কেতুগ্রামে স্কুলে জয়ী সিপিএম
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম |
স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে কংগ্রেস ও তৃণমূল জোট সমর্থিত প্রার্থীদের হারালেন সিপিএম সমর্থিত প্রার্থীরা। রবিবার বিল্লেশ্বর গার্লস হাইস্কুলে ভোট হয়। রাতে ফল বেরোলে দেখা যায়, দু’টি মহিলা আসন-সহ ৬টি আসনের সব ক’টিতেই জিতেছেন সিপিএম সমর্থিতরা। আগেও এই স্কুলের পরিচালন সমিতি সিপিএমের দখলেই ছিল। এ দিন জয়ের পরে সিপিএম নেতাদের দাবি, তৃণমূল বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তাই যে সব মানুষ বামেদের প্রতি বিমুখ হয়েছিলেন, তাঁরা ফের তাঁদের উপরে আস্থা রাখছেন। তৃণমূলের দাবি, কংগ্রেসের সঙ্গে জোট করার জন্যই এমন পরিস্থিতি। কংগ্রেসের অবশ্য পাল্টা দাবি, জোট সমর্থিত প্রার্থীরা যেটুকু ভোট পেয়েছেন তা কংগ্রেসের জন্যই। পাশাপাশি, সাংগঠনিক দুর্বলতার কথা মেনে নিয়েছেন কংগ্রেস নেতারা। এর আগে কেতুগ্রামের গুড়পাড়া হাইস্কুলের ভোটেও জিতেছিলেন সিপিএম সমর্থিত প্রার্থীরা।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • কালনা |
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ভ্যানচালকের। শনিবার সন্ধ্যায় কালনা ২ ব্লকের সেনেরডাঙা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মানিক মালিক (১৯)। বাড়ি আলুখাল পঞ্চায়েতের আরবেলিয়া গ্রামে। এ দিন সন্ধ্যায় নিজের ভ্যান নিয়ে মানিক কালনা শহরের দিকে যাচ্ছিল। সেই সময়ে একটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় মানিকবাবুকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। পুলিশ গাড়িটিকে আটক করেছে।
|
কবিতা নিয়ে আলোচনা
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
কবিতা বিষয়ক আলোচনা ও স্বরচিত কবিতা পাঠের আসর আয়োজিত হল রবিবার পূর্বস্থলীর কালেখাঁতলা ২ পঞ্চায়েতের বেলগাছি গ্রামে। সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও হুগলির অন্তত ৮০ জন কবি। পূর্বস্থলী সাহিত্য সংসদের সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী বলেন, “শীতকালে এই ধরনের আরও অনুষ্ঠান করার চেষ্টা করব।”
|
যুবকের দেহ মিলল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
এক অজ্ঞাতপরিচয় যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। মেমারির চোৎখণ্ড গ্রামের কাছে জি টি রোডে দেহটি মেলে। রবিবার সকালের ঘটনা। একটি ট্রাকে দেহটি মেলে। মৃতের পরনে ছিল ছাপা লুঙ্গি ও কালো রঙের গেঞ্জি। তাঁর ডান কাঁধে গুলির আঘাত ছিল। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করে দেহটিকে এখানে এনে ফেলে রাখা হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। |