যটি এখনও অধরা। |