আজ নির্বাচনী বৈঠকে প্রশ্ন যুবরাজকে ঘিরে
ঈশ্বরই এখন বাঁচাতে পারেন, বলছেন সহবাগ
রাতারাতি ভারতীয় ক্রিকেটে যে এমন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হবে, কে জানত!
ওয়াংখেড়ের পর ইডেন। ব্রাউনওয়াশের স্বপ্নভঙ্গের পর এ বার সিরিজ ভরাডুবির ভয়। আর তার পরিণাম?
বীরেন্দ্র সহবাগের বিস্ফোরণ। নাগপুর টেস্টে যুবরাজ সিংহের বাদ পড়ার আশঙ্কা। ভারতীয় ড্রেসিংরুমে ‘ক্যাপ্টেন কুল’-এর ভেঙে পড়া।
ইডেনে হার যেমন মোটামুটি নিশ্চিত, তেমনই নাগপুর টেস্টের দল নির্বাচনী বৈঠকেও এক জনকে ঘিরে ঝড় উঠতে চলেছে। তিনি যুবরাজ সিংহ। মুম্বইয়ের পর ইডেনেও তাঁর ব্যাটিং ব্যর্থতা নিয়ে নির্বাচকদের কেউ কেউ অসন্তুষ্ট। রাত পর্যন্ত খবর, এঁরা চাইছেন যুবরাজকে বসিয়ে ভারতীয় মিডল অর্ডারকে একটা বার্তা দিতে যে, ওয়ান ডে বা টি-টোয়েন্টিতে যে যত বড় নামই হোক না কেন, টেস্টে টানা ব্যর্থ হলে কাউকে রেয়াত করা হবে না।
তারকা পতন: ফিরছেন যুবরাজ। বোল্ড সহবাগ। শনিবার ইডেনে। ছবি: সুদীপ্ত ভৌমিক, শঙ্কর নাগ দাস
কপিল দেবের মতো কিংবদন্তিরা শনিবার যুবরাজের দশা দেখে বলে ফেলেছেন, “দলীপে দুশো করেছে ঠিক আছে। কিন্তু টেস্টের জন্য ও পুরো ফিট বলে মনে হয় না। টেস্টে কোথাও ওর সমস্যা হচ্ছে।”
শুধু ’৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক নন, যুবি-বিরাটদের মিডল অর্ডার নিয়ে প্রশ্ন তুলে গেলেন বীরেন্দ্র সহবাগ নিজে। জিজ্ঞেস করা হয়েছিল, অভিজ্ঞতার অভাবে মিডল অর্ডার যখন ডুবছে, তিনি তখন মিডল অর্ডারে নামার কথা ভাবছেন কি না? জবাবে বিরক্ত সহবাগের মন্তব্য, “কেন নামব? যুবরাজ চল্লিশের উপর টেস্ট খেলেছে। বিরাট এগারোটা। এ বছর তো বোর্ডের পুরস্কারও পেয়েছে বিরাট।”
ইংল্যান্ড সিরিজে ভারতীয় ব্যাটিং

ম্যাচ ইনিংস রান গড় সর্বোচ্চ
গৌতম গম্ভীর ২১৪ ৪২.৮০ ৬৫
বীরেন্দ্র সহবাগ ২৫৩ ৪২.১৬ ১১৭
চেতেশ্বর পূজারা ৪১২ ১০৩ ২০৬ নঃআঃ
সচিন তেন্ডুলকর ১১০ ২২ ৭৬
বিরাট কোহলি ৮৫ ১৭ ২০
যুবরাজ সিংহ ১২৫ ২৫ ৭৪
মহেন্দ্র সিংহ ধোনি ৯২ ১৮.৪০ ৫২
রবিবারই দুপুরে কলকাতায় চতুর্থ টেস্টের দল নির্বাচনী বৈঠক। একটা মত হল, যুবরাজকে বসিয়ে রবীন্দ্র জাডেজাকে নেওয়া হোক। যিনি চলতি রঞ্জি মরসুমে দুটো ট্রিপল সেঞ্চুরি করে বসে আছেন। আবার কেউ কেউ ভাবছেন, নাগপুর টেস্টে যুবরাজকে আর একটা সুযোগ দেওয়া যায় কি না। আর শুধু যুবি নন, আরও এক ‘সিংহ’-কে ঘিরে আশঙ্কা। তিনি— হরভজন। জলন্ধরের অফস্পিনারের জায়গায় নাম উঠছে দুই লেগস্পিনারের। অমিত মিশ্র এবং পীযূষ চাওলা। ইশান্ত শর্মার অবস্থাও সুবিধেজনক নয়। তবে তাঁর থাকা-না থাকা নির্ভর করবে উমেশ যাদবের ফিটনেস রিপোর্টের উপর।
রবিবাসরীয় কলকাতায় মাঠের বাইরে মহানাটকের সম্ভাবনা থাকছে। কিন্তু ইডেনে নাটকীয় প্রত্যাবর্তনের স্ক্রিপ্ট দেখতে পাচ্ছে না টিম ইন্ডিয়া। অধিনায়ক ধোনি, যিনি হার বা জয়ে বিশেষ প্রতিক্রিয়া দেন না, তিনি পর্যন্ত আজ বিপর্যস্ত। এ দিন ড্রেসিংরুমে ঢুকে একটা সময় পর্যন্ত কথা বলার মতো অবস্থায় ছিলেন না। কিন্তু সহবাগ বললেন, এবং যা বললেন তাকে মোটামুটি অগ্নুৎপাত বলা চলে।
“আমি প্রচণ্ড হতাশ। উইকেট খারাপ ছিল না। ওদের ব্যাটসম্যানরা যা পেরেছে, আমরা পারিনি। ধৈর্যের কথা বলছি।”
“পরপর দু’টো টেস্টে এক জিনিস হল। দরকার ছিল চারশো। কিন্তু আমরা দুশো-আড়াইশোয় গুটিয়ে গেলে চলবে কী ভাবে?”
“পূজারাকে নিয়ে এখন আপনারা কথা বলছেন। অথচ আপনারাই বলেছিলেন, ও আগামী রাহুল দ্রাবিড়। আসলে দলটা এখন বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। সময় চাই।”
“কাল কী হবে জানি না। এখন আমাদের ঈশ্বরই বাঁচাতে পারেন!”
খুব ভুল বলেননি বীরু। এখন আর ভগবানে ভরসা রাখা ছাড়া উপায় কী ধোনিদের?

ভারত প্রথম ইনিংস: ৩১৬
ইংল্যান্ড প্রথম ইনিংস (আগের দিন ৫০৯-৬ )
প্রায়র ক ধোনি বো জাহির ৪১
সোয়ান ক সহবাগ বো প্রজ্ঞান ২১
ফিন নঃআঃ ৪
অ্যান্ডারসন ক সহবাগ বো অশ্বিন ৯
পানেসর এলবিডব্লিউ অশ্বিন ০
অতিরিক্ত ২২
মোট ৫২৩
পতন:১৬৫, ৩৩৮, ৩৫৯, ৩৯৫, ৪২০, ৪৫৩, ৫১০, ৫১০, ৫২৩।
বোলিং:জাহির ৩১-৬-৯৪-১, ইশান্ত ২৯-৮-৭৮-১, অশ্বিন ৫২.৩-৯-১৮৩-৩,
প্রজ্ঞান ৫২-১০-১৪২-৪, যুবরাজ ৩-১-৯-০।

ভারত দ্বিতীয় ইনিংস
গম্ভীর ক প্রায়র বো ফিন ৪০
সহবাগ বো সোয়ান ৪৯
পূজারা রান আউট ৮
সচিন ক ট্রট বো সোয়ান ৫
কোহলি ক প্রায়র বো ফিন ২০
যুবরাজ বো অ্যান্ডারসন ১১
ধোনি ক কুক বো অ্যান্ডারসন ০
অশ্বিন ব্যাটিং ৮৩
জাহির এলবিডব্লিউ ফিন ০
ইশান্ত বো পানেসর ১০
প্রজ্ঞান ব্যাটিং ৩
অতিরিক্ত ১০
মোট ২৩৯-৯
পতন: ৮৬, ৯৮, ১০৩, ১০৭, ১২২, ১২২, ১৫৫, ১৫৯, ১৯৭।
বোলিং: অ্যান্ডারসন ১৫-৪-৩৮-২, ফিন ১৭-৬-৩৭-৩, পানেসর ২২-১-৭৫-১,
সোয়ান ২৮-৯-৭০-২, সমিত ১-০-৯-০।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.